পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 মনেহ না লয় মোর তেজিতে তাহারে । হৃদয়ে বান্ধিয়া মোরে তিলেক না ছাড়ে ॥ ভকতি করিয়া মোরে রাখে বশ করি। স্বামী বশ করে যেন পতিব্ৰতা নারী ॥ চতুৰ্ব্বিধ মুক্তি মোর ভজনের ফল। দিলেহ না লয় মুক্তি ভকতি-কুশল । আমার সেবায় পূর্ণ অন্তর বাহিরে। মুক্তিপদে বস্তুজ্ঞান নাহিক যাহারে । ভকত-হৃদয়ে আমি থাকি সৰ্ব্বক্ষণ । সতত হৃদয় মোর থাকে সাধুজন। তাহা বিনে আমি কিছু না জানিয়ে আনে । আমি বিনে তার চিত্ত অন্ত নাহি জানে। এ বোল বুঝিয়া মুনি চল তুমি ঝাটে। শীঘ্ৰ চলি যাহ তুমি রাজার নিকটে । অপরাধ ক্ষেমাহ বিনয় বাক্য বলি । ৰিনয়ে সকল কাৰ্য্য সাধিবারে পারি ॥ শুনিএশ দুৰ্ব্বাসা মুনি প্রভুর বচনে । চক্ৰতয়ে গেলা মুনি জ্বরিত গমনে ॥ অস্বরীষচরণ ধরিয়া দুই হাথে । লোটায়্যা দুৰ্ব্বাসা মুনি পড়িলা ভূমিতে ॥ লাজে ভয়ে ব্যাকুলিত রাজা অস্বরীষ। দেখিয়া মুনির দুঃখ হৈলা বিমরিষ । তবে অম্বরীষ রাজা কোন বুদ্ধি করে। নান। স্তুতি করি চক্ৰ সাধিল বিস্তরে ॥ তুমি সব সত্য ধৰ্ম্ম তুমি যজ্ঞময় । তুমি কাল তুমি যম তুমি লোকভয় ॥ কোটি -কাটি কর তুমি ব্ৰহ্মাও প্রলয় । তোমার প্রতাপ-তেজ কার প্রাণে সয় ॥ সকল তেজিলু মুঞি ব্রাহ্মণ কারণে । যজ্ঞ দান তপ জপ জনমে জনমে ॥ এই পুণ্যে ব্রাহ্মণের হউক প্রতিকার। ব্ৰাহ্মণের অপরাধ ক্ষেম একবার ॥ কৃপা যদি থাকে মোরে বিপ্র রক্ষা কর । কেমিয়া সকল দোষ (১) ব্রাহ্মণে উদ্ধার ॥ শুনিয়া লে সুদর্শন অম্বরৗষ স্তুতি । শাস্ত হৈল বিষ্ণুচক্র অতুল শকতি ॥ শঙ্কটে তরিয়া মুনি মুস্থ হৈল মনে । আশীৰ্ব্বাদ করি মুনি কি বলে বচনে ॥ (১) পাঠাগুর,-“কৰ্ম্ম । ঐীমদ্ভাগবত আমি লে দেখিলু হরিভক্তের মহিমা । ব্ৰহ্মা আদি দেবে যার দিতে নীরে সীমা ॥ অপরাধ দেখি ক্ষমা করে সাধুজনে । ভকতমহিমা ত্রিভুবনে নাহি জানে। যার নাম শ্রবণে পাতকী সব তরে। তাহার ভকততত্ত্ব কে জানিতে পারে । অনুগ্রহ কৈলে রাজা তুমি দয়াময় । ক্ষেমিয়া সকল দোষ খণ্ডাইলে সংশয় ॥ তবে রাজ দুৰ্ব্বাসার ধরিয়া চরণ । প্রসন্ন করিয়া তারে করাল্যা ভোজন ॥ পারণা করিয়া বিপ্র শিরে দিয়া হাথ । সস্তোষিত হৈয়া তবে কৈলা আশীৰ্ব্বাদ ॥ তোমার প্রসাদে কৃষ্ণ দেখিল সাক্ষাতে । তকত জনের তত্ত্ব জানিলু বিদিতে ॥ তোমার আলাপ দরশন-পরশনে । খণ্ডিল সকল দোষ মোর অভিমানে ॥ এতেক বচন বলি দুৰ্ব্বালা চলিল । এইরূপে গেল কাল বৎসর পুরিল ॥ বৎসরেক ছিল রাজা করি জল পান । পারণা করিতে তবে করে অবধান ॥ দিব্য অন্ন পান দিয়া ভুঞ্জাল ব্রাহ্মণে । দ্বিজ অবশেষ দিয়া করয়ে পারণে ॥ এইরূপে নানা গুণ ধরে মতিমান । অম্বীরষ রাজা ছিল ভকত প্রধান ॥ শ্রবণ কীৰ্ত্তন সেবা স্তবন বন্দন। দান যজ্ঞ করিয়া ভজিল নারায়ণ ॥ তিন পুত্র হৈল তার মহাবলবান । বিভঞ্জিয়া দিল রাজ্য করিয়া সমান ॥ বনে গেলা অম্বরীষ সকল তেজিয়া । বিষ্ণুপদে গেলা রাজা কৃষ্ণ আরাধিয়া । ধন্ত পুণ্য পাপহর অম্বরীষ কথা । রষ্ণগুণ-কীৰ্ত্তন ভকত-গুণ-গাথা ॥ যেবা কহে যেবা শুনে এ পুণ্য চরিত্র । পুণ্যকর পাপহর পরম পবিত্র । সৰ্ব্ব পাপ হরে তার বিষ্ণুলোকে গতি। ভাগবত-আচার্য্যে কহিল যথামতি ॥ ( ১ ) ( ১ ) ভাগবত আচার্য্যের মধুর ভারতী” { egaזלןiי ইতিহীভাগবতে মহাপুরাণে মৰম স্বন্ধে প্রথমোহধ্যায়: ॥ ১ ।