পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয় জয় মহাভয়-দ্বরিত-ভঞ্জন। জয় জয় পরচও পাষণ্ড-খণ্ডন । জয় জয় অমুর-খণ্ডন মহামতি । জয় ব্ৰজবধু-মুখ-সরোক্রহ ছাতি (১)। জয় জয় যোগেন্দ্র-মানস-পরহংস । জয় ভক্ত-ভবপথ-পরিশ্রম-ধ্বংস ॥ জয় জয় জগতমঙ্গল গুণধাম । শ্রতিবাণী-অগোচর গুণগণশম । জয় জয় জগৎনিবাস লক্ষ্মীকান্ত । জয় জয় নিজ জনবৎসল মহাস্ত ॥ জয় জয় মহামৎস্ত আদি অবতার। জয় কুৰ্ম্মরূপ ক্ষীর-জলধি বিহার ॥ জয় যজ্ঞ অবতার বরাহ মুরতি । জয় দিব্য নরসিংহ অনন্তশকতি ॥ জয় দিব্যপরাক্রম অদ্ভুত বামন । জয় ভৃগুপতি ক্ষত্রিকুল-বিনাশন ॥ জয় জয় রঘুপতি রাম অবতার। জয় হলধর রাম বিপক্ষ-বিদার ॥ জয় বুদ্ধ অবতার অমুর-মোহন। জয় কষ্কিন্ধপ স্লেচ্ছকুল-বিনাশন ॥ জয় পূৰ্ণব্ৰহ্ম কৃষ্ণ বিচিত্র বিহার। জয় জগন্নাথ নীলাচল-অবতার ॥ জয় জয় শ্ৰীগৌরাঙ্গ চৈতন্যমূরতি । প্রেম-ভক্তিদাতা প্ৰভু ভকতের গতি । তবে কহি শুন লোক কৃষ্ণেব চরিত্র। অশেষ দুরিত হরে পরম পবিত্র । পরীক্ষিত মহারাজা ভকত প্রধান । শুকের সাক্ষাতে জিজ্ঞালিল মতিমান ॥ চজবংশ সূর্য্যবংশ কহিলে সকল । দুই বংশে জনমিল যত নরেশ্বর । তা-সভার অদভূত কহিলে চরিত্র। বিশেষে যদুর যশ কহিলে পবিত্র । সেই যদুবংশে হরি কৈলা অবতার । কি কিরূপে কৈলা কৰ্ম্ম আনন্দবিহার। জগতের আত্মা প্ৰভু এক ভগবান । যাহা হৈতে হয় সব ভুত (২) উপাদান। (১) পাঠাস্তুর,— “জয় জয় অস্থরকুঞ্জর মহাসিংহ । জয় জয় ব্ৰজবধু মুখপদ্ম-বৃঙ্গ " ( २ ) *ाठांख्द्र,-दिद* ; अग्नाक्र,"সৰ্ব্বজীৰ । 80 শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী ●8@ হেন প্রভু কি কারণে ধরে নরবেশ। র্তার গুণ কৰ্ম্ম তুমি কহিবে বিশেষ। ( ১ কৃষ্ণকথা সম মুখ নাহি মুক্তিপদে । তে-কারণে মুক্তগণে গায় উচ্চলাদে ॥ মুক্তিপদ পাইতে যার বিশেষ যতন । তারা-সব কৃষ্ণগুণ গায় অমৃক্ষণ ॥ পরম ঔষধ এই ভব-নিবারণে । সতত কীৰ্ত্তন করে ভবতীত জনে ॥ হরিনাম-গুণ-কথা শ্রীতিমনোহর । বিষয়-লম্পট জনে শুনে নিরস্তর ॥ কৃষ্ণ-কথা শ্রবণে যাহার নাহি মতি । কেবল না শুনে অচেতন আত্মঘাতী । যুধিষ্ঠির আদি মোর পিতামহগণ । কৃষ্ণপদযুগ-নীকা করি আরোহণ ॥ কুরুসৈন্ত-গভীর-সাগর ভয়ঙ্কর । ভীষ্ম দ্রোণ আদি মহামৎস্ত ঘোরতর ॥ বৎসপদ করিয়া তরিলা তারা হেলে । হেনরূপে কৈল প্রভু বংশের উদ্ধারে। বশেরক্ষা হেতু মোর এই কলেবর। অশ্বথামা ব্ৰহ্মঅস্ত্রে পুড়িল সকল ॥ শরণ লইল মাতা প্রভুর চরণে । চক্রে অস্ত্র কাটি প্রভু রাখিল আপনে ॥ কালরূপে সেই প্রভু করয়ে সংহার । অস্তৰ্যামী রূপে করে ভকত উদ্ধার ॥ মায়ায়ে মানুষরূপে করে অবতার । র্তার গুণ কথা কহ করিয়া বিস্তার ॥ হেন জানি রোহিণীর পুত্র বলরাম। কিরূপে দৈবকী-গর্ভে হৈল উপাদান। এক দেহ দুই গর্ভে কেমতে প্রবেশ। কহিবে এ সব তুমি কৌতুক বিশেষ ॥ কেন বা জন্মিলা কৃষ্ণ দৈবকী উদরে । কেমন কারণে গিয়া রহিলা গোকুলে। কি কি কৰ্ম্ম কৈলা কৃষ্ণ গোকুলে রহিয়া। কোন কৰ্ম্ম কৈলা তরে মধুপুরে গিয়া । সাক্ষাতে মাতুল বধ কৈলা কি কারণে। প্রভুর নিন্দিত কৰ্ম্ম কোন প্রয়োজনে (২) । নরলীলা প্রকাটলা কতেক বৎসর। যছকুলে কি কি কৰ্ম্ম কৈল যদুবর L_ ( ১ ) পাঠান্তর,= "বিস্তার করিয়া সব কহিবে বিশেষ" । (২ ) পাঠাস্তুর,— “প্রভুরে হিংসেন কংস কোন প্রয়োজনে ৷”