পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেইহেতু শ্রীকৃষ্ণের কোমল আকারে। ৰঙ্গ-মৰ্ম্ম-ভেদী কত করিল প্রহারে । বারবার আমার বারণ নাছি মানি । শ্রীমূৰ্ত্তিতে তাহ সহিলেন চক্রপাণি ॥ সে-প্রহার-সহ-চিন্তা-দুঃখ শেলপ্রায়। অভাপি হৃদয় হইতে নাহি বাহিরায় ॥ অতএব ওহে ব্ৰহ্ম | কহিতেছি সারে । জন্সিবেক আমাদের মুখ কি-প্রকারে ? ॥ যদি কছ—তোমাদের প্রতি কৃপা করি। সছিলেন সেই সব প্রহার শ্রীহরি ॥ তাহার উত্তর কহি—শুন মহাশয় । নিজ প্রিয়জনের যে কৰ্ম্মে দুঃখ হয়। তাহা আচরণ নহে প্রতের কারণ। প্রতি রহু, নহে কছু কৃপার লক্ষণ । ভীষ্ম-দ্ৰোণাদি-হনন-হইতে-নিবৃত্ত। আমারে কেবল তাহে করিতে প্ৰবৰ্ত্ত ॥ মহাজ্ঞানিশ্রেষ্ঠ কৃষ্ণ—মহিমা অশেষ । ৰৎকিঞ্চিং করিল। আমারে উপদেশ ॥ শুষ্কল্পানী মুক্তিবাঞ্ছাকারী যতজনে । স্বখ হয় তার যথাশ্ৰুতার্থ-শ্রবণে ॥ ভক্তিমাহাত্ম্য জীবন আমাদের হয় । মহাদুঃখকর তাহা—জানিহ নিশ্চয় ॥ তাৎপৰ্য্যার্থবিচারে যদ্যপি—ভক্তিপর। তথাপি না হয় সে কিঞ্চিৎ সুখকর ॥ ৰরং শ্রীকৃষ্ণের তাহ-দ্বারায় বঞ্চনা। বোধ হয় নিশ্চিত,—করিলে বিচারণা ৷ সদা-শুদ্ধ-নিরুপাধি-কুপার-আকরে। সত্যপ্রতিজ্ঞ সৰ্ব্বথা সাধু-মিত্রবরে ॥ সেই মহাপ্রভু কৃষ্ণচঞ্জেতে আমার । • দৃঢ়তর বিশ্বাস আছয়ে অনিবার। সাক্ষাৎ সংপ্রাপ্ত মহা-মনোহরাকার । পরব্রহ্ম শ্রীপতি শ্রীদৈবকীকুমার ॥ তাহা হৈতে মম প্রিয় নাহি ত্রিভুবনে । তাদৃশোপদেশ তার মাত্র প্রতারণে । শ্রীনকুল সহদেব কহেন তখন— ৰিপত্তিসমূহে যেই ধৈর্য্য-আচরণ ॥ শক্রবর্ণনাশ, অশ্বমেধযজ্ঞ পূর্ণ । সম্পন্ন করিলা যেই কৃষ্ণচজ তুর্ণ। ৰশোরাজ্য-পুণ্য-আদি দুলভ সবার। করিলেন কৃষ্ণ আমাদের যে বিস্তার ॥ লে সকল কৃষ্ণকৃপা-আমরা না মানি । ওহে ভগবান শ্রীনারদ। শুন বাণী— । শ্ৰীবৃহদ্ভাগবতামৃত Jot কিন্তু মহাষজ্ঞোৎসব অনেক সম্পন্ন । করিয়া শ্ৰীকৃষ্ণচজ আপনি নিম্পয় ॥ অগ্রপূজা স্বীকার করিলা মহাশয় । তাহে হর্ষ আছি মোরা—কৃপা সেই হয়। করিলেন উপেক্ষা শ্রীকৃষ্ণ এইক্ষণে । তাহে স্বদুঃখিত,—প্রাণ বাচিবে কেমনে । আমাদের গৃহপূজা করিয়া স্বীকার। মহোৎসব সম্পন্ন থাকুক দূরে তার ॥ অত্যন্ত দুর্ঘট তার হইল দর্শন। অতএব কিলে আর বাচিবে জীবন ॥ তাহাদের বাক্য সব করিয়া শ্রবণ । দ্রৌপদী শোকেতে হৈলা বিমোহিত-মন ৷ আপনারে স্থির করি কৃষ্ণা কতক্ষণে । কান্দিতেকান্দিতে কহে গদগদ বচনে— ॥ শ্ৰীকৃষ্ণ আমার প্রাণসখা সৰ্ব্বক্ষণ । করিবেন নানামত লজ্জা-নিবারণ ॥ দুৰ্য্যোধন-দুঃশাসন আদি দুষ্টগণে । মারি অনুগ্রহ করিবেন প্রকাশনে ॥ এই মতি ছিল সদা, এক্ষণে আমার । পিতা ভ্রাতা পুত্র বহু হইল সংহার। কৃষ্ণেচ্ছানুসারে আর সিদ্ধি নিজাভীষ্ট। ইহা ভাবি তাহে শোক না করি গরিষ্ঠ ॥ হতবন্ধুজন আমি—আমার সাম্বনে। পাশ্বে বলি কৃষ্ণ কৈলা স্বযুক্তি-বচনে ॥ সেই ঈষৎ-হাস্যযুক্ত বাক্যামৃতগণ । মনোহর মধুর সুপেয় সৰ্ব্বক্ষণ ॥ সে থাকুক দূরে, মম দৌভাগ্য-কারণ। পূৰ্ব্বমত না করেন কৃষ্ণ আগমন ॥ অতএব মুনিবর ! কিবা দয়া তার। মানিব, আপনি দেখ করিয়া বিচার ॥ ততঃপরে কুন্তী অতিশোকেতে পীড়িত । শ্রীকৃষ্ণ-দৰ্শন-প্ৰাণ-জীবন নিশ্চিতা ॥ শ্রীকৃষ্ণের কৃপা আর অকৃপা স্মরণ । করি, কান্দি সকরুণ কহেন বচন— ॥ অন্যথা সপুত্র আমি—মোর বারবার। আপদগণ হৈতে শীঘ্ৰ করিলা উদ্ধার। দৈবকী-মাতা হইতে কৃপা সবিশেষ । কৃষ্ণের আমাতে অস্ত্রমিলাম অশেষ ॥ আপনার অন্তেরংগৃহেতে এইক্ষণ । সৰ্ব্বদিগে হতবন্ধু যত নারীগণ ॥ করে মহারোদন—লে করিয়া শ্রবণ । ব্যাকুলিত নিরস্তর আছে মম মন ॥