পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ó8ፃ উগ্ৰসেন-মুত যুবরাজ কংস নামে । রথের সারথি হৈয়া চলিল আপনে ॥ ধরিল ঘোড়ার বাগ ভগিনী সদয়ে। অস্তরীক্ষ বাণী হৈল হেনঞি সময়ে ॥ যাহারে বছিল অরে অবোধ রাজন। ঞিহারি অষ্টম গর্ভে তোমার মরণ। [ না জানিয়া কুমতি বহিল হেন জনা । বুঝিয়া করহ কাৰ্য্য যে হয় মন্ত্রণ ॥] এ বোল শুনিয়া কংস কুলের অঙ্গার । খলমতি মহাপাপী ক্রুর দ্বরাচার। তীক্ষু খঙ্গ হাতে ধরি উঠিল সত্বরে। লাফ দিয়া ধরে গিয়া ভগিনীর চুলে। তবে বমুদেব দেখি কংসের বেতার। নিলাজ পাপিষ্ঠ পাপমতি জ্বরাচার। (১) প্ৰছসিত মুখপদ্ম অস্তরে দুঃখিত। বসুদেব বলে তবে সমর-উচিত। তোমা হৈতে যশের বিস্তার ভোজবংশে । বীরগণে নিববধি তোমারে প্রশংসে । তুমি কংস মহাবীর জগতে বিখ্যাত। তুমি কেন হেন কৰ্ম্ম করিবে সাক্ষাৎ । (২) নারীবধ হয়ে তাহে ভগিনী তোমারে। বিবাহ উৎসাহ তাহে নহে ধৰ্ম্মাচারে। যদি বোল আপনার মরণ খণ্ডাই। কোন মতে কারো বোলে মৃত্যু না এড়াই ॥ শরীরের সহ মৃত্যু জনমে সভার } আজি কিংবা ময়ি শত বৎসরেক পর। (৩) অবশ্য মরণ হব ব ভো নহে আন । এ বোল (৪) বুঝিয়া ক্রোধ ছাড় মতিমান ॥ এ দেহ ছাড়িলে আর না হব শরীর। হেন বা বলিবে যদি শুন মহাবীর ॥ আর দেহে যাঞা জীব পূৰ্ব্বদেহ ছাড়ে। অদৃষ্ট স্বধীন জীব অদৃষ্ট্রে সঞ্চরে। এক পদ আরোপিয়া আর পদ তুলি। জোক যেন তৃণ ছাঁড়ে আর তৃণ ধরি ॥ (১) পাঠাস্তুর,— “হৃদয়ে চিন্তয়ে কিছু করে পরিহার" -,tegaלן" (א) “পণ্ডিত হইয়া তুমি কর বিপরীত" । (৩) পাঠাস্তর,— "এখনে মক্ষক বা থাকুক চিরকাল"। (e) *ां?ांख्ब्र,-"खकरग्न' । জাগিতে রাজদি রূপ হয় দরশনে । ইন্দ্ৰপদ মুখভোগ শুনয়ে শ্রবণে ॥ শয়ন করয়ে সেই করিষা ধেয়ান । স্বপনেই সেই রূপ হয় বিদ্যমান। আপনেঞি হয় ইক্স আপনেঞি রাজা । আপনার পূর্বদেহ পালরয়ে প্রজা। ষে দেহ চিস্তিয়া মন করয়ে আশ্রয়। সেই দেহে জীবের জনম গিয়া হয়। উত্তম অধম দেহ অদৃষ্ট প্রধান । অদৃষ্ট করয়ে তাহা কন্তু নহে আন। এক চন্দ্র একি স্বৰ্য্য প্রকাশ-স্বরূপ। জলভেদে সেই যেন দেখি নানারূপ। বায়ুবেগে তারা যেন চলন কম্পন। বিচারিলে দেখি যেন সে সব ভরষ। এইরূপ নিত্য জীৰ অজর অময়। ঈশ্বরের অংশ জীব ঈশ্বরকিঙ্কর। মায়ার চরিত দেহে করি অন্নুরাগ । দেহধর্শ্বে অপনা পাসরে মহাভাগ ॥ যে পুন পণ্ডিত হয় করিব বিচার। বুঝিয়। না করে কতো পর-অপকার। পরহিংসা করে যেবা কুশল-কারণে । সেই হিংসকের ভয় হয় আন ছনে ॥ এ তোমার ভগিনী কনিষ্ঠ অচেতনা। ইহাকে না মার তুমি শিশু বুদ্ধিহীনা। সাম ভেদে বসুদেব কৈল এত স্তুতি । তহুত সদয় লৈল কংস পাপমতি ॥ তবে বসুদেব তার বুঝিযা হৃদয়। মনে মনে যুগতি চিন্তয়ে মহাশয় ॥ অশুভ খণ্ডিতে করি কালের হরণ । উপায় দেখিয়ে সবে এই সে কারণ । ( ১ ) যখনে আসিয়া মৃত্যু হয় উপসন্ন। বুদ্ধিবলে নিবারিব করিয়া যতন ॥ তযু যদি মৃত্যুপথ খণ্ডিতে না পারি। তবে আর আপনার দোষ নাহি ধরি। যত পুত্র দৈবকীর হয় উতপন্ন। সকল করিব লঞা কংসে সমর্পণ ॥ এ বোল বলিয়া করি দৈবকীর রক্ষা । সম্প্রতি এখনে হয় মরুপের মোক্ষা । ( ২ ) পুত্র জনমিব যদি ইহার ভিতরে। যদি মৃত্যু কংস কোন মতে নষ্ট করে। ( ১ ) পাঠাস্তর,-"এখন" । (२) *ाळांख्द्र,-"बद्ध थडोचणं ।*