পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4»fgpg uyeTTET / শুক মুনি বলে শুন রাজা পরীক্ষিত । পুত্র জনমিল নন্দ হৈয়া আনন্দিত । ডাকিয়া আনিয়া যত বেদজ্ঞ ব্রাহ্মণ । স্বান করি অজেতে পরিল আভরণ ॥ জাতকৰ্ম্ম কৈল স্বস্তি করিয়া বাচন । যথাবিধি কৈল দেব-পিতৃ আরাধন ॥ দশ লক্ষ ( ১ ) দিল ধেনু কাঞ্চনে ভুবিয়া । তিলের নিৰ্ম্মিত সাত প ত করিয়া ॥ কাঞ্চনে শিৰ্ম্মিত ঘর (২) কাঞ্চনে খচিত । কাঞ্চন বসনে কৈল পৰ্ব্বত বেষ্টিত ॥ সাত তিল-পৰ্ব্বত ব্রাহ্মণে দিল দান । বসন ভূষণ বহুবিধ অল্প পান । দান হৈতে হয় সব দ্রব্যের শোধন। তত্ত্বজ্ঞান হৈলে হয় চিত্ত পরসন্ন ॥ নানা দ্রব্য দিল ননা বহুবিধ দান। সহজে পণ্ডিত নন্দ মহামতিমান । বিধিৰ মঙ্গল বাণী পঢ়িল ব্ৰাহ্মণে । উচ্চস্বরে ভটিমা পঢ়িল ভাটগণে । গায়নে মধুর গীত নৰ্ত্তকে নাচন। ৰাজিল দুষ্কৃতি ভেরী বিবিধ বাজন। পুরে পুরে ঘরে ঘরে অঙ্গনে অঙ্গন। চন্দন লেপন কৈল কুকুমে সেচন ॥ বিচিত্র পল্লব ধ্বজ পতাকা তোরণ। পূৰ্ঘট সারি সারি রম্ভ আরোপণ । গাজী ৰুব বৎসগণ ধবলবরণ । তৈল হরিদ্রীয় কৈল অঙ্গ বিলেপন । নন্দঘরে পুত্র হৈল শুনি গোপগণে। অঙ্গ বিভূষিত কেল ৰিবধ ভূষণে ॥ ৰিচিত্র কাচলি পাগ বিবিধ বরণে। বিচিত্র বরিহা ধাতুমণ্ডিত কাঞ্চনে। ৰহুবিধ বহুমূল্য উপায়ন লৈয়া । চলিল সকল গোপ আনন্দিত হৈয়া । যশোদার পুত্র হৈল গোপীগণে শুনি । নানা আভরণে কৈল অঙ্গের সাজনী । মৰীন কুকুমে মুখপঙ্কজে ভূবিয়া । ৰিচিত্র ৰিবিধ ধাতু অঙ্গে নিরমিয়া । ( ১ ) মূলে "ধেনূনাং নিযুতে আছে। ( s ) oftंख्छुक्,-*ब्रथ्” ; स्वच्छन्,*कांफ्रन निर्दृिष्ठ शक्ने कांक्षरम जफिठ ।" দেশগ রাগ । ত্বরিতে চলিলা গোপী চলিতকুণ্ডলা । পৃথ কুচ শ্রোণীভার গমনমন্থরা ॥ বিলোলিত মণিহার কণ্ঠবিভূষণ৷ কেশপাশ গলিত কুমুমবরিষণা। চঞ্চল কুগুল পয়োধর হারশোভা। কঙ্কণকিঙ্কিণী জ্যোতি বিজুলির আভা । পথশোভা করিয়া রমণীগণ চলে । তড়িৎ সঞ্চরে ষেন আকাশমণ্ডলে ॥ উত্তরিয়া গিয়া যদি মন্দের মন্দিরে। শিরে হাথ দিয়া গোপী আশীৰ্ব্বাদ করে। চিরজীবী হও বাপু কুশল কল্যাণ । ধান্ত দূৰ্ব্ব দিয়া শিরে কৈল সম্বিধান (১) । তৈল জল হরিদ্রায় করিয়া সেচন । দধি দুগ্ধ ঘৃত মধু কৈল বরিষণ । কুষ্ণের মহিমা গোপী গায় উচ্চস্বরে। বিবিধ ৰাজন বাজে নন্দের মন্দিরে ॥ কৃষ্ণ আসি নন্দঘরে হৈলা উৎপন্ন। আনন্দে প্রভুর গুণ গায় গোপীগণ ॥ দধি দুগ্ধ ঢালাচালি ননী পেলাপেলি ; আনন্দসাগরে পড়ি ভাসে গোপনারী। নন্দঘোষ মহাবুদ্ধি কোন কৰ্ম্ম করে। পূজিল সকল লোক বস্ত-অলঙ্কারে ॥ নর্ডক গায়ক ভাট নানা গুণিগণে। একে একে সকলে পুজিল জনে জনে ॥ পূঞ্জিল রোহিণী দেবী ভূষণে ভূষিয়া । উৎসব করয়ে দেৰী আনন্দিত হৈয়া ॥ অষ্টৈশ্বৰ্য্য অষ্টসিদ্ধি অষ্ট মহানিধি। গোকুলে মিলিল গিয়া সে দিন অবধি । আপনে আসিয়া যাতে রহে শ্ৰীনিবাস । সাক্ষাৎ লক্ষ্মীর ক্রীড়াভুমি পরকাশ । গোকুলে রক্ষকগণ করি নিয়োজিত। মধুপুরে নন্দ ঘোষ চলিলা তুরিত ॥ কংসের বৎসরকল্প দিব সেই দিনে । মথর চলিলা নন্দ তাহার কারণে ॥ কংসের বৎসর কর করিয়া শোধন। আপনার নিজপুরে করিলা গমন ॥ (४) श्रार्टांख्य,-"भांप्र्ष णहेल अबो* ।