পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Öee আগে কহ মোর কত পরমা, আছে। বুঝিয়া মাগিব বর যেবা মনে আছে । কহিল দেবতাগণ করিয়া বিচার । একমুর্তেক আছে জীবন তোমার ॥ তবে রাজা বলে আমি মাগি এই বর। ইহার ভিতরে যেন ভজি দামোদর ॥ দেবগণে মেলি তবে এই বর দিল । তবে সেই ক্ষণে রাজা শ্ৰীহরি ভজিল ॥ সৰ্ব্বভাবে কৈল রাজা শ্ৰীহরি ভজন । বিষ্ণুপদে প্রবেশিল ছুটিল বন্ধন । তিলেক ভজিয়া রাজা গেল ভব তরি । সৰ্ব্বকাল ভজে তারে কি বলিতে পারি। খট,াঙ্গের পুত্র হৈল দীর্ঘবাহু নামে । তার পুত্র রঘুরাজা বিদিত ভূবনে ॥ রঘুর তনয় অঙ্গ জগতে বিদিত। তার পুত্র দশরথ ভুবন পূজিত ॥ যার ঘরে পূর্ণ ব্ৰহ্ম রাম অবতার। রাৰণ বধিয়া কৈল গীতার উদ্ধার । এক ব্ৰহ্ম চারি অংশে ধরে চারি নাম। শ্রীরাম লক্ষ্মণ আর ভকত প্রধান ॥ জার অংশে শক্রয় মহাধনুৰ্দ্ধর । রামায়ণে রামগুণ কহিল বিস্তর ॥ র্তার গুণ-কথা কিছু কহিব সংক্ষেপে । যে যে কৰ্ম্ম নারায়ণ কৈলা রামরূপে । বিশ্বামিত্র রামে লেল ষজ্ঞ রাখিবারে । তাড়কা রাক্ষসী পথে প্রথমে সংহারে ॥ মারীচ মুবাহু আদি মারি নিশাচয়ে । বিশ্বামিত্ৰ যজ্ঞ রক্ষা করে তfর পরে ॥ জনকের ঘরে তবে গেলেন শ্রীরাম । তিন শত বীরে ধরি আনে ধনুখান ॥ বাম হাথে ধরিয়া ধতুকে দিল চড়া। ভাজিল হরের ধন্থ চমৎকার ক্রীড়া । (১) নির্বাত শবদ তার উঠল নিষ্ঠুর । লগ নাগ পৃথিবী কঁপিল স্বরপুর ॥ তবে সীতাদেবী বিভা কৈলা নারায়ণ । পরশুরামের সনে পথে দরশন ॥ নিঃক্ষত্ৰিয় কৈলা পুথী তিন সপ্তবার। তার দর্প হরে রোধি স্বরগ-দুয়ার ॥ (১) "ভাঙ্গিল শিবের ধনু রাম উরু দিয়া" —পাঠাস্তর। অন্তচ-বাম হাথে ধরিয়া ধনুতে দিল টান । ভাঙ্গিল শিবের ধম্ হৈল খান খান । শ্ৰীমদ্ভাগবত রাজ্য তেজি গেল প্রভু বাপের বচনে। (১) জানকী লক্ষ্মণ সনে ভ্ৰমে বনে বনে ॥ শূৰ্পণখ। রাক্ষপীর কাটে নাক কাণ । খর দূষণ কাটে রাক্ষস প্রধান ॥ একক ধাকুকী রাম এক ধন্থ শর। চতুর্দশ সহস্ৰ বধিলা নিশাচর। শুনিএা রাবণ রাজা জলিল অস্তরে । মায়ামৃগ মারীচে পাঠায় ছলিবারে। আলিয়া কনক মৃগ দিল দরশনে । মুগ অনুসারে গেলা সীতার বচনে । তপস্বীর বেশে সীতা হরিল রাবণ । মারীচ মারিয়া রাম ফিরিলা তখন ॥ গীতা না দেখিয়া রাম হৈল অচেতন । তবে দুই ভাই শোকে ভ্ৰমে বনেবন। শোকছলে প্রভু রাম জগতে বুঝায়। নারী সঙ্গে সৰ্ব্বলোক এই দুঃখ পায়। সুগ্ৰীবের সঙ্গে তবে করিলা মিতালী । বিন্ধিয় মারিল তবে বালি মহাবলী। সুগ্ৰীবের সঙ্গে করি কটক সঞ্চয়। গীতার উদ্দেশ কিছু করিলা নির্ণয় ॥ লঙ্কায় পাঠাইল হনুমান মহাবল । শত প্রহরের পথ লক্তিয়ে সাগর । সীতবোৰ্ত্ত আনি দিলা ঐরামের শাচর । সাজিয়া বানর-সেনা চলিলা সম্বর ॥ শঙ্কর বিরিঞ্চি যার ধেয়ায় চরণ । সিন্ধুতীরে হেন রাম হৈল উপসন্ন । ক্রোধে রাম চলিলা ঈষৎ ভুরুভঙ্গে । ক্ষোভিল সাগর ভয়ে থ^হরি অঙ্গে ॥ উথলিল ( ২ ) কুম্ভীর মকর মীনচয় । মূৰ্ত্তিমান হয় সিন্ধু দিল পরিচয় ॥ পাদ্য অর্ঘ্য দিয়া দুই পুজিল চরণ। কয়যোড় করি সিন্ধু কি বোলে বচন ॥ জড়বুদ্ধি জলময় কি জানিতে পারে । প্রকৃতি-পুরুষ পর তুমি মহেশ্বরে ॥ সাগর বান্ধিয়া তুমি মুখে হও পার । সবংশে রাবণ রাজায় করহ সংহার। সাগর বান্ধিয়া যশ রাখ ত্রিভুবনে । সুখে পার হও তুমি লয়্যা কপিগণে ॥ তবে রাম আজ্ঞ দিলা বান্ধিতে সাগর । পৰ্ব্বত অলিতে তবে চলিল বানর ॥ --- (১) পাঠাস্তুর,—“সত্যের কারণে" । (২ ) পাঠান্ডর,—“তরালিত ।"