পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণে পড়ে ক্ষণে উঠে ক্ষণে দুহে ধায় । দেখিয়া রমণীগণ হালি গড়ি যায় ॥ বড় বড় মহিষ বৃষের শৃঙ্গ ধরে । বনের ভিতরে যায় জলে দিয়া পড়ে ॥ ১ প ধরিবারে যায় জলস্ত আগুনি । তখন রাখিতে নারে দুহার জননী । চঞ্চল চপল বেশ মধুর মুরতি । রাখিতে না পারে মায়ে করিয়া শকতি ॥ নিজ গৃহকৰ্ম্ম ওথা না পায় করিতে। মনে দুঃখ ভয় পায় না পারে রাখিতে ॥ কথোদিন বই হরি ব্রজশিশু সঙ্গে । করয়ে বিবিধ কেলি আনন্দ তরঙ্গে ॥ নানা মনোহর লীলা করে যদুরায়। গোপকুলে গোপগোপীর আননা বাঢ়ায় ॥ কৃষ্ণের চঞ্চল লীলা দেখি গোপীগণে । যশোদার ঠাঞি গিয়া কৈল নিবেদনে ॥ শুনহ যশোদারাণি পুত্রের বেভার । আউলায়্য পেলে দধি দুগ্ধের পসার। বাছুর খসারা শিশু তখনে পলায়। ক্রোধ করি যাই যদি হাসি দূরে যায়। ঘরে ঘরে দধি দুগ্ধ চুরি করি খায় । হাতে না পাইলে তৰে করয়ে উপায়। খাইতে না পারে যদি বানরে ভূপ্রায়। নহে বা দধির ভাও ভাঙ্গিয়া পেলায় ॥ যদি বা না পায় কিছু করে অহঙ্কার। পুড়িঞা পেলিমু আজি এ ঘর দুয়ার ॥ শুতিয়া থাকয়ে শিশু তারে গিয়া মারে। দধি লাগ না পাইলে তার বুদ্ধি করে। পিণ্ডার উপরে লঞ ওখলি তুলিয়া । সব দধি দুগ্ধ পেলে তাহাতে উঠিয়া । শূন্য ঘট উপরে দধি ঘট ধরি। শি তে তুলিয়া যদি রাখি উচ্চ করি। যে ঘটে গোরস থাকে তার তত্ত্ব জানে ॥ ছিদ্র করি দধি দুগ্ধ পেলায়ে তখনে ॥ অন্ধকার ঘরে জলে গাত্রের রতন । ভাজিয়া পেলায় দধি দুগ্ধের ভাজন ॥ যদি ৰল তুমি সৰ থাকিহ দুয়ারে । ঘরে গিয়া শিশু যেন প্রবেশ না করে। গৃহকৰ্ম্মে আমি সব থাকিয়ে যখন । তখন লে যায় শিশু বুঝিয়। কেমন । ক্রীকৃষ্ণ-প্ৰেমতরজিণী g\ga লেপিয়া পুছিয়া করি স্থান পরিষ্কার। দেবযজ্ঞ পিতৃপূজা ব্ৰত করিবার ॥ তাহার উপরে গিয়া মল মুত্র ছাড়ে । আছেত এখন তাল রাও নাহি কাড়ে ॥ হেঁট মাথে রহে কৃষ্ণ সভয় নয়নে । ব্ৰজনারী কহে কথা রাণী বিদ্যমানে ॥ আড় আঁখি করি চাহে শ্ৰীমুখ নেহালি । পাছে আর ক্রোধ জানি করে বনমালী । শুনিএর পুত্রের কথা হালে নন্দরাণী । ভাল মন্দ কিছু না বুলিল একবাণী ॥ নানা লীলা করি হরি পরিতি হিয়ায় । ব্ৰজপুরে গোপপোপীর আনন্দ বাঢ়ায় ॥ একদিন রাম, ষ ব্রজশিশু সঙ্গে । বহুবিধ বালকেলি করে নানা রঙ্গে । যশোদা গোচরে গিয়া বালকে কহিল । তোমার ছাওয়াল আজি মৃত্তিকা ভক্ষিল । ধায়্য। গিয়া ছাওয়ালে ধরিল নন্দরাণী । তৎসিয়া বোলয়ে কিছু হিত হেন বাণী ॥ কেন বাপু মৃত্তিক ভক্ষিলে আগেয়ান । ভকতবৎসল আমি ভকত অধীন। ভকতে আমাতে কিছু নহি হয তিন ॥ আমায় মায়াতে বন্দী এ তিন ভূবন । ভক্তের ইৎসাতে লই আপন বন্ধন। আপনে ভক্তের বশ জগতে বুঝায়। ব্ৰহ্মা তব আদি যার অস্ত নাহি পায় ॥ এরূপ প্রসাদ নাহি লতে প্রজাপতি । হয়ে নাহি লভে যাহা লক্ষ্মী গুণবতী ॥ হেনরূপ প্রসাদ লভিল গোপনারী । কে আর বান্ধিতে পারে দিয়া দামদড়ি ॥ সেইরূপে বন্ধনে রছিলা যদুমণি । গৃহকৰ্ম্মে রহে গিয়া নন্দের গৃহিণী ॥ দুই বৃক্ষ দেখে হরি পর্বত-আকার । যমল অর্জুন নাম কুবেরকুমার ॥ মণিগ্রীব নাম আর এ নলকুবর। জগৎবিখ্যাত তারা দুই সহোদর। নারদের শাপে আছে বৃক্ষরূপ ধরি। সম্মুখে দেখিল তারে প্রভু নরহরি। কৃষ্ণকথা শুন ভাই কৃষ্ণে ধর আশা । ভাগবত-আ র্য্যের মধুরস-ভাষা। ইতি শ্ৰীভাগৰতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে নবমোহুধায়ঃ ৯ ।