পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԾՅեյ পুত্র জনমিয়া বা কংসের প্রাণ হয়ে । বিধাতার গতি কেবা বুঝিবারে পারে ॥ সম্প্রতি এখনে হয় মৃত্যু নিবারণ। কোনমতে হইবে বা কংসের মরণ ॥ অী গুনি লাগিয়া যেন পোড়ে কাষ্ঠচয় । দৈবযোগে তার মাঝে কোন কাষ্ঠ রয় ॥ নিকটে ছাড়িয়া ঘর দূরে গিম্বা পোড়ে । অদৃষ্ট যাহার যেন তেন ফল ধরে। এইরূপ শরীরের সংযোগ-বিচ্ছেদ । অদৃষ্টকারণ বিনা কিছু নাহি ভেদ । এইরূপে বিমরিশ করিয়া হৃদয়। বলিতে লাগিলা বসুদেব মহাশয় ॥ অট্ট অট্ট হাল করি প্রসন্নবদন। অন্তরে দুঃখিত হৈয়া কি বলে বচন। শুন কংস যুবরাজ তুমি মহাশয় । দেৰকী করিয়া তুমি না করিছ ভয় ॥ যত পুত্র জনষিব ইহার উদরে । আমি আনি সমৰ্পিব তোমার গোচরে ॥ অগুরীক্ষৰাণী হৈল যাহার কারণে । তাহা আনি দিব আমি তোমা বিদ্যমানে ॥ এ বোল শুনিয়া কংস চিন্তিল হৃদয় । তালত কহিল বসুদেব মহাশয় ॥ দৈবকীর কেশবন্ধ দিলত ছাড়িয়া । বসুদেব ঘরে গেল কংস প্রশংসিয়া । কথোকাল বই তবে দৈবকী উদরে । অষ্ট পুত্র জলমিল বৎসরে বৎসরে ॥ শেষে এক কস্তা আর (হল উপাদান । প্রথম পুত্রের হৈল কীৰ্ত্তিমস্ত নাম। ভগ্নযুত বসুদেব অলতা বচনে। (১) পুত্র সমৰ্পিল লৈয়া কংস বিদ্যমান। সাধুজনে নাহি কিছু দুঃসহ সংসারে । পণ্ডিত জনের কিবা অপেক্ষা কাহারে ॥ দুষ্টজনে কোন কোন না করে বিকৰ্ম্ম । ভকত জনের কিবা নাহি সত্য ধৰ্ম্ম ॥ তার সত্য ধৰ্ম্ম দেখি কংস খুবরাজ । বলিল বিনয় কিছু মনে পাঞা লাজ ॥ ইছ হলে আমারে খানিক নাহি ভয় । ঘরে লয়্যা যায় তুমি আপন তনয়। অষ্টম গৰ্ভেতে পুত্র হইব তোমার। তাহা হৈতে মৃত্যুভয় আছয়ে আমার । (১) পরিবৎ কর্তৃক প্রকাশিত পুস্তকে,— *ওয়ে ভীত ৰক্ষুদেব অসত্য লাগি" --م--ایم---------------- শ্ৰীমদ্ভাগবত পুত্র লঞা বসুদেব চলিলা তখনে । প্রতীত লহিল তার ছুষ্টের বচনে ॥ হেনকালে আগিয়া নারদ তপোধন। কহিল কংসেরে তৰে মন্ত্রণা বচন। নন্দ আদি গোপ তার গোকুলে বসতি । সপুত্র বান্ধব তার যতেক যুবতী ॥ যদুবংশে তোমার যতেক বন্ধু আছে । বন্ধদেব আদি যত মথুরাতে ৰৈলে। যতেক দৈবকী আদি আছে কুলনারী । এ সব দেবতা প্রায় বুঝ অবধারি ॥ জ্ঞাতি বন্ধু বান্ধব তোমার যত ভৃত্য। এ সব দেবতা আমি কহিল নিশ্চিত ॥ পৃথীর হরিতে ভার দেবের মন্ত্রণ। বুঝিয়া উপায় তুমি করছ খণ্ডন । এতেক বলিয়া মুনি কৈলা অন্তৰ্দ্ধান । কোন যুক্তি করে তবে কংস বলবান ॥ দৈবকীর গর্ভে হৈব বিষ্ণু-অবতার । সেই সে করিব মোরে অবশু সংহার। পুঞ্জৰে আছিলু মুঞি নামে () কালনেমি । সংগ্রামে মারিল মোকে সেই চম পাণি ॥ এখনে কপট বেশ দৈবকী-উদরে। জনম লভিব মোকে মারিবার তরে } এতেক জানিএ কংস কোন কৰ্ম্ম করে (২ ) বসুদেব দৈবকীরে বালি নিগড়ে । যত পুত্র জনমিল বৎসরে বৎসরে । বিষ্ণুশঙ্কা করিয়া মারিল বারেবারে । খল রাজা হৈলে কোন না করে দ্বনীত । বন্ধু বধ করে তার এ কোন বিচিত্র। পিতা মাতা বন্ধু পুত্র মিত্র সহোদরে। রাজ্যলোতে লোভী রাজা এ সব সংহারে । উগ্ৰসেন পিতা লৈয়া নিগড়ে বান্ধিল । আপনি নৃপতি হৈয়া রাজ্য ভোগ কৈল । মহাভাগবত লোক মুখে যেন বুঝে। কথাচ্ছলে কহি আমি বুঝিবার কাজে । (১) পাঠান্তর,-"দৈত্য" । ( २ ) श्रांठांसुब्र""এতেক জানিয়া কংস ভাবিয়া অস্তরে "