পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1938 মহারোমা স্বর্ণরোমা হ্রস্বরোমা নাম । হ্রস্বরোমার পুত্র শীরধ্বজ বলবান ॥ যজ্ঞ করিবারে ভূমি চষিল ব্ৰপতি । লাঙ্গলে উঠিল সীতাদেবী রূপবতী । শীরধ্বজ নাম তার হৈল তে-কারণে । সীতাদেৰী লাঙ্গলে উঠিল ভূমি হনে। শীরধ্বজপুত্র ছৈল কুশধ্বজ নাম । ধৰ্ম্মধ্বজ পুত্র তার হৈল বলবান ॥ তার পুএ মিতধ্বজ নামে নরপতি । খাণ্ডিক্য তনয় তার হৈল মহামতি । তার পুত্র জনমিল নামে তামুমান । তার পুত্র শতদুম মহাবলবান ॥ শুচি নামে তার পুত্র হৈল নরপতি । তার পুত্র সনদ্বাজ নামে মহামতি । উর্জকেতু পুত্র তার মহা ধন্থদ্ধর। পুরুজিৎ পুত্র তার পুণ্যকলেবর ॥ তার পুত্র জম্মিল অরিষ্টনেমি নামে । শ্রতায়ু তনয় তার স্থপতি প্রধানে ॥ চিত্ররথ তার পুত্র মহা নরেশ্বর। ক্ষেমাধি তনয় তার পুণ্যকলেবর ॥ তার পুত্র সমরথ নৃপতি প্রধান । সত্যরথ পুত্র তার মহাবলবান ॥ উপগু তনয় তার মহা নরপতি । উপগুপ্ত তার পুত্র রাজা মহামতি ॥ তার পুত্র বস্বনস্ত তার যযুৰ্ব্বাণ । স্বভাবণ তার পুত্র নৃপতি প্রধান ॥ শ্রত নামে তার পুত্র তার পুত্র জয় । বিজয় তনম্ন তার ঋত মহাশয় ॥ ঋতপুত্র শুনক শাসিল বসুমতী । ৰীতহব্য তার পুত্র তার পুত্র ধুতি ॥ বছলাখ তার পুত্র মহা নরেশ্বর । কৃতি নামে তার পুত্র পুণ্যকলেবর ॥ নিমিবংশে জনমিল যত নরপতি । ধৰ্ম্মপরায়ণ তারা দানে দৃঢ়মতি ॥ একান্ত ভকতি করি ভজিল ঐহরি। অন্তকালে তছু তেজি গেলা বিষ্ণুপুরী । তবে রাজা শুন তুমি যে কহিব আর । সাবধানে শুন চন্দ্রবংশের বিস্তার ॥ প্রেলয় সাগরে হরি অনস্ত শয়নে ? বোগলিন্দ্রা করিয়া অfেছলা নাবায়ণে ॥ তার নাভিপদ্ধে ব্ৰহ্মা হুৈল উৎপন্ন । ব্ৰহ্মার তনয় হৈলা অত্রি তপোধন । ঐীমদ্ভাগবত চক্স উপজিল অত্রি মুনির নয়নে । জনমিল চজের তনয় বুধ নামে ॥ বুধের জনম কথা শুন পরীক্ষিত । বৃহস্পতি আছিলা দেবের পুরোহিত । তারা নামে তার পত্নী পরম মুন্দরী । আনিলা হরিয়া তারে চন্দ্র মহাবলী ॥ বৃহস্পতি গেল। তবে চন্দ্র বিদ্যমানে । মাগিল আপন ভাৰ্য অনেক যতনে ॥ তমু তারা না ছাড়িয়া দিল শশধর । র্তাহার কারণে তবে বাজিল সমর ॥ বাজিল দেবতাস্বরে তুমুল সংগ্রাম। আর বুদ্ধ নাহি হয় তাহার সমান ॥ মহাযুদ্ধ হৈল যাহে মুরাস্বব-ক্ষ্য । সেই সে সময় ছৈল রণ মহাভয় । তবে বৃহস্পতি গেলা ব্ৰহ্মার সদনে । এ সব দুঃখের কথা কৈলা নিবেদনে ॥ আপনে আসিয়া ব্ৰহ্মা ভৎসিল বিস্তরে ॥ তারাকে ছাড়িয়। তবে দিল শশধরে । ক্রুদ্ধ হেল তারাকে দেখিয়া গভবতী । বিস্তর ভৎসিয়া গালি দিল বৃহস্পতি ॥ ছাড় গর্ভ আরে রে পাfপনি এইক্ষণে । গভ প্রসবিল তবে পতির বচনে ॥ প্রসবিল শিশু হেম-গেীর-কলেবরে । বৃহস্পত চন্দ্রে তবে বাজিল কনলে । বৃহস্পভি বলে তোর পুত্রে কোন দায়। চন্দ্রে বলে এ বোল বলিতে না যুয়ায় ॥ আপনার পুত্র বল নাহি বাস লাজ । আপনার তনয় নিবে হেন মনে সাধ । দেবগণে ঋষিগণে তারাকে পুছিল । লাজে পড়ি তারা কিছু উত্তর না দিল । ক্রোধ করি (মার বলয়ে কোন বাণী । উত্তর না দেহ কেন আরে রে পাপিনি ॥ কাহার তনয় আমি বল সত্য করি । উত্তর লা দিলে তাথে তারকা সুন্দরী ॥ তবে এন্ধা ডাক দিয়া তারাকে আনিল । প্রণয় বচনে ব্ৰহ্মা তাহারে পুছিল । লাজে হেঁট মাথা করি বলে ধীরে ধীরে । চক্সের কুমার দেব কহিল তোমারে। তবে ব্রহ্মা বুধ নাম ধরিল তাহার । ধরিয়া আনিল চক্ৰ আপল কুমার। তারা লঞ্চ বৃহস্পতি গেলা নিজ ঘরে । ব্ৰহ্মা আদি দেব গেল নিজ নিজ পুরে।