পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ète গন্ধৰ্ব্ব কিন্নর মুর সিদ্ধ মুনিগণে । নৃত্য গীত স্তুতি করে পুষ্প বরিষণে । কৌতুকে পূজিল বলি উপহার দিয়া । ডাকিয়া কি বলে তবে দেবী মহামায়া ॥ শুন শুন আরে কংস দুষ্ট খলমতি । আমাকে মারিতে কেন করিস শকতি । আমাকে হিংসিস তোর নাহি প্রয়োজন । যে তোমা হরিব প্রাণ লভিল জনম ৷ দুঃখিত প্রভার হিংসা না করিল বৃথা । তোর শক্র আজি জনমিল যথা তথা ॥ এতেক বুলিয়া ভগবতী মহামায়া । নানা স্থানে রছে গিয়া নানারূপ হৈয়া । দেবীর বচন কংস শুনিএ শ্রবণে । পরম বিস্মিত হৈয়া চিস্তে মনে মনে ॥ বন্ধদেব দেবকীর ছুটিল বন্ধন । স্তুতি করি বলে তরে বিনয় বচন ॥ শুন হে ভগিনীপতি শুনহ ভগিনি । কিবা গতি হয়ে মোর হেন নাহি জানি ॥ কেবল রাক্ষস যেন মুঞি দুরাচার । ব্যর্থ এত পুত্রবধ করিলু তোমার ॥ নিলজি নিন্দিত মুঞি কৈল হেন কৰ্ম্ম । জ্ঞাতি বন্ধু ৰান্ধব ছাড়িলু লোকধৰ্ম্ম । জীয়ত্ত্বেই মরা মুঞি যেন ব্ৰহ্মঘাতী । মারিলে না জানো মোর হয় কোন গতি ॥ আছুক মাছুষ দেবে বলে মিছা বাণী । এত অপকৰ্ম্ম কৈল দৈববাণী শুনি। না করিছ আর শোক পুত্রের কারণে । করএ সকল লোক অদুষ্ট ভজনে ॥ অদৃষ্টঅধীন জীব অদৃষ্টে মিলায়। অদৃষ্টেহি পুনরায় বিচ্ছেদ করায় । মাটির নিৰ্ম্মিত পাত্র নানা পরকার। কত হয়ে কত যায়ে মাটি মাত্র সার । মাটির না হয়ে যেন উতপতি নাশ । না মরে না হয়ে আত্মা নিত্য পরকাশ ॥ শরীরের সৰে উতপতি পরলয় । ইহাতে না বুঝি মতি ৰিপৰ্য্যয় হয় । ( ১ ) আপনারি দেখে সবে জনম মরণ । সেই সে কারণে করে সংসার ভ্রমণ ॥ এতেক বচন তুমি বুঝিরা ভগিনি । পুত্রের কারণ আর শোক কর জানি ॥ ( ১ ) পাঠান্তর,— এই না বুঝিয়া হয় মতিবিপৰ্য্যয় ।” জীমদ্ভাগবত ত-লতার আছে এই অদৃষ্টে লিখন। মোর বা আছএ এই পাপের কারণ ॥ যার যেন অদৃষ্ট তাহার তেন ফল। এ বোল বুঝিয়া দোষ ক্ষমিবে সকল। লে মোরে মারিবে মুঞি মারিসু তাহারে । যাবৎ এমত বুদ্ধি যাহার সঞ্চরে ॥ তাবৎ তাহার বধ্য বধক সম্বন্ধে । বসুদেব তোমাতে গোচর ভাল মন্দ ॥ এতেক বচন বুলি ধরিল চরণে। কান্দিতে লাগিল কংস ভয় পাঞ মনে ॥ বম্বদেব দেখিয়া কংসের দুঃখ শোক । ফুহে মেলি দিলা তারে সন্তোষ প্রবোধ । ভাল তুমি মহারাজ কহিলে সকল । অভিমানে ভেদ বুদ্ধি হয় নিজ পর ॥ এক দেহে করে আর দেহের রিলাশ । দুঃখ শোক আদি যত মনের বিলাস ॥ জীবের যাহাতে দুঃখ শোক নাহি ধরে। ( ১ ) আগেয়ান মুখ যেন শত্রু মিত্র করে ॥ শুন মহারাজ তুমি শোক পরিহর । সন্তোষ করিয়া তুমি নিজ ঘরে চল । তবে কংস প্রবেশ করিল নিজ ঘরে । জাগিয়া বঞ্চিল নিশি খট,ার উপরে । রজনী প্রভাত হৈল প্রত্যুষ বিহানে। মন্ত্রিগণ ডাকিয়া আনিল বিদ্যমানে ॥ আদি হৈতে পাত্ৰগণে সব কথা কই । চিস্তিতে লাগিলা কংস হেঁট মাথা হই । তবে যত সেনাপতি আছিল তাহার । বীরদপ করিয়া লাগিল বুলিবার। কোন ছার প্রয়োজনে এত চিন্তা কর । তুমি হৈয়া আপনার বিক্রম পাসর। রিপু জনমিল যদি এই সত্য হয় । তাহা করি তহু কিছু না করিহ ভয় ॥ আজি বা জন্মিল দশ দিনের ভিতরে । মরিব সকল শিশু প্রতি ঘরে ঘরে ॥ হেন ছার কাজে তুমি কর ৰিমরিষ। বাহুবলে জিনিলে সকল দশদিশ ॥ যদি বল দেবগণ আসিব সাজিয়া । ৰস্তুজ্ঞান না করিহ দেবতা বলিয়া ॥ ইচ্ছা করি ধমুকে যখন দেহ চড়া। ( ১ ) পাঠাস্তুর,— “জীবের তাহাতে মুখ দুঃখ মাহি ধরে । অজ্ঞানে মুর্থ তারা শত্রু মিত্র করে ।