পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ8: করুণ বচনে পাই দুঃখ অতিশয় । সেই জল দিয়া তারে প্রসন্ন হৃদয় । তবে রাজা নিবেদিল কৃষ্ণের চরণে । সকল সম্পদে মোর নাহি প্রয়োজনে ॥ অষ্ট্রসিদ্ধি অষ্টনিধি নহুক আমার । মোক্ষপদ নাহি মাগি চরণে তোমার ॥ সকল জীবের দুঃখে মুঞি হও দুঃখী । তোমার কৃপায় সৰ্ব্বলোক হৌক মুখী ॥ এই বর মাগে লভে তোমার চরণে । সৰ্ব্বলোক মুখী হৌক এই জলদানে । এ বোল বলিয়া রাজা রহিল ধেমানে । ইন্দ্ৰ আদি দেবগণ দিলা দরশনে ॥ ইজ বলে আমি সব নানা মায়া করি। তোমা পরীক্ষিলু রাজা নানা মুৰ্ত্তি ধরি। তবে রাজা দেবগণে কৈলা নমস্কার । করযোড় করিয়া মাগিল পরিহার। কৃষ্ণ অালম্বন চিত্তে কৈলা দৃঢ়মতে। ছেন রস্তিদেব রাজা আছিল জগতে ॥ সেই পুরুবংশে ক্রপদের উতপতি । দ্ৰৌপদী যাহার কল্প নামে মহাসতী । ধৃষ্ট্যম আদি যার পুত্র বলবান। হেন রাজা দ্রুপদ যাহাতে উপাদান। কৃপাচাৰ্য্য হৈল যাহে মহাধনুৰ্দ্ধর। হেন পুরুবংশ বাপু মহিম-সাগর ॥ এই বংশে শিশুপাল হৈল উৎপন্ন । এই বংশে জরাসন্ধ রাজার জনম ৷ এই বংশে জনমিল শাস্ত নৃপতি । একচক্রে শাসিল সকল বসুমতী ॥ গঙ্গাদেবী যার পত্নী পতিতপাবনী । তীষ্ম হেন পুত্র যার নরলোকমণি ॥ যার পত্নী সত্যবতী দাসের দুহিতা । চিত্রাঙ্গদ বিচিত্রবীৰ্য্যের জন্ম যথা । সেই সত্যবর্তীগর্ভে জনমিল ব্যাস । বাহা হৈতে জগতে সকল পরকাশ ॥ চিত্রাঙ্গদ পুত্র গত ভৈলা ( ১ ) কথোকালে । ( ১ ) পাঠাস্তর,-“রাজা হঞ মৈল" ; चम्नाक्र,-"डाव्र ६भळ" । শ্ৰীমদ্ভাগবত বিচিত্রবীৰ্য্যের কথা কহিব তোমারে। বিচিত্রবীৰ্য্যের দুই আছিল বনিত । অম্বা অম্বালিকা কাশীরাজার দুহিতা ॥ তা-সভার সঙ্গে রাজা রহে সৰ্ব্বক্ষণ । যক্ষ্মা কাস হয়্যা তিহো মৈল তে—কারণ সত্যবতী কারণে ব্যাসের আগমন । ব্যাসদেব তিন পুত্র কৈল উৎপন্ন ॥ ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদ্ধর স্বধীর । তিন পুত্র ক্ষিতিতলে হেল মহাবীর ॥ ধৃতরাষ্ট্র শত পুত্র হৈল মহাবল । গান্ধারী-উদরে এক শত ধনুৰ্দ্ধর । জ্যেষ্ঠ পুত্র দুর্য্যোধন বিদিত সংসারে। জনমিঞা দুষ্ট কৰ্ম্ম কৈল দুরাচারে। মৃগয়া করিতে পাণ্ডু ঋষিতে শাপিল। তে কারণে নারী-সম্ভাষণে সে বৰ্জ্জিল। ধৰ্ম্ম হৈতে জনমিল রাজা যুধিষ্ঠির । বায়ু হৈতে জনমিল ভীম মহাবীর । ইন্দ্ৰ হৈতে অর্জুন বীরের উপাদান। তিন পুত্র কুঞ্জীগর্ভে হৈল বলবান ॥ সহদেব নকুল মাদ্রীর গভে হৈল । অশ্বিনীকুমার আসি তার জন্ম দিল । অৰ্জুনের পুত্র হৈল সুভদ্র-উদরে । অভিমস্থ্য তার নাম বিদিত সংসারে ॥ তার পুত্ৰ তুমি বাণু পুরুষ-রতন । উত্তরার গর্ভে তুমি লভিলে জনম । অশ্বখামা ব্ৰহ্ম-অস্ত্র ফেলিল উদরে। চক্রে অস্ত্র কাটিয়া রাখিল গদাধরে। জন্মেজয়-আদি করি তনয় তোমার। সপযজ্ঞ করি সর্প করিল সংহার। পুরুবংশ সমুদ্র করিয়া আদি অস্ত । কহিল সংক্ষেপে কিছু শকতি পৰ্য্যন্ত । ভাগবত-আচার্য্যের মধুরল-বাণী । জ্ঞান-গুরু গদাধর ধীর-শিরোমণি (১) ! (১) পাঠাস্তুর—“কৃষ্ণ-কথা-সমুদিত প্ৰেম"তরঙ্গিণী " ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে নবম স্বন্ধে তৃতীয়েt২ধ্যায়: ॥ ৩ ॥