পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

984 আন দেহে করে যেন জরা আরোহণ। এই আজ্ঞা কর মোরে হইয়া প্রসন্ন ॥ তবে এই ৰয় তারে দিলা মুনিবরে। দেবযানী লক্ষ্য রাজা গেলা নিজঘরে ॥ জ্যেষ্ঠ পুত্র ষদ্ধ তবে ডাক দিয়া আনে । কহিল সকল কথা পুত্ৰ-বিদ্যমানে ॥ মোর জরা লক্ষ্য তুমি রহ কথোকাল। তোমাব যৌবন দেহ আস্বক আমার । এ বোল শুনিএ যদু বলে কোন বাণী ॥ কারে বলে মুখভোগ একুই না জানি ॥ কামভোগ না করিয়া রহিব কেমনে । না পারিব জরা আমি করিতে ধারণে ॥ তৰে ডাকি আনিল তুৰ্ব্বস্ব দ্রুহ্য অস্ত্র । ভালভারে কছিল সকল ধৰ্ম্মভাক্স ( ১ ) ॥ তারা-সব একে একে দিলেন উত্তর । কেন হেন বাণী তুমি বল নরেশ্বর। স্বখ ভোগ না করিব যৌবনসময়। জরা লক্ষ্য থাকিব কাহার মনে লক্ষ্ম । আমি-সব না পারিব পালিতে বচন । ভবে রাজা চিস্তিয়া রহিলা কথোক্ষণ । ভাক দিয়া পুরু নামে আনিল তনয় । সত্যয় কনিষ্ঠ লেহ বুদ্ধি অতিশয় ॥ তারে কহে মোর বাক্য করহ পালনে । তুমি জানি কর কৰ্ম্ম জেঙের সমানে । জরা লক্ষ্য তুমি ৰাপ রহ কথোকাল। তোমার যৌবন লয় করিব বিহার ॥ এ বোল শুনিএ তবে পুরু মহামতি। কছিল বাপের আগে করিয়া মিনতি ॥ পুত্ৰ হৈতে দেখি সতে এই প্রয়োজন। কায় মন-বাক্যে পালে বাপের বচন। চিত্তিতেই করে কৰ্ম্ম সেই সে উত্তম। ৰলিলে করয়ে কৰ্ম্ম সেবক মধ্যম ॥ অসন্তোবে করে কৰ্ম্ম অধম কেবল । ৰলিতেহ না করে কেবল মুত্ৰ মল ৷ এ বোল বলিয়া পুরু পাতি দুই কর। জরা লক্ষ্য বাপের চলিল নিজ ঘর ॥ তবে রাজা স্থখ ভোগ কৈল চিরকাল । সপ্তদ্বীপ শাসিল স্থাপিল অধিকার ॥ লানা যজ্ঞ দান করি ভজিল শ্ৰীহরি। যোগেজ বন্দিত-পদ নিজ চিত্তে ধরি। खैभढां★वड নানারূপে মুখভোগ কৈল নিরস্তরে । তমুত সস্তোব তার লৈল কলেবরে ॥ তবে রাজা দেখিরা আপন দুরাচার। আপনার চিত্তে কৈল আপনে ধিক্কার ॥ দেবযানী ডাক দিয়া আনে সন্নিধানে । ছলে কিছু কহিল তাহার বিদ্যমানে ॥ শুন দেবযানী এক অপরূপ কথা । কহিব তোমার আগে না পাইহ ব্যথা । এক মহাছাগল বেড়ায় বলে বনে । এক ছাগী সহ হৈল কুপে দরশনে । ছাগী উদ্ধারিতে ছাগ নানা যুক্তি করে। অনেক যতন করি তুলিল উপরে। ছাগ দেখি ছাগলীর হৈল অভিলাষ। তাব সহ চিরকাল কৈল গৃহবাস ॥ আর যত ছাগীগণ লয়৷ ছাগরাজ । নিরস্তর ক্রীড়া করে ছাগলী সমাঝ ॥ দৈবযোগে এক ছাগী আছিল প্রাধান । কামভাবে তবলী ( ১ ) হইল ভজমান ॥ তার সনে ছাগরাজ কৈল রতিভোগ । বড় ছাগী তা-দেখিয়া কৈল মহাকোপ ॥ দুষ্ট হেন নিজ পতি দেখিয়া তখনে । দুঃখ পেয্যা ছাগে ছাড়ি গেলা নিজ স্থানে ॥ লম্বদাড়ি স্থল বলবান বুদ্ধ ছাগ । ছাড়িতে না পারে সেই ছাগী অম্বুরাগ । বকৃবৰূ বর্বর শবদ করিয়া । পাছে পাছে যায় তার চরণে গোড়ীয়্যা । তমু কৃপা না করিল ছাগ দোচারিণী। চরণে ঠেলিয়া পতি পেলিল পাপিনী ॥ পুরুবে আছিল ছাগী এক দ্বিজঘরে। কহিল সকল কথা তাহার গোচরে। ছাগীর বচন শুনি দ্বিজ ক্রোধ কৈল । কাটিয়া ছাগের অণ্ড <ল হরি নিল ৷ তবে ছাগ ব্রাহ্মণে শাস্তিল পায়ে ধরি । উপায় করিয়া বিপ্ৰ বল রক্ষা করি। তবে সেই ছাগী লয়্যা আইল আরবার ॥ তার সনে মুখ ভোগ করে চিরকাল ( ২ ) ॥ তমু তার মুখভোগে নকিল সন্তোষ । সেইরূপ দুষ্ট জন আমি মতিনাশ ॥ ( ১ ) পাঠাত্তর-"ৰ"তমু" । ( ১ ) ছাগী । (史) পাঠাস্তুর,— *fणि प्ठीवं जप्नं क्रिण विशंब ।"