পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বকল্প মুনির সেবা করে সাবধানে । বুঝিয়া মুনির চিত্ত পরম যতনে ॥ এক কালে অশ্বিনীকুমার দুইজন। দৈবযোগে গেলা তারা মুনির আশ্রম। পূজিয়া চ্যবন মুনি আতিথ্য বিধানে । যৌবন মাগিলা সেই দুই দেব স্থানে ॥ যজ্ঞে ভাগ দিব করাইব সোমপান । দিব্যরূপ দিয়া কর কনাপলমান। তবে অঙ্গীকার তারা কৈলা দুই জনে। আজ্ঞা দিলা এই হ্রদে করছ মজ্জনে ॥ তHসভার বচন শুনিএঃ মুনীশ্বর। নখ দস্ত গলিত কম্পিতকলেবর ॥ জরা-জরজর মুনি জলে প্রবেশিল । অপরূপ দিব্য তিন পুরুষ উঠিল ॥ সমরূপ সমবেশ সমান ভূষণ। স্বৰ্ষ্য সম তেজ ধরি উঠিল তিন জন ॥ তাহা দেখি মুকন্যা চিস্তিল মনে মনে । অশ্বিনীকুমার স্থানে কৈল নিবেদনে ॥ পতিব্ৰতা ধৰ্ম্ম মোর করিবে রক্ষণ চিনিয়া দিইৰে মোর পতি কোন জন ॥ তবে তারা পতি চিনাইল দুই জনে। পতিব্ৰতা ধৰ্ম্ম দেখি তুষ্ট হৈল মনে ॥ ঋষি সম্ভাষিয়া তারা চলিলা বিমানে । শৰ্যাতি ভূপতি গেলা মুনির আশ্রমে । সুন্দর পুরুষ দেখি কন্যার সহিতে । মনে দুঃখ পেয়্যা রাজা লাগিলা চিস্তিতে n উঠিয়া বন্দিল কন্যা বাপের চরণে। ভৎসিয়া কি বলে রাজা ক্রোধ করি মনে ॥ আরে রে অসতী কৰ্ম্ম কৈলি বিপরীত । মহামুনি পতি তোর লোকনমস্কৃত । বৃদ্ধি দেখি নিজ পতি তেজি আপনার ॥ মোর কুলে কলঙ্ক করিতে কৈলি জার। মহাকুলে জনমিয়া আপনা খাইলি । পিতৃকুল পত্তিকুল দুই মজাইলি৷ হাসিতে লাগিল৷ কন্যা শুনিএল উত্তর। তোমার জামাত এই মুনি যোগেশ্বর। তত্ত্ব না জানিএা পিতা বল অকারণ। আদি হৈতে কহিল সকল বিবরণ ॥ শুনিএা ৰিম্মিত রাজা আনন্দে পূরিল। নিজ পুরে গিয়া তৰে যজ্ঞ আরম্ভিল । চ্যৰন আনিএক রাজা কৈল মহাযাগ । অশ্বিনীকুমার কাছে পাইলা যজ্ঞভাগ। Q? ঐীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 933 লোমপান করাইল চ্যুবনেত তেজে । এ বোল শুনিএ ক্রোধে কৈল দেবরাজে । কাঢ়িবার তরে বজ্ৰ তুলি লৈল হাথে । চ্যবনে স্তভিয়া হাথ রাখে সেই মতে ॥ তবে ইন্দ্ৰ আজ্ঞা দিলা অশ্বিনীকুমারে। সোমপান কৈল তারা যজ্ঞের ভিতরে ॥ শর্ষাতির তিন পুএ হৈল উৎপতি ॥ আনর্জ মধ্যম তার আছিল বৃপতি ॥ তার পুত্ৰ আছিল রেবত বলবান । সমুদ্রে নিৰ্ম্মল পুরী কুশস্থলী নাম । একশত পুত্র তার রেবতী কুমারী। কস্তা লয্যা গেল রাজা যথা ব্ৰহ্মপুরী । তখনে গন্ধৰ্ব্বগণ পিতামহ সনে । হেনকালে গেলা রাজা ব্ৰহ্মা-বিদ্যমানে ॥ ক্ষণেক বিলম্বে রাজা কৈল নিবেদন । আজ্ঞা কর এক বর কন্সার কারণ ॥ রাজার বচন শুনি বলে প্রজাপতি। পুত্র পৌত্র নাহি তার কুলের সস্ততি ॥ সাতাশ্ম চৌযুগ বহি গেল এতকাল । চল তুমি হবে বলরাম অবতার। পৃথিবীর ভার রাম করিব খণ্ডন। অনন্ত ধরণীধর সহস্ৰ-বদন ॥ অবতার আপনে করিব ক্ষিতিতলে । তবে কস্তা দিহ তুমি রামের গোচরে ॥ আজ্ঞা শিরে ধরি রাজা আইলা নিজপুরে । বলরাম অবতার হৈল যত কালে (১) । তাবৎ আছিল রাজা অবধি করিয়া । তবে বলভদ্রে দিল কস্তা সমপিয়া ॥ বদরিকাশ্রমে নরনারায়ণ স্থানে । তপ সাধি গেল রাও। বৈকুণ্ঠভুবনে ॥ নভগের পুত্র হৈল নাভাগ নৃপতি । তার পুত্র হৈল অম্বরীষ মহামতি ॥ মহাভাগবত রাজা ধৰ্ম্ম অবতার। সপ্তদ্বীপে দওধর এক অধিকার । ব্ৰহ্মশাপ নষ্ট হৈল যার বিদ্যমানে । হেন অম্বরীষ রাজা বিদিত ভুবনে ॥ তবে রাজা জিজ্ঞাসিল কহ মুনিবর। ব্ৰহ্মশাপে কিরূপে তরিল ক্ষিতীশ্বর। এ বড় বিস্ময় গুরু কহ বিবরণ । তৰে শুকদেৰ তার কছেন কারণ ॥ ( s ) •itंtखङ्गं-“स्छtच श्रे” ।