পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీరీ* দুঃখ শোক জরা ব্যাধি অকাল মরণ । বলিতে না ছিল কিছু দুঃখের কারণ ॥ আনন্দে পূর্ণিত লোক রছে সৰ্ব্বকাল । সৰ্ব্ব মুখ আছিল রামের অধিকার ॥ নানা যজ্ঞ দান করি বিবিধ বিধানে । আপনি আপনা রাম কৈলা আবাধনে ॥ অন্নদান ভূমিলান বসন ভূষণ । বিবিধ দক্ষিণ দিয়া পূজিলা ব্রাহ্মণ ॥ দুষ্টজন-দমন স্বজন-পরিত্রাণ । এছরূপে রাজ্যপদ করেন শ্রীরাম । আপনে বুঝিতে রাম এ লোকচরিত। রজনী সময়ে রাম বুলে অলক্ষিত ॥ নগরে লগরে রাম বুলে অলক্ষিতে । এক বাণী কচ্ছিত শুনিল আচম্বিতে ॥ জানকী লছিস্ তুঞি আমি নহি রাম। ৰাম যেন করিল কুচ্ছিত হেল কাম ॥ রাবণে হরিল সীতা স্বাম তারে আনে। রাম ছেন আমাকে দেখিল অহমানে ॥ এ সব বচন রাম শুনি নিজ কাপে । লোক-অপবাদ করি ভয় কৈল মনে ॥ তবে রাম বনবাসে জানকী পাঠায় । আপনে করিষ্ক কৰ্ম্ম এ লোক বুঝায় । ैकडॉनकe বাল্মীকি-আশ্রম দেবী রহে কথোকাল । কুশ লব নামে দুই জম্মিল কুমার । মুনিবিদ্যমানে দুই পুত্র সমপিয়া । পাতালে পশিলা দেবী ধরণী ভেদিয়া ॥ সীতার গমন শুনি রাম নৃপবর । হৃদয়ে ভাবিয়া শোক কান্দিলা বিস্তর ॥ স্ত্রী-পুরুষে সঙ্গ হয় দুঃখ মাত্র সার। লোক বুঝাইতে করে এত পরকার ॥ ত্রয়োদশ সহস্ৰ বৎসর পরিমাণে । ব্ৰহ্মচৰ্য্য করি রাজ্য পালিল বিধানে ॥ ভকত হৃদয়ে পদযুগ আরোপিয়া। বৈকুণ্ঠ চলিল প্রভু পৃথিবী ত্যজিয়া ॥ রামের অতুল যশ বিদিত সংসারে । লীলায় শরীর ধরি কৈলা অবতারে ॥ যেবা রাম দেখিল আছিল সন্নিধানে । রামের চরিত্র ষেবা শুনিল শ্রবণে ॥ সকল অযোধ্যবাসী নিল নিজধামে । হেন দয়ানিধি রাম গুণের নিধানে ॥ সৰ্ব্ব পাপ হরে তার দুঃখ বিমোচনে । রামের চরিত্র যেবা শুলে সাবধানে । রামচন্দ্র চরিত্র অমৃত-রস-বাণী । ভাগবত-আচাৰ্য্যের প্রেমতরঙ্গিণী ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে নবম স্কন্ধে দ্বিতীয়েইধ্যায়s ॥ ২ ॥ তৃতীয় অধ্যায় । কুশপুত্র অতিথি নিষধ পুত্র তার। তার পুত্র নত নামে কৈলা মহীপাল । তার পুত্র জলমিল পুণ্ডরীক নামে । কেমথস্ব। তার পুত্ৰ নৃপতি প্রধানে ॥ দেবানীক তার পুত্র সমরে স্বধীর। অহীন তনয় তার হৈল মহাবীর । পারিপাত্র তাঁর পুত্র মহা নরেশ্বর। জনমিন্স তার পুত্র নামে বলস্থল । তার পুত্র অর্ক তার পুত্র বজ্র নাম। মুগল তলৰ তার মহা অস্থভাল । তার পুত্র জনমিল বিস্তৃতি নৃপতি । তার পুত্র হিরণ্যনাভ নামে নরপতি ॥ হিরণ্যনাভের পুত্র পূম্প নামে হৈল। ধ্রুবসন্ধি নামে তার পুত্র জনমিল । সুদৰ্শন সুত তার অগ্নিবর্ণ নামে । শীঘ্ৰ নামে তার পুত্র মহা বলবানে । মরুত তনয় তার মহা যোগেশ্বর যোগবলে রাখয়ে আপন কলেবর ॥ আছেন কলাপগ্রামে অবিদিত রূপে । কলিযুগ পৰ্য্যন্ত থাকিব সেইরূপে ।