পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&0¢& ঐীমভাগৰ [ এইরূপ স্তুতি করি যত দেবগণে । আজ ভব আদি করি কৈল অন্তৰ্দ্ধানে ॥ দেবস্তুতি কৃষ্ণকথা বুদ্ধি অনুমানে । ইতি জ্ঞাগবতে মহাপুরাণে পরমহংস্তাং তায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে حافظة তীয়েt২ধ্যায়ঃ ॥২ ৷ - - - - কহিল সকল লোক বুঝিব কারণে ॥ ভক্তিরল-গুরু ঐগদাধর জান । ভাগবত-আচাৰ্য্যের মধুরল গান ৷ তৃতীয় অধ্যTয় | মল্লার রাগ । মুনি বলে শুন রাজা অদভূত বাণী । শঙ্খ চক্র গদা পদ্ম ভুজ-বিরাজিত । এখনে কহিব কৃষ্ণজলম-কাহিনী ॥ কটীতটে পীতপট কৌস্তুভ-ভূষিত । সৰ্ব্বগুণযুত কাল পরম সুন্দর । মহামূল্য রত্ন মণি কিরীট কুণ্ডল । পৃথিবী পুরিয়া হৈল আননমজল ৷ কুঞ্চিত অলকাবলী শ্ৰীমুখমণ্ডল । শুভ বার তিথি যোগ নক্ষত্র করণ । উদভট পুরট কিঙ্কিণী সকঙ্কণ । পুণ্যগুণ পুণ্যযোগ সৰ্ব্ব সুলক্ষণ ॥ দশ দিগ পরসন্ন গগনমণ্ডল । উদিত তারকাবলী দেখি মনোহর । নদ নদী সরোবর বিমলিত জল। বিকলিত উতপল কুমুদ কমল। খগ-ভৃঙ্গ-নিনাদিত স্তবকিত বন। সুললিত পুণ্যগন্ধ স্বমন্দ পবন ॥ শাস্ত হৈয়া জলিল দ্বিজের হুতাশন । উত্তম জনের চিত্ত হৈল পরসন্ন ॥ আকাশমণ্ডলে বাজে দুঙ্গুভি বাজন। সুরমুনিগণে করে পুষ্প বরিবণ। গন্ধৰ্ব্ব কিন্নর গীত গায় স্বমধুর । সিদ্ধ বিদ্যাধর স্তুতি করএ প্রচুর । স্বর বিদ্যাধরী নৃত্য করে সুললিত । মন্দ মন জলধর ঘন গরজিত । ভরা নিশি রজনী তিমির ঘোরতর। (১) হেনকালে জনম লভিলা গদাধর ॥ অন্তৰ্য্যাণী ভগবান অচিন্তাপ্রভাব । দৈৰকী উদরে আসি কৈলা আবির্তীৰ ॥ পূৱৰে উদিত যেন পূর্ণ শশধর। মন্দিরে প্রকাশ কৈলা মহা মহেশ্বর ॥ নবম্বন শুমি তন্তু রাজীব লোচন। আজামুলম্বিত ভুজ শ্ৰীবৎসলাঞ্ছন। (১) পাঠান্তর— “ৰোছিষ্ট অধিনী সে তিমির ঘোরতর* ' মৃগমদ-বিলেপিত হয় বিলোচন ॥ হেন অদভূত শিশু দেখি মহাশয়। বসুদেব চমকিত হৈল অতিশয় ॥ নারায়ণ পুত্র দেখি ফুল্প বিলোচন। পুলকিত কলেবর সঘন কম্পন ॥ কৃষ্ণ অবতার দেখি পুরিল উৎসবে । অযুত গোদান তবে কৈল বসুদেৰে ॥ ভূমিতে পড়িয়া কৈল দণ্ডপরণাম । করযোড় করি স্তুতি করে মতিমান । পুত্রের প্রভাব দেখি ভয় পরিহরি। প্রণতকদ্ধর চিত্ত নিষেতি করি। ভানিলু বিদিত আমি সাক্ষাৎ ঈশ্বর। পরম পুরুষ তুমি প্রকৃতির পর। সৰ্ব্ববুদ্ধি সাক্ষী তুমি আনন্দস্বরূপ । বিশুদ্ধ বিজ্ঞান ঘন পূর্ণ ব্ৰহ্ম রূপ ৷ অতুল শকতি তুমি পুরুষ পুরাণ। মায়ায়ে আপনে কর বিশ্ব-মিরমাণ ॥ তাহাতে আপনে পাছে থাক পরবেশি । তহু শুদ্ধময় তুমি প্ৰভু অবিনাশ । জগতের হও সবে উতপতি ধ্বংস । তোমার বিনাশ কৰ্ভু নহে পরহংস । জগতে প্রবেশ করি আছ নিরন্তর । তবু পরবেশ নাহি তাহার ভিতর ॥ পঞ্চভূতময় যত কারণ বিশেষে । বিশ্ব নিরমিঞা যেন বিশ্বে পরবেশে ।