পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নল নীল আদি যত বানর-প ধান। অঙ্গদ গন্ধমাদন বীর হনুমান ॥ পৰ্ব্বত আমিঞা কৈল সাগর বন্ধন । কপিগণ লঞা পার হৈলা নারায়ণ ॥ সুবেল পৰ্ব্বতে রাম বসিলা আপনে । বিভীষণ তথা আলি পশিল শরণে ॥ বানর কটকে তবে চৌদিগে বেঢ়িল । চিস্তিয়া রাবণ রাজা লঙ্কটে পড়িল । কুম্ভ নিকুম্ভ অতিকায় কুম্ভকৰ্ণ । নরস্তিক দেবাস্তক ধূম্ৰ বিকম্পন। প্ৰহস্ত দুমুখ মেঘনাদ আদি করি । কোটি কোটি রাক্ষস সৈন্তের অধিকারী ॥ চতুরঙ্গ সেনা সাজি রণে আগুয়ান। বানর রাক্ষস সনে ৰাজিল সংগ্রাম ॥ সুগ্ৰীব লক্ষ্মণ হনুমান নল নীল। শত শত ( ১ ) সেনাপতি রণে মহাবীর । গাছ পাথর গিরি গদা মুদগরে। বধিল রাক্ষস সব দণ্ড পরহারে ॥ বড় বড় সেনাপতি পড়িল সমরে । ইন্দ্রজিৎ কাটা গেল রণের ভিতরে। শুনিএ রাবণ রাজা ক্রোধে প্রজ্জ্বলিত । খট, হইতে লাফ দিয়া উঠে আচম্বিত ॥ চঢ়িয়া পুষ্পক রথে ধাইল সত্বরে (২ ) । রাম তরে রথ পঠাইলা পুরন্দরে শ্রীরাম রাবণে তবে বাজিল সংগ্রাম । হাসিয়া কি বলে তবে পুরুষ-প্রধান ॥ আরে-রে রাবণ তুঞি দুষ্ট দ্বরাচার। পুরুষ অধম তুঞি কুলের অঙ্গার । ব্যর্থ বেটা এতেক করিস অহঙ্কাব। এখনি পাঠাব তোরে যমের দুয়ার ॥ এতেক বলিয়া রাম পুরুষ প্রধান । বাম হাতে তুলিল গা তীব ধন্থখান ॥ ধন্থকে যুড়িলা রাম অৰ্দ্ধচন্দ্র বাণ । লীলায়ে ছাড়িল বাণ ধামুকি প্রধান। দশ মুণ্ড কাটিয়া করিল কুড়ি খান । পড়িল রাবণ রাজা পৰ্ব্বত সমান। জয় জয় শবদ উঠিল ত্রিভুবনে। পতি লয়্যা বিলাপ করয়ে নারীগণে ॥ বিভীষণে রাজা করি লঙ্কায় স্থাপিল । জানকী রাঘবে তবে দরশন হৈল ॥ ( ১ ) পাঠান্তর,—“যত যত । ו"הספן" וזctio"- השחלון" (א) শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী 'LLA সীতা লঞ কৈলা রাম রথে আরোহণ । হনুমান সুগ্ৰীব চলিল বিভীষণ । কোটি কোটি চলিল বানর সেনাপতি । রথে চড়ি চলে রাম ত্ৰিভূবনপতি ॥ মুরগণে করে দিব্য পুষ্প বরিষণ। আকাশমণ্ডলে বাজে দুন্দুভি-বাজন। ব্ৰহ্মা আদি দবে করে নানা স্তুতিগান। চলিলা অযোধ্যাপুরে ত্রীরাম লক্ষ্মণ ॥ রাম-আগমন কথা ভরত শুনিল । পাছক কবিয়া শিরে আনন্দে চলিল। বিবিধ সাজন সেন বিবিধ বাজন। কোটি কোটি ছত্র বানা চামর সাজন। অঞ্জলি উপরে দুই পাদুকা ধরিয়া। ভরত প্ৰণাম কৈল চরণে পণ্ডিয়া ॥ দুই হস্তে তুলি রাম দিলা আলিঙ্গন। লয়ান আনন্দজলে করাল্য মজ্জন ॥ প্ৰণাম করিলা বৃদ্ধ দ্বিজ গুরুগণে । তুষিল সকল লোকে বিনয় বচনে। রাম দরশনে লোকে উঠিল আনন্দে। বাহ পাসরিল লোক প্ৰেম অমুবন্ধে। প্রবাল তণ্ডুল ফল পুষ্প বরিষণ। বসন ঢুলীয়া নাচে সব পুরজন। ভরতে পাদুকা লৈল শিবের উপরে । বিভীষণ সুগ্ৰীব রামেরে ছত্র ধরে। শক্ৰন্থ ধরিল রামের ধনুৰ্ব্বাণ । অঙ্গদ ধরিলা খড়গ রামের যোগান। সীতাদেবী কমণ্ডলু লৈল নিজ করে। জাম্ববান রামের কবচ শিরে ধরে। চড়িয়া পুষ্পক রথে চলেন ত্রীরাম । অযোধ্যা প্রবেশ কৈলা পুরুষ-প্রধান ॥ প্রবেশ করিয়ানিজপুরে ভগবান। মায়ের চরণে "ম করিলা প্রণাম ॥ সৎমায়ের চরণে করিয়া পুরস্কার। একে একে পুরজনে কৈলা নমস্কার। যতন করিয়া সব মুনিগণে আনি । নানা তীৰ্থজল চারি সাগরের পানি । উদার চরিত্র প্লাম গুণের নিধানে। ভকতবৎসল রাম পুরুষ পুরাণে ॥ মহারাজ অতিষেক করিয়া বিধানে । রাজরাজেশ্বর করি বসাল্যা আসনে । ধৰ্ম্মে প্রজা পালিল শাসিল বসুমতী । সৰ্ব্বলোক আনন্দে আছিল দিন রাতি ।