পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রিপুগণে তার গর্তে জিয়াছিল গর। গর সহে জনমিল পুত্র মহাবল। তে-কারণে মুনি নাম রাখিল সগর। জিনিল সকল রিপু এক ধন্থদ্ধর ॥ তালজঙ্ঘ যবন হৈহয় আদি করি বশিষ্ঠের শরণ পশিল সব অরি। খেদিয়া তুলিল লঞা শুরু বিদ্যমানে । বশিষ্ঠে সাধিয়া তারে কৈল নিবারণে ॥ দাড়ি চুল মুড়াগ্ন্যা করিল ছারখার । সব রিপুগণে কৈল বিকৃতি আকার ॥ তবে রাজসিংহাসনে ফসিল সাগর । ভূজবলে শালিল সকল ক্ষতিতল ॥ ঔৰ্ব্ব মুনি আলিধা দিলেন উপদেশ । নানা যজ্ঞ করিয়া ভজিলা হৃশীকেশ । মুমতি কেশিনী দুষ্ট সগরের নারী । মুমতির পুত্র জনমিল মহাবলী ॥ বাট সহস্র তারা সব সাগর নামে । ঘোড়া রাখিবারে গেল বীপের বচনে ॥ হরিয়! যজ্যের ঘোড় নিল পু বন্দরে । কপিলনিকটে লয়া থইল রসাতলে । সগর-কুমার সব লোকমুখে শুনি । শতেক প্রহর পথ খুদিল মেদিনী ॥ কপিলের শাপে ভস্ম হৈল পুত্ৰগণে । বাঢ়িল সগরকীর্তি তাহার কার-ণ ॥ কেশিনীর পুত্র হৈল অসমঞ্জস নাম । তার পুত্র জনমিল নামে অংশুমান ॥ পিতামহে আজ্ঞা দিল অশ্ব আনিবারে। তবে অংশুমান গিয়া নাম্বিগা পাতালে কপিল দেবের তবে নানা স্তুতি কৈল । তুষ্ট হয়্যা মুনীখর তারে বর দিল । অশ্ব লয়্য। দেহ পিতামহ-বিদ্যমানে । হের-দেখ ভস্ম হয়্যা আছে পিতৃগণে ॥ গঙ্গাজলে এলবে করিছ পরিত্রাণ । অখ লঞা শীঘ্ৰ তুমি চল অংশুমান । প্ৰণাম করিয়া অশ্ব আনিল সত্বরে । অশ্ব লঞ যজ্ঞ সিদ্ধি কৈল নরেশ্বরে। অংশুমানে রাজ্য দিয়া রাজা গেল বনে । বিষ্ণুপদে গেলা বাজা ছুটিল বন্ধনে। চিরকাল ধরি তপ কৈল অংশুমান । গজা আনিবারে না পারিল মতিমামূ। ( ১ ) ( ১ ) ইহার পর অন্য পুথিতে অধ্যায় cनंद हइंग्रांप्इ ॥ ●域 গ্ৰীকৃষ্ণ-প্রেমতরজিণী جلاجلان তার পুত্র জনমিল দিলীপ কুমার । তার পুত্র ভগীরণ বিদিত সংগয় ॥ ভগীরথ তপ করি গঙ্গা আরাধিল । দ্রবময়ী ব্ৰহ্ম গঙ্গা ভূমিতে আনিল ॥(১) ভস্ম হয়্যা পিতৃগণ যথাতে আছিল । পতিতপাবনী গঙ্গা তথাতে আনিল । গঙ্গাজলে ভষ্ম পরশিল যেইক্ষণে । সেইক্ষণে স্বৰ্গপুরে গেল পিতৃগণে ॥ এই কোন অদ্ভুত বলিবারে পারি। পাতকী তরয়ে যার নাম মাত্র ধরি। হেন প্রভূ-চরণে গঙ্গার উত্তপতি। পাতকী তারিব তার এ কোন শকতি। দূরে থাকি বলে যদি গঙ্গা গঙ্গা বাণী । ছুরিত হরযে গঙ্গা ভববিমোচনী । ভগীরথ পুত্র জনমিল শ্রত নাম । নাভ নামে তার পুত্র মহাবলবান ॥ সিন্ধুদ্বীপ নামে তার পুত্র জনমিল। তার পুত্ৰ অযুতায় পৃথিবী শালিল । জনমিল ঋতুপর্ণ তনয় তাহার। সৌদাস তাহার পুত্র বিদিত সংসার। বশিষ্ঠের শীপে তার রাক্ষস হৈল। গঙ্গাজল পরশনে পরিত্রাণ পাইল । দ্বিজপত্নী শাপ তারে দিল ক্রোধ করি । নারীসঙ্গ না করিল সেই দিন ধরি। তে-কারণে পুত্র তার পুরবে না ছিল । বশিষ্ঠে আনিঞা পাছে পুত্র ভস্মাইল । সপ্তবর্ষ গর্ভ তার আছিল উদরে মদয়স্তী গৰ্ভ আর ধরিতে না পারে। পাথরে উদর হানি গর্ভ প্রসৰিল । তে-কারণে পুত্রের অশ্মক নাম হৈল। মুলক তাহার পুত্র হৈল উতপত্তি। তার পুত্র দশরথ নামে নরপতি ॥ তার পুত্র মহাবাহু ঐড়বিড়ি নামে । তার পুত্র বিশ্বসহ বিদিত ভুবনে ॥ খটাঙ্গ তনয় তার চক্রবর্তী রাজা । ইন্দ্ৰ আদি দেবগণে কৈল তার পূজা ॥ স্বরগণে নিল তার যুদ্ধ করিবারে। জিনিঞা অমুরে দেব রাখিল সমরে । বর মাগিবারে আজ্ঞা দিল স্বরগণে । জিজ্ঞাপিল মহারাজা বিবুধ সদনে । (১) "তপস্যা করিয়া গঙ্গা তথাই জানিল ।' -शृेत्।