পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেন কালে বসুদেব গেলা নন্দঘরে। বসুদেব দেখি নন্দ উঠিলা সত্বরে ( ) ॥ দুই ভাই সন্তোষে করিয়া কোলাকোলি । আসনে বসিলা দুহে হাতাহাতি করি। রাম-কৃষ্ণ দুই পুত্রে চিত্ত আরোপিয়া। বসুদেব বলে কিছু পরিতি করিয়া ॥ এই মহাভাগ্য ভাই দেখিলু তোমারে। পুত্র জনমিল সিঞ এই বৃদ্ধকালে । পুনরপি জন্ম যেন লভিল আপনে । হেনকালে পুত্রমুখ হৈল দরশনে ॥ সৰন্ধু বান্ধবে তুমি আছ নিরাকুলে । নাহি উৎপাত কিছু তোমার গোকুলে । মহাবনে তৃণ ভলি আছে ভালমতে । নিরস্তুর যাহে থাক গোধন সহিতে ॥ আছয়ে আমার পুত্র কুশল কল্যাণে। তুমি-লব কর তার পোষণ পালনে ॥ ( ১ ) পাঠাস্তর,— "রাজকর দিল নন্দ কংসবিদ্যমানে । বিদায় হইয়া চলে আপন ভবনে । বিবরণ বুঝিয়া বসুদেব মহাভাগ । নন্দের নিকটে গেলা করি অনুরাগ " শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী Jēē পিতা করি তোমারে বলয়ে অণুঙ্কশ । তুমিহ তাহায়ে যেন দেখ পুত্ৰ সম । ধৰ্ম্ম অর্থ কাম সবে এই প্রয়োজন। যাহা দিয়া সন্তোষ করিয়ে বন্ধুজন। বাহা হৈতে বন্ধুগণে না হয়ে পীরিতি। কিবা যশে ধনে কিবা কি ঘর বসতি ॥ নন্দ ঘোষ বলে ভাই শুন মহাশয় । মারিল পাপিষ্ঠ কংস বিস্তর তনয় ॥ একখানি কস্তা যেহে হৈল অবশেষে । অন্তরীক্ষে গেল সেহো অদৃষ্টের বশে । শুভাশুভ মুখদুঃখ অদৃষ্টকারণ। অদৃষ্ট বুঝিয়া স্থির হয় বুধজন ॥ বসুদেব বলে নন্দ শুনহ বচন । বিস্তর কথায় কিছু নাহি প্রয়োজন ॥ রাজার বৎসর-কল্প দিলে একবারে । কি কাজ হেথাতে রঞা ঝাট চল বরে। গোপকুলে উৎপাত হৈব হেন জানি। না কর বিলম্ব নন্দ শুন তত্ত্ববাণী ॥ বসুদেব বচন শুনিএ) গোপগণে । নন্দ আদি করিয়া শকট আরোহণে ॥ বস্বদেব সম্ভাষিয়া করিলা পয়াণ । ভাগবত-আচার্ষ্যের মধুরল গান ॥ " ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং ংহিতায়াং বৈয়ালিকাং দশমঙ্কন্ধে পঞ্চযো২ধ্যায়ঃ e ॥ _ স্বল্প অধ্যায় । ধানশী রাগ । মুনি বলে কহি রাজা শুন সাবধানে। নলঘোষ চলিল চিস্তিতে মনে মনে ॥ বন্ধদেব-বচন অসত্য কছু নয় । কিবা উৎপাত আজি ব্ৰজকুলে হয়। পূতনা পাঠাঞা তথা দিল কংগাস্বরে। উঠিল রাক্ষসী গিয়া নন্দের গো ফুলে। হরিগুণসংকীৰ্ত্তন না হয় যে স্থানে । তথা তথা উৎপাত করে দুষ্টগণে ॥ হেন প্রভু আপনে সাক্ষাৎ যে শ্ৰীহরি। রাক্ষসীর প্রাণে তাথে কি করিতে পারি। পাপিনী পূতন সে যে নানা মায়া জানে । মায়ায় যুবতীবেশ ধরিলা আপনে ॥ কেশপাশ বিনিহিত ফুল্ল মল্পিমালা । পূখুপ্রোণী কুচভর গমন মন্থরা ॥ ক্ষীণ কটিতট পট্টবাসপরিধানা। কুণ্ডলমণ্ডিতগণ্ড মুদিতবচন ॥ ভুরুভদ বিললিত মান মনোহর । বিলোল অলকাবলী কুঞ্চিতকুন্তলা ॥ অলস ৰিলস গতি কমল চলায় । চকিত চপল দিঠ ননাঘরে যায় ॥