পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কস্তাগণ আপনে করিব স্বয়ম্বর ) এ বোল বুঝিয়া আজ্ঞা কর যোগেশ্বর। আপনে চলিয়া যাহ কষ্টা-অস্তঃপুরে । বার ইৎসা হবে তে ই বরিব তোমারে। এ বোল বলিয়া সঙ্গে দিল পুরজনে । প্রবেশ করিল গিয়া কঙ্গার ভবনে ॥ হেনকালে যোগেশ্বর কোন যুক্তি করে । কামকোট জিলিঞা সুন্দর রূপ ধরে । কঙ্গাপুরে যাই মাত্র কৈলা পরবেশ । কস্তাগণে গলাগলি বাজিল বিশেষ । কেহ বলে মেরি যোগ্য এই বর হয় । কেহ বলে আমি সে বরিল মহাশয় ॥ কেহ বলে তার আগে কৈলু স্বয়ম্বর । কেহ বলে তার যোগ্য নহে এই বর ॥ এইরূপে কস্তাকুলে বাজিল কনলে । তুরিতে চলিয়া তথা গেল নরেশ্বর ॥ অদভূত যোগবল দেখি বিদ্যমানে । পঞ্চাশ দুহিতা বিভা দিল মুনি সনে ॥ কস্তাগণ লয্যা মুনি গেলা তপোবনে । ৰিশ্বকৰ্ম্ম ডাক দিয়া আনিলা তখনে ॥ হেম মণি বিবিধ বিচিত্র স্থানে স্থানে । রতনরচিত পুবী কাঞ্চননিৰ্ম্মাণে । যার সম পুরী নাহি ইন্দ্রের ভূবনে । নিৰ্ম্মিঞা পঞ্চাশ পুরী দিল সেই ক্ষণে ॥ কুবের আনিএা দিল বহুবিধ ধন । বহুবিধ অন্ন পান বসন ভূষণ ॥ পঞ্চাশ সুন্দরী মুনি থই পুরে পুরে। যোগবলে আপনে পঞ্চাশ রূপ ধরে । দিব্য বেশ ধরে হেম মণি অলঙ্কারে। ভাৰ্য্যাগণ লয়্যা মুনি করনে বিহারে। সুগন্ধি কুমুমবন ভৃঙ্গ বিরাজিত । শুক পিক বিহগ বিবিধ মুনাদিত ॥ তরল বিমল জল দীঘি সরোবর । কুমুদ কমল ফুল নীল উৎপল ॥ হংস কারওব জলচর উত্তরোল । মুললিত নদ নদী তরঙ্গ কল্লোল ॥ নামারূপে নানা ক্রীড়া করে স্থানে স্থানে । এইরূপে ক্রীড়া করে লঞ নারীগণে ॥ মান্ধাতা রাজার মনে দুঃখ নিরস্তর। কস্তা দেখিবারে বনে গেলা নরেশ্বর। পাত্ৰগণে কৈল রাজা রাজ্য সমর্পণ । সঙ্গে কিছু গৈল লৈত বৃদ্ধ দ্বিজগণ ঐকৃষ্ণ-প্ৰেমতরদিী ԾՎՊ মুনির সঙ্কোচে সৈন্ত না লৈল সংহতি। তবে তপোবনে উত্তরিলা নরপতি । দিব্য পুরী দেখে রাজা বনের ভিতরে। দাওয়্যিা রহিল রাজা পরের দুধারে । দ্বারী পাঠাইয়া জানাইল মুনিস্থানে । তুরিতে আসিয়া মুনি কৈল সম্ভাষণে । পাদ্য অর্ঘ্য দিয়া রাজায় পূজিল বিধানে । পুরীর ভিতরে রাজায় নিল সেই ক্ষণে। রতনে নির্মিত ঘর মণি-সিংহাসনে। তাহাতে বসায়ে রাজায় পূজিল বিধানে। দিব্য অন্ন পান দিয়া করাল্য ভোজন। দিব্য বস্ত্র দিব্য গন্ধ অঙ্গে বিলেপন। দিব্য বেশ ভূষণ বিবিধ পরিচ্ছদ । দেখিয়া মান্ধাতা রাজা হৈল নিশবদ ॥ কস্তা ডাক দিয়া রাজা আনে বিদ্যমানে। পুছিল সকল কথা কস্তাসমিধানে ॥ কহিল সকল তত্ত্ব রাজার দুহিতা। সকলে কহিব আমি আপনার কথা ॥ আমার নিকট মুনি তিলেক না ছাড়ে। ভগিনীগণের কিছু জিজ্ঞাসা না করে। মুনির প্রসাদে সৰ্ব্ব মুখে আনন্দিত । ভগিনীগণের দুঃখে কেবল দুঃখিত। কন্যার বচন তবে শুনি নরপতি। তথাই রহিল রাজা এক দিনরাতি। রাত্রিশেষে গেলা আর পুরীর দুয়ারে। &য়ারী জানাল্য গিয়া মুনির গোচরে। শুনিঞা লেীতরি রাজায় কৈল সম্ভাষণ । পাদ্য অর্থ্য দিয়া কৈল স্বাগত বচন । পুরীর ভিতরে রাজায় নিল মুনীশ্বর। দিব্য গন্ধ বন্ত দিয়া পুজিল বিস্তর। বসিতে আসন দিলা রতনমন্দিরে। দিব্য অল্প-পান দিল নানা পরকারে। তবে রাজা ডাক দিয়া কন্যাকে পুছিল । পূৰ্ব্বরূপ কথা এই কন্যারে কহিল। (১) এইরূপে পুরে পুরে গেলা দিনে দিনে। দেখিল সকল পুরী পুরুষ সমানে ॥ সেইরূপে কৈলা মুনি রাজার সম্ভাষা। প্রতিপুরে প্রতি কন্যায় করিল জিজ্ঞাসা ॥ প্রীতি কন্যা সেইরূপ দিলেন উত্তর। বিস্ময় ভাবিয়া মনে রহে নরেশ্বর। (১) "সেইরূপ কথা কগু তাহাই কহিল ।” -श्रृंtáांझुद्ध ।