পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । এক দিন কোন কৰ্ম্ম করে ব্ৰঙে শ্বরী। নানা কৰ্ম্মে দাসীগণে নিয়োজন করি। দধি মন্থে আপনে পুত্রের গুণ গায় । যে যে বালচরিত্র করয়ে যন্ত্রণয় ॥ পট্টপট পরিধান পুথ, কটিতটা। বিনিহিত কনককঙ্কণ মণিছটা । বিগলিত কুচপট সঘনকম্পনা। রজ্জ্ব আকর্ষণ ভুল চলিতকঙ্কণী ॥ শ্রমজলযুত মূখ বিলোল কুণ্ডলা । বিগলিত কবরী মালতীজাতিমালা । দধি মন্থে ব্ৰজেশ্বরী দিয়া বাহুটন। উচ্চস্বরে করেন পুত্রের যশোগান । হেনকালে আসিয়া ছাওয়াল শ্ৰীহরি। দুই হস্ত দিয়া ধরে মন্থনের নড়ি ॥ দও ধরি করে দধি মন্থন নিষেধ । মায়ের আনন্দ বাঢ়ে নাহি কিছু খেদ ॥ কোলেতে করিয়া মাতা পিয়াইল স্তন। মন্দ মধুস্মিত মুখ করে নিরীক্ষণ । বালকের তৃপ্তি না হইতে স্তনপানে । উথলিয়া দুগ্ধ ওখ পড়ে আর স্থানে ॥ ছাওয়াল তেজিয়া দেবী চলিলা তুরিতে । তাহা দেখি ক্ৰোধ হৈল বালকের চিতে ॥ কম্পিত অধরপুট দংশিয়া দশনে । অঙ্গুলি তজ্জন করে ঢুলীয় নয়নে ॥ শিলার পুতলী দিয়া ঘরের ভিতরে। ভাও ভাঙ্গি দধি খায় প্রভু সুরেশ্বরে। ভূমিতে নাম্বাঞা দুগ্ধ যশোদা মুন্দরী। গৃহেতে প্রবেশ গিয়া কৈল ত্বরা করি। দেখিয়া পুত্রের কৰ্ম্ম হাসে নন্দরাণী । এখনি আছিল কোথা গেল যদুমণি ॥ শিকার উপরে আছে সদ্য ননী সর। উদুখলে উঠি হরি পেলায় সকল। চুরি করি ননী খায় বানরে ভুঞ্জায়। তরালে মায়ের দিগে উলটিয়া চায়। চাহিতে বেড়ায় মাতা দেখয়ে ঐহরি। পেলায় দূরেতে সর খাইতে না পারি। নড়ি হস্তে ধরি মাতা ধীরে ধীরে যায়। রঢ় দিয়) হীমুরারি সংরে পলায়। ধেয়্যা গিয়া যায় গোপী ধরিতে না পারে। মারণের ভয়ে হরি পলায় সম্বরে। বেলেtয়ার রাগ । বহু ওষ্ম তপ করি মহা যোগিগণে । চিত্তে প্রবেশিতে যার না পারে চরণে ॥ শ্রীতিগণে রহে যার পথ অন্ত্রসারি। হেন প্ৰভু ধেয়্যা লয়্যা ষায় ব্ৰঞ্জনারী ॥ পাছে পাছে ধায় দেবী মন্থরগমন । কেশপাশ বিগলিত বুচ বিবসনা । ধেয়্যা শিশু ধরে দেবী কথোদুরে যাই । অণখি কচালয়ে কৃষ্ণ মনে ভয় পাই ॥ অপরাধ ভয়ে শিশু করয়ে রোদন । নাহি সরে মুখে বাণী বিহবল লোচন। দুই হাথে ছাওয়ালে ধরিয়া দৃঢ়মনে । যশোদা করিল বহু তর্জন ভৎ সনে । মনে আছে ৰালক পায়ে বা পাছে ডর । পেলিয়া হাথের লড়ি আনিল সম্বর ॥ মনে মনে তবে গোপী কোন যুক্তি করে। দামদড়ি দিয়া আজি বান্ধি বালকেরে। আদি অস্ত নাহি যার নাহি পূৰ্ব্বাপর। জগতের আদি অস্ত বাহ অভ্যস্তর। সেই কৃষ্ণে পুত্র ভাবে মানে গোপনারী। উডুখলে বন্ধ কৈল দিয়া দামদড়ি ॥ অপরাধ করে পুত্র না ধরে বচন । দামদড়ি দিয়া কৈল কাকালে বন্ধন । বান্ধিতে না অাটে দুই অঙ্গুলি সোসর। আর দড়ি দিয়া দেবী জড়ায় সত্বর । তমু দাম টুটে দুই অঙ্গুলি প্রমাণ । আর দাম দিয়া করে বান্ধিতে সন্ধান ॥ সেহ দড়ি টুটিল বান্ধিতে না কুলায় । আর দাম দিয়া রাণী সে দাম জড়ায় ॥ বিস্ময় হইয়া দেবী করয়ে বন্ধন। বিস্ময় পড়িয়া রহে যত গোপীগণ ॥ শ্ৰমজলে তিতিল সকল কলেবর । খসিল বসন বেশ খসি কবর। দেখিয়া মায়ের শ্রম প্রভু কৃপাময়। আপনার বন্ধন তাপনে প্রভূ লয়। এ বোল বুঝিয়া কর পুত্রের সংস্কার। তবে গর্গমুনি বলে উত্তর তাহার। আমিহ আপনে যদুকুলপুরোহিত । সৰ্ব্বত্র বিখ্যাত আমি জগতে বিদিত । আমি যদি তব পুত্রে করি নাম কৰ্ম্ম । দূষিব পাপিষ্ঠ কংস না জানিঞা মৰ্ম্ম ।