পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী W)3X, বুধজনে সবে মোর এই পরিহার। দোষ ক্ষমা করি গুণ করিবে বিচার ॥ যেন তেল মতে কৃষ্ণকথা অবসরে। দিবস গোঙাই মাত্র এই মন ধরে ॥ চিত্ত দিয়া শুন ভাই কৃষ্ণগুণবাণী । ভাগবত-আচাৰ্য্যের প্রেমতরঙ্গিণী ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াগিক্যাং দশমম্বন্ধে প্রথমোহধ্যায়: ॥ ১ । দ্ভিতীয় অধ্যায় । নট রাগ । প্ৰলম্ব চাণুর বক তুণাবর্ত নাম । যদুকুলে কংলভয় জানেন্ত আপনে । অঘাসুর মুষ্টিক অরিষ্ট বলবান । যোগমায়া পাঠাইঞা দিল নারায়ণে । দ্বিবিদ ধেমুকে আর পূতনা রাক্ষসী । চল মহামায়া তুমি নন্দের গোকুলে। যতেক অমুর আর মহাবল কেশ ॥ বলি ( ১ ) আদি করি আর যত নরেশ্বর। এ সব সংহতি করি কংস মহাবল ( ২ ) ॥ জরাসন্ধ সহায় করিয়া দুষ্টবুদ্ধি। যদুকুলে কদন (৩ ) করএ নিরবধি ॥ তার ভয়ে যদুবংশ গিয়া নানা দেশে। পলাএ রহিল গিরা অকিঞ্চন বেশে । তারি সেবা করিয়া রহিলা কথোজন । হেনরূপে কৈল যদুবংশ-বিড়ম্বন । ছয় পুত্র হৈল যদি দৈবকীর নাশ । সপ্তমে অনন্ত আলি গর্তে কৈলা বাস ॥ কেবল বৈষ্ণবধাম সহস্ৰ বদন । দৈবকীর গর্ভে আসি ছৈল। উপসন্ন ॥ কংস ভয়ে দৈবকী রহিল বিমরিষ । জন্মিলা ঈশ্বর পুত্র এ বড় হরিব ॥ জগতের আত্মা প্ৰভু পূর্ণ ভগবান। হেন বস্তু নাহি ষাথে নাছি অবধান ( a )। ( ১ ) পাঠান্তর,—“বাণ"। ( ২ ) পাঠাস্তর,-"ধনুৰ্দ্ধব । (৩) পাঠান্তর,—কদন অর্থে পীড়ন, मिबश् । ( e )"হৃদয় চিস্তিয় তবে কৈল অনুমান" | השולזן"--- গোপ-গোপী গোধন-মণ্ডিত নিরস্তরে। বসুদেবভাৰ্য্যা তথা আছ এ রোহিণী । কংসভয়ে আলক্ষিতে থাকে একাকিনী । দৈবকীর গভ লঞা রোহিণী উদরে। থোহ নিঞা কেহ যেন ন লখিতে পারে। তবে আমি পূর্ণরূপে দৈবকী উদবে। জনম লভিব নিএা বসুদেবঘরে । নন্দের ঘরণী আছে যশোদা সুন্দরী । তথা জন্ম লভ গিয়া দিব্যরূপ ধরি ॥ নানা যজ্ঞ বলিদান দিয়া উপহার। নরলোকে মহাপূজা করিব তোমার ॥ সৰ্ব্বলোকে দিবে তুমি সৰ্ব্ব কাম্যবর। সৰ্ব্বলোক তোমারে পুজিব নিরস্তর ॥ কুমুদা চণ্ডিক দুর্গ বিজয়া বৈষ্ণবী । নারায়ণী ভদ্রকালী শারদা মাধবী ॥ এ সব বিশেষ নাম ধরিব তোমার । জগতে রহিব দিব্য পুজা সৰ্ব্বকাল ॥ গর্ভ আকর্ষণ করি আনিব আপনে । সঙ্কর্ষণ নাম তার হইব তে কারণে ॥ মনোরম দেখি নাম হৈব বলরাম । বলভদ্র নাম হৈব দেখি বলবান । এইরূপ আজ্ঞ। যদি দিলা নারায়ণে । শিরে আজ্ঞা ধরি দেবী চলিলা তখনে। দৈবকীর গর্ভ আনি রোহিণী-উদরে । মহামায়া খইল লঞা মছাযোগবলে।