পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীমদ্ভাগবত ۹8 (ع বানরের পুচ্ছ ধরি কেহ টানাটানি করি বানরে টানিয়া তুলে গাছে । বানর আকৃতি ধরে লে রূপ ক্রকুট করে * লম্বে লম্বে যায় তার পাছে । বেজের আকার ধরি ৰায় নদীজলোপরি শবদ করয়ে উচ্চ করি। তার প্রতিধ্বনি শুনি বলে শিশু নানা বাণী ধর মার বলি দেই গারি। জন্ম কোটি কোটি ধরি নানা পুণ্যপুঞ্জ করি কৃষ্ণ লয়্যা খেলে শিশুগণে । দেখে ব্ৰহ্মজ্ঞানী সব ব্ৰহ্মা সুখ অনুভব সাক্ষাত যাহার দরশনে ॥ ভক্তগণ প্রেমমুখে ইষ্টদেব গুরুরূপে সাক্ষাৎ দেখিয়া মুক্তিমান। মায়াশ্রিত নরলোকে কেবল মানুষরূপে দেখে হরি আনন-বিধান ॥ লক্ষ কোটি জন্ম ধরি চিত্ত নিরোধন করি তপ যোগ সমাধি করিয়া । ষার পদধুলিকণে না লভে যোগেন্দ্রগণে খেলে শিশু হেন কৃষ্ণ লঞা ॥ কি ভাগ্য বর্ণিব তার কৃষ্ণ হেন সখা যার ধষ্ঠ ব্ৰজবাসী গোপগণ । এইৰূপে শিশু মেলে বিবিধু কৌতুক করে দৈত্য অালি দিল দরশন। তার নাম অঘাস্বর মহাদুষ্ট ঘোরতর কৃষ্ণলীলা দেখিতে না পারে । স্বরগণ স্বরপুরে চমকিত যার ডরে নিরস্তর ছিদ্র অনুসারে । কংসের আদেশ পায়্যা অঘাস্বর আইল ধার্য আজি কৃষ্ণ বধিমু লগণে। পুতনা ভগিনী মোর জ্যেষ্ঠ ভাই বকাস্বর এই কৃষ্ণ মারিল আপনে ॥ ভাই ভগিনীর ধার সুধিবার পরকার বৎস শিশু করি তৃণ জল । তর্পণ করিছু যদি সাধিস্থ সকল সিদ্ধি ব্ৰজবাসী মারিৰ সকল । পুত্ৰগত প্রাণ স্বার পুত্রে দেহ মন তার পুত্র বিনে না রছে জীবন। বৎস শিশুসহ হরি যদি মারিৰারে পারি তবে তথা ৰৈল গোপগণ । এই মনে যুক্তি করি সৰ্পকলেবর ধরি যোজনের দীঘল বিস্তার। প্রহরের পথ যুড়ি পড়িল মুখান মেলি যেন মহাপর্বত আকার ; বৎস বালকের সহে কৃষ্ণ গিলিবারে চাহে এই আশা দুইমতি ধরে । এক ওষ্ঠ ক্ষিতি পরে আর ওষ্ঠ অম্বরে গিরিগুহা মুখের ভিতরে। বিকট দশন-পাতি পৰ্ব্বত-আকার তাতি উদর ভিতরে অন্ধকার। জিহবা গোটা পথে মেলে ঘন ঘন শ্বাস ছাড়ে যেন খর পবন সঞ্চার ॥ দেখি গোপশিশুগণে অপরূপ বৃন্দাবনে দৃষ্টান্ত করিয়া কথা কহে । কহু দেখি মিত্রগণ গিলিবারে করে মন কিবা এক মহাপ্রাণী রহে ॥ মেঘ খান দেখি যেন রবি জলে রাজা হেন ভিতরে দেখিএ অন্ধকার । খরুতর বহে বাত যেন ঘন শ্বাসপাত দেখি বেন জন্তু দুরাচার ॥ বদি আমি সৰ মেলি ভিতরে প্রবেশ করি তবে যদি করয়ে গরাল । তযু ভয় না করিব এই পথ দিয়া যাব বকবৎ ইহ হৈব নাশ । এতেক বচন বুলি দিয়া দৃঢ় করতালি ছালি কৃষ্ণমুখ নিরখিয়া । নিজ বৎসগণ লয়্যা প্রবেশ করিল গিয়া কেহ ন বুঝিল তার মায়া ॥ না জালিয়া শিশুগণে সত্য কৈল মিথ্যাভাণে চিস্তে প্ৰভু এই মনে মনে । বৎস শিশু না মরিব দৈত্যের সংস্থায় হৈব হেন বুদ্ধি করিব এখনে ॥ অঘাসুর মহাবলী কৃষ্ণের ৰিঙ্গৰ করি না গিলিল কবিয়া সন্ধ্যান । কৃষ্ণে পরবেশ কৈলে উদর ভিতরে গেলে তবে সে চাপিব মুখখান । সকল-অভয়দাতা অখিল ভুৱন-পিতা মনে মনে ভাবিল৷ শ্ৰীহরি। দৈত্যের হরিব প্রাণ, বালকের পরিত্রাণ দুই কৰ্ম্ম কোন বুদ্ধে করে। অশেষ করুণাসিন্ধু অখিল জগৎবন্ধু দৈত্যমুখে করিলা প্রবেশ । রছিয়া মেঘের আড়ে দেৰগণ চাছে ডয়ে করে হাছা শবদ বিশেষ।