পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$o কত রাজকন্ত হৈল প্রভুর রমণী। আর যত যত কৰ্ম্ম কৈলা চক্রপাণি ॥ এ সব কহিবে গুরু করিয়া বিস্তার । মহাযোগেশ্বর মোর কর প্রতিকার। সাত দিন আমি লাছি পরশিয়ে জল । তহত ক্ষুধায় মোর নাহি করে বল। (১) তোমার বদন-সরোরুহু-বিগলিত । পান করে হরিকথা বচন-অমৃত । এই কথা কহে স্থত নৈমিষ অরণ্যে। শৌনকাদি মুনিগণে শুনে শুদ্ধ মনে । স্থত বলে শুনহ শৌনক মুনিগণ । শুক যোগেশ্বর শুনি রাজার বচন ॥ সাধু সাধু বলি তারে করিয়া বাখানে। কহিতে আরম্ভ কৈলা ভকত প্রধানে ॥ ভাল ভাল নিশ্চয় করিলে নরপতি । গোবিন্দ-কথায়ে তুমি কৈলে দৃঢ়মতি। কৃষ্ণকথা প্রশ্নফল কহিব তোমারে। জিজ্ঞাসা করিলে মাত্র সর্বপাপ হরে। ষেবা পুছে যেবা কহে যে করে শ্রবণ । বিশেষে পবিত্র হয়ে এই তিন জন । ত্ৰিভুবন তরে জেন্ত (২) তার পদজলে । কৃষ্ণ কথা পুছিলেই সৰ্ব্বপাপ হরে। কংস জরাসন্ধ আদি নৃপরূপ ধরি। দৈত্যগণে ব্যাপিল সকল মৰ্ত্ত্যপুরী ॥ ত+সভার ভরে অতি করিয়া ক্রনন ৷ পৃথিবী লইল গিয়া ব্ৰহ্মার শরণ ॥ যাবৎ পাতালে মোর নাহি হয় গতি । তাবৎ রাখিতে মোরে করিবে শকতি ॥ অমুরের ভুরিভার সহনে না যায় ; এ সব গোচর দেব কৈলু তুয়া পায় ॥ পৃথিবীর বচন শুনিএ প্রজাপতি । ইঙ্গ আদি দেবগণ করিয়া সংহতি ॥ চলিলা চতুরানন সঙ্গে মহেশ্বর । ক্ষীর-জলনিধি যথা প্ৰভু গদাধর । বেদমন্ত্রে স্ততি কৈল যত দেবগণে । সমাধি করিয়া ব্ৰহ্মা রহিলা খেয়ানে ॥ শুনিলা ঈশ্বরবাণী আকাশমণ্ডলে। সমাধি ভাঙ্গিয়া ব্ৰহ্মা ৰলে উচ্চস্বরে। শুন শুন দেবগণ ঈশ্বরের বাণী । আপনে কহিলা কথা প্ৰভু চক্রপাণি ॥ (s) পাঠান্তুয়,— "ठवूड क्रूषाञ्च जावि न हर विकण" । ( ২ ) জানিও । পৃথিবীর দুংখ প্ৰভু জানেন আপলে । পুরুবেই কৈলা প্ৰভু তার সমাধানে ॥ তুমি সব জন্ম গিয়া লভ যদুবংশে । সভাই জনম গিয়া নিজ নিজ অংশে ॥ বসুদেববরে হরি দৈবকী-উদরে । অবতার করিব আপনে ক্ষিতিতলে । দিব্য মূৰ্ত্তি যত আছে দেবতা মুন্দরী। জনম লভুক গিয়া নররূপ ধরি ॥ অনন্ত ধরণীধর সহস্ৰবদন। প্রথমে আসিয়া তিঁহো লভিব জনম ৷ বিষ্ণুমায়া ভগবতী জগৎমোহিনী । আপনেহি আজ্ঞা তারে দিলা চক্ৰপাণি ॥ কাৰ্য্য সাধিবারে তিঁহো জন্মিব আপলে । এ বোল বুঝিয়া দেব চল নিজ স্থানে । পুথিবী পাঠায়্যা দিল করিয়া আশ্বাস । তবে ব্রহ্মা চলিলা আপন নিজবাস ॥ শূরসেন নামে রাজা পুরুবে আছিল । সে রাজা মথরা নামে পরী নিরমিল । রাজ্যভোগ কৈল রাজা মধুপুরে বলি । রাজধানী নাম তার সেই হৈতে ঘুষি । যে মথুরাপুরে কৃষ্ণ নিত্য সন্নিধান। তাহাতে আলি এক বসুদেব নাম ॥ উগ্ৰসেন নামে এক আছিল বুপাত । তার ভাই আছিল দেবক মহামতি ॥ দেবক দেবকী নাম কস্তার বিবাহে । ( ১ ) ডাক দিয়া বসুদেব আনিল উৎসাহে ॥ বসুদেবে আনিয়া পুঠিল মতিমান । বিধি অনুসারে তারে কৈলা কন্তা-ধান ॥ বহুবিধ ধন দিল যৌতুক নিমিত্তে । কস্তাবর তুলি তবে দিল দিব্য রথে । চারিশত মত্ত গজ কাঞ্চনে ভূষিত । সাজিয়া রথের পাছে কৈল নিয়োজিত । আঠার শত রথ দিল কাঞ্চলে নিৰ্ম্মাণ । শঞ্চশত-দশ ঘোড়া দিল আগুয়ান ॥ দুই শত দাসী দিল ভূষণে ভূষিয়া। কক্সা সমপণ কৈল বিনয় করিয়া ॥ শঙ্খ তুর্ঘ্য দুন্দুভি মৃদঙ্গ কোলাহল । দেববাদ্য নরবাদ্য বাজে মুমঙ্গল ॥ (১) পাঠাস্তর,“দেৰকের এক কঙ্কা দেবকী সুন্দরী । ৰমুদেবে ৰিক্ত ছিল বহুবিধ কৱি ৷”