পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eՀեր সপ্তৰীপ পৃথিবী যাহার অধিকার । খণ্ডিল চিত্তের তার রাজ অহঙ্কার। বিদায় হইয়া রাজ নিজ পুরে আলি। কহিল সকল কথা রাজালনে বসি ॥ পা এ মিত্র পুরজনে শুনিএা বিস্মিত । কহিতে কহিতে রাজা হৈল বিমোহিত ॥ এইরূপে করে মুনি বিবিধ বিহার। মুখ ভোগ করিতে রহিল চিরকাল ॥ সস্তোষ না হয় মনে চিত্তে মুনিরাজ । চিত্ত নিবারিতে নারে বাঢ়ে অকুরাগ ॥ মুনি হয়। কৈলু আমি স্ত্রীসঙ্গে নিবাস। মীন সঙ্গে কৈলু আমি আপন বিনাশ ॥ তপ যোগ তত্ত্বজ্ঞান নিয়ম আচার। কুসঙ্গে সকল ধৰ্ম্ম খণ্ডিল আমার ॥ স্ত্রীসঙ্গীর সঙ্গ ও নি করে সাধুজনে । সৰ্ব্বধৰ্ম্ম হরে নারী সঙ্গী দরশনে ॥ মৎস্য সহ দরশন হৈল আচম্বিতে । তা দেখিয়া আমিহ হইলু বিমোহিতে ॥ প্রথমে আছিলু আমি মাত্র একেশ্বর। পঞ্চাশ বলিত সঙ্গ হৈল তারপর ॥ পঞ্চ সহস্ৰ হইল পুত্র পরিবার। তমুত নছিল চিত্তে সন্তোষ আমার ॥ চিণ্ড সমাধিয়া মুনি তেজিল সকল । তপ করিবারে বনে গেল! একেশ্বর ॥ তীব্ৰ তপ করিয়া ভজিল নারায়ণে । নিজ অঙ্গে যোগবলে জালে হুতাশনে ॥ শরীর পোড়ায়্যা মুনি গেল দিব্যগতি । পঞ্চাশ বনিতা তার আছিল সংহতি ॥ তারা প্রবেশিল সেই দীপ্ত হুতাশনে । পত্তি সনে দিব্যগতি পাইল নারীগণে ॥ সৌভরি মুনির কিছু কহিল চরিত। ( ১ ) মাদ্ধাতার বংশকথা শুন পরীক্ষিৎ ॥ মাদ্ধাতার তিন পুত্র বংশের প্রধান । পুরুকুৎল অম্বরীষ মুচুকুন্দ নাম ॥ পুরুকুৎস পু েএ পাইল রাজ্য অধিকার । সপ্তদ্বীপে দওভঙ্গ নছিল তাহার ॥ পুরুকুৎস বিভা কৈল নৰ্ম্মদ নাগিনী । নাগগণে আলি দিল নাগের ভগিনী । নৰ্ম্মদ নাগিনী তীরে নিল রসাতলে । গন্ধৰ্ব্বের সনে তথা বাজিল কনলে । ( ১ ) ইহার পর অন্য পখিতে অধ্যায় শেষ হইৰাছে । মারিয়া গন্ধৰ্ব্ব নাগে কৈলা পরিত্রাণ। তবে নিজ রাজ্যে উত্তরিলা বলবান ॥ পুরুকুৎসের পুত্র হৈল ত্রসঙ্গমু নামে । তার পুত্র অনরণ্য বিদিত ভুবনে ॥ হর্ষ্যশ্ব তাহার পুত্র বিদিত সংসারে । তার ঘরে জনমিল প্রারুণ কুমারে ॥ জনমিল তার পুত্র ত্রিবন্ধন নামে । ত্রিশঙ্কু তাছার পুত্র বিদিত ভুবলে । ত্রিশস্কুর চণ্ডালত্ব পিতৃশাপে হৈল । অধোমুখ হয়্যা গিয়া আকাশে রছিল। তার পুত্র হরিশ্চন্দ্র জগতে বিদিত । তার গুণ কহি কিছু শুন পরীক্ষিত ॥ হরিশ্চন্দ্র রাজা যদি হৈল ক্ষিতিতলে । সপ্তদ্বীপ পৃথিবী শাসিল বাহুবলে । মহাদান মহাযজ্ঞ কৈল শতে শতে । হরিশ্চন্দ্র গুণ-কথা না পারি কহিতে n সৰ্ব্বস্ব দক্ষিণ যজ্ঞ রাজসূয় করি । স্ত্রীপুত্র বিকিল নিজে দুঃখ পরিহরি ॥ অপনা ৰিকায়্য। রাজা দিলেন দক্ষিণ । বিশ্বামিত্র কৈল তারে কপটে ভণ্ডলা ॥ পরীক্ষণ করিয়া দিল অন্তরীক্ষগতি । কামগতি দিব্য রথ পাইল নরপতি । পুত্র দীর পরিজন লঞা দিব্য রথে । ভ্রমণ করয়ে রাজা অস্তরীক্ষ পথে ॥ কত কত পুণ্য গুণ চরিত্র তাহার। হরিশ্চন্দ্র মহারাজা ধৰ্ম্ম-অবতার ॥ তার পুত্র রোহিত হরিত তার স্বত । চম্প নামে তার পুত্র অতি অদভুত ॥ চম্প রাজা চম্পা নামে পুরী নিরমিল । স্বদেব তাহার পুত্র পুথিবী শাসিল । তার পুত্র বিজয় ভরুক তার সুত । তার পুত্র বৃক তার তনয় বাহুক ॥ রাজ্য অধিকার তার নিল রিপুগণে । ভার্ষ্যা গঞা ৰাহক পালয়্যা গেল বনে । বৃদ্ধ হয়্যা মৈল রাজা সেই মুনি-বনে। তার ভার্ষ্য প্রবেশিতে গেল হুতাশনে । ঔৰ্ব্ব মুনি আসিয়া করিল নিবারণ । লা কর প্রবেশ মাতা কহিব কারণ ॥ গৰ্ভৰতী নারী অঙ্কুমরণ না করে । চক্রবর্তী পুত্র আছে তোমার উদরে । মুনির বচনে বাণী চিত্ত স্থির করে। পরলোক-কৰ্ম্ম কৈল ৰিধি জয়লারে