পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় । এবে রাজা শুন কিছু যে কহিয়ে আর । অনুবংশে অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিস্তার ॥ দ্রুস্থ্যবংশে জনমিল ম্লেচ্ছ অধিপতি । পাপিগণ তারা সব উত্তরে বসতি । তুৰ্ব্বস্বর বংশ ক্ষীণ হৈল কথোকালে। পুরুবংশে মিলিয়া রহিল নিরস্তরে ॥ এখনে কহিব যদুবংশের বিস্তার। পূর্ণ ব্ৰহ্ম কৃষ্ণ যাথে কৈলা অবতার ॥ যদুবংশ-চরিত্র পবিত্র পুণ্যগাথা । যদুবংশে কহিব কেবল বৃষ্ণকথা ॥ শুনিলে দুরিত হয়ে দুঃখ বিমোচন । যদুবংশ-গুণ-গাথ। পরম পাবন ॥ যদুর জন্মিল পঞ্চ পুত্র মতিমান । তাহাতে প্রধান পুত্র শতf ৎ নাম ॥ তার চারি পুত্র জ্যেষ্ঠ হেঙ্কয় কুমার । তা । পুত্র নেত্র কুস্তি তনয় তাহার ॥ তার পুত্র সোহাঞ্জি আছিল মহাবীর । ভদ্রসেন তার পুত্র জ্ঞানে মহtধীর ॥ দুৰ্ম্মদ কুমার তার ধনক তনয় । তার পুত্র কৃতবীৰ্য্য রাজা মহাশয় ॥ অৰ্জুন কুমার তার সপ্তদ্বীপেশ্বর। কাৰ্ত্তবীৰ্য্য অর্জুন নৃপতি মহাবল ॥ কীৰ্ত্তবীৰ্য্য-সম রাজী নহিব না ছিল । যাহার নিম্মল যশে জগৎ পুরিল ॥ পচাশ সহস্র ধরি বৎসর প্রমাণ । রাজ্যভোগ কৈল রাজা মহা বলবান ॥ তার এক সহস্ৰ তনয় জনমিল । পঞ্চ পুত্র সভে তার যুদ্ধে উতরিল ॥ পরশুরামের যুদ্ধে মৈল পুত্ৰগণ । পঞ্চ পুত্র জীল তার বংশের কারণ ॥ তার জ্যেষ্ঠ পুত্র জয়ধ্ব । মহাবল । তার পুত্র তালজঙ্ঘ মহাধন্থদ্ধর ॥ মধু নামে এক পুএ আছিল তাহার । জনমিল একশত মধুর কুমার ॥ মধু নামে মাধব যাদব যদু নামে। বৃষ্ণি নামে জানি বৃষ্ণিবংশের কারণে ॥ শশবিন্দু রাজা হৈল বংশের প্রধান । নহিল নহিব রাজা তাহার সমান ॥ শশবিন্দু চক্রবর্তী সপ্তদ্বীপেশ্বর। এক চক্রে ক্ষিতিতল শালিল সকল ॥ দশ সহস্ৰ পত্নী আছিল তাহার। জনমিল দশ সহস্ৰ লক্ষ কুমার ॥ ছয় পুত্র প্রধান তাহাতে জনমিল । তা সভার পুত্র পোত্রে পুথিবী পুরিল এই বংশে বিদর্ভ বাজার উতপতি । যার কস্তা রক্মিণী কমলা গুণবতী ॥ এই বংশে সত্রাজিৎ প্রসেন জনম। এই বংশে যুযুধান হল উৎপন্ন ॥ সাত্যকি উদ্ধব এই বংশে জনমিল কৃতবৰ্ম্ম অক্রুর যাইতে উপজিল। যদুবংশে জনমিল অন্ধক নৃপতি। আহুক তনয় তার হৈল মহামতি ॥ আহুকের দুই পুত্র বিদিত সংসারে । উগ্ৰসেন কনিষ্ঠ দেবক জ্যেষ্ঠ আরে ॥ দেবকের চারিপুত্র সপ্ত কন্ত হৈল । সতার কনিষ্ঠ তার দেবকী আছিল ৷ বস্বদেব কৈলা সাত কন্যা পরিণয় । উগ্ৰসেনঘরে নব জন্মিল তনয় ॥ জ্যেষ্ঠ পুত্র কংস তাথে জগতে বিদিত যার ভরে মুরাসুর ধরণী কম্পিত । এই যদুবংশে বসুদেবের জনম। যার ঘরে অবতার কেলা নারায়ণ । যার জন্মকাল হল দুন্দুভ-বা-ন । মুরগণ কৈল যাহে পুষ্প-বরিষণ ॥ সপ্ত পুত্র জনমিল দৈবক-উদরে । কীৰ্ত্তিমস্ত আদি করি বিদি এ সংসারে ॥ অষ্টমে আপনে হরি কৈলা অবতার। ক্ষিতিতলে কৈলা দুষ্ট দৈত্যের সংহার। অধৰ্ম্ম খণ্ডাহু ধৰ্ম্ম করিল স্থাপন । দুষ্ট বিনাশিয়া শিষ্ট করিল পালন ॥ অজ হয়্যা জনমিলা এই সে কারণে । কর্তা নহে কৰ্ম্ম কৈলা ব্রহ্মার বচনে ॥ লোকপরিত্রাণ হেতু খুইলা যশভার। যার কৰ্ম্মে রহিল দেবের চমৎকার ॥ যার পুণ্য-যশ-জলে করিয়া মজ্জন। কৰ্ণপথে করে জীব ভব বিমোচম ॥ গোপকুলে বৃন্দাবনে করি বালকেলি। মধুপুরে মল্লযুদ্ধ কৈলা বনমালী ॥ বিবিধ বিনোদ করি দ্বারকা ভুবনে । পুথিবীর গুরুভার হরিলা আপনে।