পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুন্ধরব ও নমিল বুধের তনয় । ইলার উদরে জনমিল মহাশয় ॥ তার রূপ গুণ শুনি উৰ্ব্বশী সুন্দরী । মিত্রাবরুণের শাপে নারীরূপ ধরি। পুন্ধরবা ভজিল ইন্দ্রের বিদ্যাধবী । না কহিলু কথা কিছু সে সব বিস্তারি। ছয় পুত্র ও নমিল উৰ্ব্বশী উদরে ॥ আয়ু শ্রীতায়ু তার জ্যেষ্ঠ নাম ধরে ॥ রয় বিজয় জয় সত্যায়ু প্রধানে। বিজয়পুত্রের বংশ কহিয়ে এখনে ॥ জন্মিল কাঞ্চন নামে বিজয় তনয় । হোত্ৰক তাহার পুত্র হৈল মহাশয়। হোঞিকের পুত্ৰ জহ্ন, বিদিত ভুবনে । গগুষ করিয়া যিহ কৈল গঙ্গা পানে ॥ ও হর তনয় পুরু পুরুষ-প্রধান । বলাক তনয় তার মহা বলবান । অজক তনয় তার বুশ আর সুত । তার পুত্র কুশাস্কুঞ্জ মহা বলযুত । বম্ব নামে তার পুত্র কুশনাভাম্বুজ । গাধি নামে তার পুত্র হৈল মহারাজ। তার কন্যা জনমিল সত্যবতী নামে । আসিয়া ঋচীক মুনি মাগিল আপনে ॥ দেখিয়া কুচ্ছিত বর গাধি নরেশ্বর। ঋসকের তরে তবে দিলেন উত্তর ॥ সহস্ৰেক ঘোড়া শুক্লবৰ্ণ শ্ৰামকর্ণ। আনিয়া দিবারে যদি পার তপোধন। তবে তুমি কন্যা সত্যবতী বিভা কর। এ বোল বুঝিয়া তুমি শীঘ্ৰ করি চল ॥ চিস্তিয়া ঋচীক মুনি বিচারিল মনে । মাগিল সহস্ৰ ঘোড়া বরুণের স্থানে ॥ সেইরূপ বেশে ঘোড়া দিল জলধরে । ঘোড়া আনি দিল মুনি রাজার গোচরে। তবে রাজা কন্ত বিভা দিল শুভক্ষণে । সত্যবতী লঞ মুনি গেলা তপোবনে ॥ অপুত্ৰক গাধি রাজা পুত্র নাহি হয় । ডাক দিয়া ঋচীকে আনিল মহাশয় ॥ পুত্রকামে মায়ে বিয়ে মুনি আরাধিল । পুত্রের কারণে মুনি পুত্রযজ্ঞ কৈল। দুই মন্ত্রে দুই চরু সাধিয়া বিধানে । স্নান করিবারে মুনি চলিলা আপনে ॥ হেনকালে সত্যবতী কোন কৰ্ম্ম করে । আপনার চক্র সেহ দিল জননীরে । গ্ৰীকৃষ্ণপ্ৰেমতরঙ্গিলী ←❍Ꮼ☾ শ্ৰেষ্ঠ চকু আপনার বুঝি অনুমানে । প্রেমভাবে দিল চকু মায়ের কারণে ॥ আপনে মায়ের চর কবিল ভক্ষণ । হেনকালে মহামুনি কৈল আগমন ॥ দেখিয়া দুহার কৰ্ম্ম মুনি যোগেশ্বর । ডাকিয়া ভাৰ্য্যাকে আনি ভৎসিল বিস্তর। কি কারণে দুষ্ট কৰ্ম্ম কৈলে এত বড়। জন্মিল তোমার পুত্র মহাভয়ঙ্কর ॥ শাস্ত দাস্ত ব্ৰাহ্মণ তোমার হৈব ভাই। দৈবের নিৰ্ব্বন্ধ করি শক্তিতে ঘুচাই ॥ এ বোল শুনিএ কন্যা ভয় পেয়্যা মনে । পতিরে সাধিল তার ধবিয়া চরণে ॥ ভয়ঙ্কর পুত্র মোর নছক উদরে । এ বোল শুনিএা বর দিল যোগেশ্বরে। পুত্র ভয়ঙ্কর হৈব কুমার ব্রাহ্মণ । জমদগ্নি পুত্র তবে হৈল উৎপন্ন ॥ ঋSীকের পুত্র, জমদগ্নি তপোধনে । সত্যবতী গর্ভে জন্ম লভিলা আপনে ॥ জমদগ্নি বিভা কৈল রেণুকা সুন্দরী। তার পঞ্চ পুত্র জনমিলা মহাবলী ॥ কনিষ্ঠ পরশুরাম বিষ্ণু-অবতাব । নিঃক্ষত্ৰিয় কৈলা পৃথী তিন সপ্তবার ॥ যেরূপে ক্ষত্রিয় নাশ কৈল মহাবীর । তার কথা কহি শুন সুপতি মুধীর ॥ হৈহয় বংশের রাজা কাৰ্ত্তবীর্ষ্য নামে । দত্ত নারয়ণে তেঁহো কৈল আরাধনে । তুষ্ট হয়্যা দিল দত্তে সহস্ৰেক কর । রিপু য অব্যাহত গতি যশ বল । অণিমাদি অষ্টৈশ্বৰ্য্য যোগেশ্বরগতি। নারায়-প্রসাদে লভিল নরপতি ॥ বরদপে মদগৰ্ব্ব বাঢ়িল-তাহার । দিব্য নারী লয়্যা রাজা করয়ে বিহার । ভাটিবাকে রহে রাজা নৰ্ম্মদার জলে। দিব্য নারীগণ লয়্যা জলক্রীড করে। হস্তে আচ্ছাদিয়া - ল যখনে রহtয় । উছল্যে ( ১ ) নদীর চল দুকুলে তালায়। তাছাতে শঙ্কর পূজে লঙ্কার রাবণ । দিব্য উপহারে করে শিব আরাধন। ফুল ফল গেল তাব জলেতে ভাসিয়া । ক্রোধ করি যুদ্ধ কেল সত্বরে আসিয়া । ( ১ ) পাঠাস্তুর,—“উজানে" ।