পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এইরূপে গোপীগণ করিল রক্ষণ । মাত্র শিশু কোলে করি পিয়াইল স্তন ॥ নন্দ আদি গোপগণ আইল হেনকালে । বিস্ময় পড়িল তারা দেখি কলেবরে ॥ বসুদেব যে কহিল নচিল অন্যথা । মহামুনি বসুদেব জানিল সৰ্ব্বথা । তবে তার কলেবর কুটারে কাটিয়া। দূরে লৈয়া কাঠ দিয়া পেলিল পোড়াম্যা। পুড়িতে সৌরভ গন্ধ দেহের উঠিল। তার গন্ধে সৰ্ব্বলোক বিস্ময পড়িল । স্তনপান কৈল তার প্রভু নারায়ণে । অশেষ পাতক ধ্বংস হৈল তে-কারণে ॥ পূতনা রাক্ষসী সে যে রুধির ভোজনা। ৰাগকঘাতিনী সে যে ঘোরদরশন ॥ মারিবার তরে বিষ ভরি দিল স্তন। মুক্তিপদ হৈল তাব এই সে কার’। শ্রদ্ধা ভক্তি করিয়া যে প্রভু নারায়ণে । প্রিয়বস্ত যে কিছু করয়ে সমর্পণে ॥ তাহার কি ফল হয় কহিতে না পারি। তাহাকে পিয়ায় স্তন যশোদাসুন্দরী। ভক্তজনে করে যাকে হৃদয়ে স্থাপন । ব্ৰহ্মা আদি দেব যার করয়ে বনান ॥ হেন পাদকমলে যাহার অঙ্গ বেড়ি । স্তন পাণ কৈলা প্ৰভু শিশু বেশ ধরি। শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী @ఆ$ কে কহিতে পারে তার ভাগ্যের মহিমা । অজ ভব আদি যার দিতে নারে সীমা। যে খেজুর ক্ষীব পান করেন মুরারি। যে যে গোপী স্তন দিল কৃষ্ণ কোলে করি ॥ প্রভূ যার পীরিতে করিল স্তনপালে। শঙ্কর বিরিঞ্চি যার মহিমা না জানে ॥ পূতনা রক্ষিণী যাতে পায়ে মোক্ষগতি। কহিব তাছার তত্ত্ব কাহার শকতি ॥ অখিল জগৎগুরু মোক্ষপদদাতা । পূর্ণ ব্ৰহ্ম সনাতন সৰ্ব্বলোকপিতা। ব্ৰহ্মাদি-বন্দিত সেই দেবকীনন্দন। পুত্রভাব তাহাকে করিল গোপীগণ । তবে কেন তাছার থাকিব তবতয় । না করিছ রাজা তুমি ইহাতে সংশয়। পূতনা পুড়িয়া নন্দ আদি গোপগণে । গোকুলে আসিয়া জিজ্ঞাসিল লোকস্থানে ॥ গোপগোপী কহিল তাহার বিবরণ। শুনিয়া বিস্ময় ছৈল যত গোপগণ ॥ পুত্ৰ লৈয়া ননঘোষ শিরে দিয়া হাত । চুম্বন করিয়া মুখে কৈল আশীৰ্ব্বাদ । পুতনা মোক্ষণ কথা ভক্তিভােব করি। যে জন শুনয়ে শ্ৰীকৃষ্ণেতে মন ধরি। রতি মতি হয় তার গোবিন্দচরণে। ভাগবত-আচাৰ্য্যের মধুর বচনে। ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং ংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে যঠোইধ্যায়: ৬ । সুপ্রিয় অধ্যTয় | ভাটিয়ালী রাগ। এইরূপে ননাঘরে বাঢ়ে যন্ধুবর । যদি ইৎসা কর তুমিও যোগেশ্বর। গোপগোপী আনঙ্গ বাঢ়য়ে নিরস্তর। কহ হরিচরিত্র শ্রবণমনোহর ॥ অদভূত কথা শুনি রাজা বিষ্ণুরাত। সম্প্রতি গোপাল বাল কহিবে চরিত্র। নিবেদন করে কিছু মুনির সাক্ষাৎ ॥ যাহার শ্রবণে সৰ্ব্বলোক আনন্দিত। যে ৰে অবতারে হরি যে যে রূপ ধরে । রাজার বচন শুনি শুক যোগেশ্বর । শ্রতিক্ষুখ মনোরম যে যে কৰ্ম্ম করে। কৃষ্ণকেলি কথা কহে শ্রবণমঙ্গল । যা শুনিলে মনোগত গ্লানি নাহি রয়। অঙ্গের চালন শিশু কৈলা একদিনে । বিশেষে বৈরাগ্য হয় নিৰ্ম্মল আশয় ॥ কৌতুকে উৎসব তবে কৈল গোপগণে । ভক্তজনে সখ্যতাব ভক্তি নারায়ণে । জনম-নক্ষত্র যোগ আছে সেই দিনে । হেন হরিচরিত্র কহিবে আদি হনে ॥ গোপগোপী আগিয়া মিলিল সেইক্ষণে । 8(?