পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ජH खैबैभढोक्रेषज्र সংসার আসার যত তুমি মূল সৰ্ব্বতত্ত্ব ধৰ্ম্মাধৰ্ম্ম তুমি রম্যবর। ििब्र ७श्] ठुश नी এ সপ্ত সাগর আদি তুমি সে সকল চরাচর । চন্দ্র স্বৰ্য্য জ্যোতিৰ্ম্ময় তোমার বিভূতি হয় তুমি তার মূল গদাধর। তুমি রাত্রি তুমি দিন সত্ত্ব রজ তমোগুণ চারি মুক্তি তুমি ভগবান। উৎপত্তি প্রলয় স্থিতি তুমি সে যজ্ঞের ছতি বেদশাস্ত্ৰ তুমি সে পুরাণ ॥ সত্ত্বগুণে শ্বেত বর্ণ ধরিয়া কর পালন - জগত আধার তুমি দেহ। রক্তবর্ণ রজগুণে স্বষ্টি কর স্বজনে মর্ত্যেতে পালন করি রহ । তমোগুণে আরবার সকল কর সংহার কৃষ্ণ অঙ্গ ধরি নারায়ণ । তুমি দেব চক্ৰপাণি না জানি ভকতি আমি লৈহু প্রভুর চরণে শরণ ॥ কোনপুণ্য কৈল আমি মোর গর্ভে আলি তুমি জনম লভিলা বন্ধুবরে। কিবা মোর ভাগ্যবশে অবতার হৃষীকেশে ইহার বৃত্তাস্ত কহ মোরে । এই নিবেদন করি এরূপ সম্বর হরি ধ্যানগম্য শরীর তোমার। দাঙ্কণ কংসের দূত পলাইতে নাছি পথ শুন প্রভু বচন আমার ॥ উগ্ৰসেনক্ষত রাজা ংলাক্ষর মহারাজা এক্ষণে আসিৰে দুষ্টমতি। আলি চৰ্ম্ম ধরি করে আসিবেক দুষ্টাচারে কহ প্রস্তু ইহার যুগতি। এইরূপ বারেৰার ছয় পুত্রে যে আমার কংলাস্কর বধিল সবায়। কংলশ্বর দুষ্ট হেন এরূপ না দেখে যেন কর প্রভু ইহার উপায় । এত বলি বস্বদেবে কাকুতি মিনতি স্তবে করযোড়ে পড়িল চরণে । দৈৰকী প্রণাম করে চরণ ধরিয়া করে ভাগবত-আচাৰ্য্য মুগানে ॥ স্বায়ঙৰ মন্বস্তর আছিল যখনে । তখনে আছিল তুমি পৃশ্নি হেন নামে। আছিল স্বতপা নামে এই মহামতি । জগত্য স্বজিতে আজ্ঞা দিলা প্রজাপতি ॥ সকল ইঞ্জিয়গণ করিয়া রোধন। তুমি সব করিলে আমার আরাধন। পরম দুষ্কর তপ কৈলে নিরভর । শীত বাত ঘৰ্ম্ম তাপ সহিলে বিস্তর ॥ বৃক্ষের গলিত পত্র করিয়া আহার । বায়ুরোধ করিয়া রছিলে চিরকাল ॥ তপ করি কৈলে নিজ চিত্ত নিরমল । ভক্তিভাবে আমাকে ভজিলে নিরস্তুর - দেবমানে বাদশ সহস্ৰ বৎসর। এইরূপে মহাতপ করিলে দুষ্কর ৷ তবে আমি তুষ্ট হৈয়া দিল দরশন। তুমি সব এইরূপে দেখিলে তখন ॥ আমি যদি বুলিল মাগিয়া লছ বর। পুত্রবর মাগিলে আমার সমসর। তোমা সভা না করিল মায়া বিমোহিত । মুক্তিপদ না মাগিলে না হৈলে বঞ্চিত । মুক্তিপদে নাহি পুত্র প্রেম মুখসম । মায়।বিমোহিত না করিল তেকারণ ॥ ( ১ ) তবে আমি তখনে চিস্তিল মনে মনে । আমার সদৃশ কেহো নাহি ত্রিভুবনে ॥ পুত্র হৈয়া আমি গিয়া জন্মিল আপনে । পৃশ্নিগর্ভ নাম হৈল তাহার কারণে। তবে আর জনমে কগুপ প্রজাপতি; হৈয়াছিল এই বসুদেব মহামতি ॥ আদিতি তোমার নাম দেবের জননী । ধরিয়া বামন নাম পুত্র হৈল আমি ॥ (২) এখনে পুর্থীর তার করিতে হরণ। শিষ্টের পালন হেতু ছক্টের নিধন । তোমার উদরে আসি লভিল জনম। সেই পূৰ্ব্বরূপে আমি দিল দরশন। নরবেশ না ঘুচিব মানুষ গেয়ান । তে-কারণে এইরূপ দেখালা বিদ্যমান। ( ১ "অদ্ভুট্টগ্রাম্যবিষয়াবনপত্যে চ দম্পতী। ন বত্ৰাথেইপবর্গ মে মোহিতে দেবমায়য়া ।” אסיןeיסין•י (২) ইহার পর পরিষৎ কত্ত্বক পুস্তকের অধিক পাঠ,— "তৃতীয় জনমে দশরথ তব নাম । কৌশল্য ইহার নাম সৰ্ব্বগুণধাম ॥* “আপনে জন্মিমু আমি রামরূপ ধরি । দৈবের কারণ গিএল রাবণ সংহায়ি -