পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাইগণে কাটিল বাপের বিভমানে । শোক দুঃখ একই নছিল তার মনে ॥ পুত্রের প্রভাব দেখি মুনি যোগেশ্বর। বলে বর মাগ মাগ রাম ভৃগুবর। তো হইতে গুরুভক্তি লোকেতে প্রচার । করিয়া সঙ্কট কৰ্ম্ম থাইলে চমৎকার। ৰর মাগ ষে বর ইৎসহ ভৃগুপতি। সেই বর দিব আমি তপের শকতি। রাম বলে সভে আমি মাগি এই বর। জীউক আমার মাতা ভাই সহোদর। তHলভা বধিল যেন নছে তার মনে। এই বর মাগি পিতা তোমার চরণে ॥ তুষ্ট হয়্যা জমদগ্নি দিলা সেই বর। সেইক্ষণে জীল মাতা ভাই সহোদর। এইরূপে বৈসে রাম বাপের আশ্রমে। তাইগণে লয়্যা বলে গেলা এক দিনে ॥ অৰ্জুনের অযুত তনয় দ্বরাচার । নিরবধি চিন্তিল রামের অপকার। শোকেতে ব্যাকুল তারা বাপের মরণে । হেনকালে পশিল মুনির তপোবনে ॥ কাটিয়া মুনির মাথা নিল অচম্বিতে। রেণুকা রামেয় মাতা লাগিল৷ কান্দিতে ॥ রাম রাষ বলিয়া কান্দিল উচ্চস্বরে । মায়ের ক্রমান রাম শুনে হেন কালে। তুরিতে আসিয়া দেখে বাপের মরণ। দুঃখশোকে ভাইগণ হৈলা অচেতন ॥ ভাইগণে সমপিয়া বীপের শরীর। পরশু ধরিয়া রাম ধায় মহাবীর ॥ বিক্রমের সীমা রাম রণেতে প্রচণ্ড । কাটিয়া সকল বীর কৈলা খণ্ড খণ্ড । রিপুশির জিয়া মহাপর্বত নিৰ্ম্মিল । ক্ষত্ৰিয়ৰুধিরে শত শত নদী হৈল ॥ মহাধনুৰ্বর রাম বিষ্ণু-অবতার। নিঃক্ষত্রির কৈলা পৃথী তিনসগুবার। হরিল পৃথীর ভার পিতৃবধছলে । শোণিতে নিৰ্ম্মিল নব হ্রদ থরে থরে ॥ সমস্তপঞ্চক নাম ক্ষেত্রের ধরিল। মহা পুণ্যতাৰ্থ করি জগতে স্থাপিল । জানিএ ৰাপের মাথা যুড়িল শরীরে। ৰাপকে জীয়ায় রাম নিজ যোগবলে। ক্ষত্রিয় মারিয়া বশ কৈল মহীতল। শত শত বঙ্গ কৈল পৃথিবী-ভিতর। 90 গ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী Coo আপনে আপনা রাম পূজিল বিধানে ॥ সমস্ত পৃথিবী দান কৈল দ্বিজগণে । পুরুষ-পুরাণ রাম কমললোচন । বিক্রমে কেশরী রিপুদল-বিনাশন ॥ প্রচণ্ড কোদও ধরে দুরন্ত কুঠার। ক্ষত্রিয়ে বধিতে ছরি রাম অবতার ॥ ক্ষত্রিয় বধিয়া রছে মছেজ পৰ্ব্বতে । গন্ধৰ্ব্ব কিয়রে স্তুতি করয়ে সাক্ষাতে ৷ কলিযুগ খণ্ডিলে দিবেন দরশনে । বেদশাস্ত্র পরচার করিব আপনে ॥ কহিল পরশুরাম-চরিত্র ব্যাখ্যান । সৰ্ব্বভূতপতি রাম পুরুষপ্রধান (১) ॥ গাধি রাজার কস্তা নামেতে সত্যবতী। বর্ণিল তাহার বংশে রাম ভৃগুপতি। জনমিল মহাতেজা গাধির কুমার। বিশ্বামিত্র নাম যার বিদিত সংলার ॥ তপের প্রভাবে বিপ্র হৈলা মহাশয় । তার ঘরে জনমিল শতেক তনঘ ॥ বিশ্বামিত্র বংশ কথা রহিল এই হৈতে । বিস্তার করিয়া তাহা না পারি বর্ণিতে ॥ বুধের কুমার হৈল পুকুরবা নাম । তার ছয় পুত্র জনমিল বলবান ॥ জ্যেষ্ঠ-পুত্র আয়ু নামে পুত্রের প্রধান। তার বংশ কহি রাজা কর অবধান। জনমিল তার পাঁচ পুত্র মহামতি । সভায় প্রধান তার নছষ নৃপতি ॥ ক্ষত্রবৃদ্ধ রজি রাত তিন পুত্র হৈল। অনেন তনয় তার কনিষ্ঠ আছিল ৷ ক্ষত্রবৃদ্ধ-বংশ কথা কি কহিতে পারি। যার বংশে অবতার কৈলা ধন্বন্তরি। যার নামে জীবের সকল রোগ হরে । বিষ্ণু-অংশে ধন্বন্তরি বিদিত সংসারে। যার বংশে শৌনকাদি মুনির উৎপত্তি। যার বংশে জনমিল অলৰ্ক নরপতি । রাজ্য ভোগ কৈল ষষ্টিসহস্ৰ বৎসর। সপ্তদ্বীপ ক্ষিতিতলে এক দণ্ডধর ॥ এইরূপে কত কত হইল নৃপতি । কহিব রঞ্জির বংশ শুন মহামতি। (১) অঙ্গ পুথিতে ইহার পরবর্তী চলম্বর चश्ाग्नि 6ं[श् হইয়াছেঃ– "ভৃগুরাম চরিত্র শুন অমৃতের বাণী । ভাগবত-আচার্ধ্যের প্ৰেমতরজিণী "