পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্যযুগে স্বৰ্য্যবংশ করিব বিস্তার । প্রমুশ্রত নামে তার জন্মিল কুমার। সন্ধি নামে পুত্র তার পুত্র অমর্ষণ । মহস্বান নামে তার পুত্ৰ উতপন্ন। তার পুত্র বিশ্ববাহু নামে নরপতি । তাহার প্রসেনজিৎ পুত্র মহামতি ॥ তক্ষক নামেতে তার নন্দন আছিল। তার পুত্র মহাবল নামে বৃহদ্বল । মারিল তোমার বাপ তাহারে সমরে । কহিল ইক্ষ কুৰংশে নৃপতি বিস্তারে। ভবিষ্য কহিব তবে শুনহ রাজন। বৃহজ্জ্বল পুত্র জনমিব বৃহদ্রণ ॥ উপাবৃত্ত তার পুত্ৰ হৈব নরপতি। বৎসবৃদ্ধ তার পুত্ৰ হৈব মহামতি ॥ প্রতিব্যোম তার পুত্ৰ হৈব ভাই নাম । দিবাকর তনয় তার হৈব বলবান ॥ সহদেব তার পুত্ৰ হৈব মহাবল । বৃহদশ্ব তার পুত্ৰ হৈব নরেশ্বর ॥ তার পুত্র জলমিব নামে ভানুমান। জনমিব তার পুত্র প্রতীকীৰ্থ নাম ॥ স্বপ্রতীক তার পুত্ৰ হৈব নরেশ্বর । মরুদেব তার পুত্র পুণ্যকলেবল ॥ মুনক্ষত্র তার পুত্ৰ হৈব নরপতি । পুষ্কর তনয় তার হৈব উৎপত্তি ॥ অন্তরীক্ষ তার পুত্র স্বতপা তনয়। মিত্রজিৎ তার পুত্ৰ হৈব মহাশয় ॥ বৃছদ্রাজ তার পুত্ৰ হৈব বহি নামে । কৃতঞ্জয় তার পুত্র জন্মিব ভুবনে ॥ সঞ্জয় তাহার পুত্ৰ হৈব মহাবল । শাক্য নামে তার পুত্র পুণ্যকলেবর ॥ শুদ্ধোদ তনয় তার হেব নরপতি । জন্মিব লাজল তার পুত্র মহামতি ॥ জন্মিব প্রসেনজিৎ তাহার নন্দনে । তাহার তনয় তবে হৈব ক্ষুদ্র নামে ক্ষুদ্রকের তনয় কুলক নামে হৈব । কুলকের তনয় স্বরথ জনমিব। স্বমিত্ৰ তনয় তার হৈব নরেশ্বর । সুমিত্রাস্ত স্বৰ্য্যবংশ কহিলু সকল। নিমি নামে মহারাজা ইক্ষাকুতনয়। মহাযজ্ঞ আরম্ভিল নিমি মহাশয় ॥ যজ্ঞ করিবারে নিমি বশিষ্ঠে বরিল। শুনিএা বশিষ্ট কিছু বিলম্ব করিল। ঐকৃষ্ণপ্ৰেমতরঙ্গিণী & ひ● প্রথমে বরিল আমা ইঙ্গ শচীপতি । তার যজ্ঞ করিয়া আসিব শীঘ্ৰগতি ॥ প্রতীত না গেল রাজা মুনির বচনে । চিস্তিল জীবন ধন স্বপন সমানে ॥ ব্রাহ্মণ আনিএ যজ্ঞ কৈল সমাধানে । বশিষ্ঠ আলিয়া ক্রোধ কৈল দৃঢ়মনে। গুরু অবজ্ঞান তুমি কৈলে এত বড়। এইক্ষণে পড়ুক তোমার কলেবর ॥ গুরু শাপে দেহপাত হেল সেই ক্ষণে । নিমি মহারাজ। তবে গেলা স্বৰ্গস্থানে। দ্বিজগণে যজ্ঞ তার কৈল সমাপনে । আসিয়া যজ্ঞের ভাগ লৈলা দেবগণে ॥ দ্বিজগণে তার দেহ রাখিয়া যতনে । নিবেদন কৈলা তবে দেবগণস্থানে। নিমি রাজায় জীয়াইল সব দেব মেলি । তবে লিমি রাজা বলে করযোড় করি । মোর কার্য্য নাহি আর শরীর বন্ধনে । এই বর মাগি সব দেবের চরণে ॥ তবে দেবগণ তারে দিলা এই বর । আঁখির নিমিষ হয়। রং নিরস্তর। ধরিয়া নিমিষরূপ জীবের নয়নে । নিমি রাজা জগতে রহিলা-সেই:ছনে (১)। দ্বিজগণ মথিল রাজার কলেবর। জনমিল তাহে এক মহাধন্থদ্ধর ॥ জনমিল মন্থনে মিথিল নাম হৈল । বিদেহ কারণে নাম বৈদেহ ধরিল। জনমিল দেখয়া জনক নাম হৈল ॥ মিথিলা নগর তেঁহো নিরমাণ কৈল ॥ তার পুত্র উদাবম নামে নরপতি। নন্দিবৰ্দ্ধন তার পুত্র মহামতি ॥ স্বকেতু তনয় তার পুত্র দেবরাত। তার পুত্র বৃহদ্ৰথ নিজকুলনাথ । তার পুত্র স্বধৃতি আছিল নরেশ্বর । খৃষ্টকেতু পুত্র তার মহা ধতুৰ্দ্ধর ॥ হুৰ্যশ্ব তনয় তার স্বত মরু নাম । প্রতীপ তাহার পুত্র মহা বলৰা ৷ কৃতিরথ তার পুত্র স্বত দেবমী৮ । তার পু এ বিশ্রত আছিল মহাবীর ॥ বিশ্রাতের পুত্র জলমিল মহাধুতি। কৃতিরাত তার পুত্ৰ আছিল নৃপতি ॥ ( ১ ) পাঠান্তর—“সেই মনে ।