পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সকল ইঞ্জিয়গণ টুটে দিনে দিনে । হিংসা হেন নাম গৰ্ব্ব নাছি তার মনে ॥ দরিদ্র জনের হয় সাধু সমাগম। সাধু সঙ্গে অশেষ বাসনা বিমোচন। তবে তার সেই হৈতে খণ্ডে ভববন্ধ । এই দেহে হয় মুক্তিপদ মুখানন্দ ॥ ভকত না চাহে ধন গৰ্ব্বিত আহার ॥ চাহে মাত্র সাধুসঙ্গে হরিকথা সার ॥ জানে ধমগৰ্ব্ব হিংসা আহার শৃঙ্গার । কুপণ্ডিত সঙ্গে ব্যর্থ কাল যায় যার ॥ তিন পুত্র কলত্রে উপেক্ষা যে করয়। ধনিন করিয়া তার কি অপেক্ষা হয় ॥ কুবেরকুমার হৈয়া শিবের কিঙ্কর বারুণী মদিয়া পান করে নিরস্তুর ॥ আপনাকে না জানে আপনে বিবসন । শ্ৰীমদেতে এত বড় হয় মতিভ্ৰম। এত বড় গৰ্ব্ব যেন দেখিলু দুহার । বৃক্ষ হৈয়া ইহারা রহুক চিরকাল ॥ দেবমানে এক শত বৎসর অস্তরে । কৃষ্ণ সঙ্গ হৈব এই বৃক্ষকলেবরে । মোর অনুগ্রহ প্রভূ অবশ্য করিব। বাললীলা করি দুই বৃক্ষ উদ্ধারিব । তবে দিব্যকলেবর হৈব দুই জনে । ভকতি লভিব দেবদেব নারায়ণে ॥ এতেক বচন কহি ব্ৰহ্মার নন্দন । বদরিকাশ্রম তীর্থে কৈলা আগমন । ঐনলকুবর মণিগ্রীৰ দুই জনে। যমল অর্জুন বৃক্ষ হৈল সেই হনে ॥ তকত প্রধান মুনি ব্রহ্মার কুমার। গোপাল পালিল বাক্য সত্য করি তার ; ধীরে ধীরে গেলা দুই বৃক্ষসন্নিধানে । উন্মুখল টানি প্রভু কটির বন্ধনে । বৃক্ষমাঝে পরবেশ কৈলা বনমালী । লাগিল পথালি হয়্যা গাছেত উখলী। কিঞ্চিৎ লাগিল মাত্র উখলী ঠেকলে। দুই বৃক্ষ উফড়িল সমূল বন্ধনে ॥ মহাকাপ উপজিল শবদ প্রচণ্ড । ভূমিতে পড়িয়া বৃক্ষ হৈল খণ্ড খণ্ড ॥ দুই বৃক্ষ হৈতে দুই পুরুষ প্রধান। উঠিল সাক্ষাতে যেন আগুনি সমান। দশ দিগ প্রকাশিল নিজ অজতেজে । কলাপ-নিন্দত রূপ মহা সিন্ধরাজে । ● ঐীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিলী অখিলভূবনপতি দেখিয়া শ্ৰীহরি । দওবৎ পরণাম কৈলা ভুৰে পড়ি। প্রণতকদ্ধর শিরে যুড়ি দুই কর। ভতি করে দুই মহাপুরুষ প্রবর ॥ কৃষ্ণ কৃষ্ণ মহাযোগি পুরুষ পুরাণ । পরিপূর্ণ ব্ৰহ্ম তুমি প্ৰভু ভগবান ॥ আপনে আচ্ছাদ তুমি আপন মহিমা । গৃঢ় অবতার কর বিবিধ ভঙ্গিমা ॥ এইরূপে কত কত কর অবতার। অতুল বিক্রম বীৰ্য্য করছ প্রচার। সম্প্রতি করিবে সাধুজন পরিত্রাণ । অবতার কৈলে তুমি পূর্ণ ভগবান । নমো নমো নারায়ণ পরম কল্যাণ । নমো বাসুদেব বিশ্ব মঙ্গলনিধান ॥ অবধান কর যদি প্ৰভু নারায়ণ । তোমার নিকটে কিছু করি নিবেদন । দেবঋষি নারদ তোমার অনুচর। আমি দুই তাই হই তাহার কিঙ্কর। র্তার অন্থগ্রহে তোমা সনে দরশন। বিলি সাধুকুপায় না হয় বিমোচন ॥ বাণী গুণকথা কহে সতত তোমার । গুণকথা বিনে শ্রীতি না শুনিব আর ॥ নিরবধি কৰ্ম্ম যেন করে দুই কর । মন যেন তোমারে স্মঙরে নিরস্তয় ॥ শিরে পরণাম করু অভয় চরণে । দুই নেত্র রহে যেন সাধু দরশনে । সাধুজন কেবল তোমার কলেবর । ভকত হৃদয়ে তুমি থাক নিরন্তর ॥ এইরূপ স্তুতি কৈল দুই সহোদরে। হাসিয়া উত্তর দিলা গোকুল ঈশ্বরে । পূৰ্ণব্ৰহ্ম ভগবান ওখলী বন্ধনে । সত্তোষিলা তা-সভারে মধুর ৰচনে ॥ পূৰ্ব্বেই জানিয়া আমি সব ৰিৰরণ। শাপিলা নারদ মুনি যাহার কারণ। অনুগ্রহ করি মুনি শাপিলা তোমারে। ধনষদ ধ্বংস করি কৈল প্রতিকারে । সাধুজন সমচিত্ত হরিপরায়ণ । আমা দরশনে তার না রহে বন্ধন ॥ সূৰ্য্য দরশনে যেন আখির প্রকাশ । সেইরূপ হয় তার ভববন্ধ নাশ ॥ চল দুই ভাই তুমি আপন বসতি । আমাতে লভিবে ভূমি একান্ত ভকতি।