পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রয়োড়শ জণ্ডTTয় | তুড়ি রাগ । সাধু সাধু মহাভাগ ধন্ত নরেশ্বর । নিয়মলমতি তুমি ভকতশেখর। নিরবধি • রিকথা শুন সাবধানে । তমু নব নব তুমি কর অমুক্ষণে ॥ শীওজন যেবা হয় চিত্তে ধরে সার । শ্রীতি বাণী চিত্ত হরিপদ গত যার ॥ কৃষ্ণ কথা নব নব করে অস্ত্রক্ষণে । স্ত্রীর কথা শুনে যেন স্ত্রীজিত জনে ॥ গুছ কথা কহি রাজা শুন সাবহিতে । প্রিয় শিষ্যে গুহ কথা না করি গোপতে । কহিব পরম গুহ শুন সাবধানে । অপরূপ নাট্যলীলা কৈলা নারায়ণে ॥ অঘাসুর মুখ হৈতে বৎস শিশুগণ । বাহির করিয়া আনি নন্দের নন্দন ॥ যমুনা-পুলিন-বনে নিল সেইক্ষণে । হালি কি বলে তবে মধুর বচনে । দেখ-দেখ ভাই সব রম্য নদীতীর। কোমল বালুকতট নিরমল নীর ॥ প্রফুল্ল কমন্সগন্ধ ভ্রমর ঝঙ্কার । জলচর কোলাহল শবদ সঞ্চার ॥ ধ্বনি পতিধ্বনি বিলসিত ক্রমজাল । এখা রছি আমি-সব করিব বিহার ॥ বেলি দুই প্রহর ভোজন করি আগে। পাছে খেলাইব খেলা হেন মনে লাগে ॥ জল পিয়া বৎসগণ চরুক সস্তোবে । আমি-সব ভোজন করিব হাস্যরসে ॥ কৃষ্ণের বচন শুনি গোপশিশুগণে । জল পান করিয়া বাছুর দিল বনে ॥ শিক্য মুকুলীয়া ( ১ ) শিশু বসিলা ভুঞ্জিতে । মাঝে কৃষ্ণ বসিলা বালক চারিতিতে ॥ চৌদিগে বালকগণে রচিল মণ্ডল । বিকলিত মুখপদ্ম নয়নকমল । বিবিধ মণ্ডল জাল করিয়া রচন । সম্মুখে শ্ৰীমুখ দেখে সব শিশুগণ ॥ টেদিগে কমল দল মাঝে কণিকাৰ । সেইরূপে শোভে ব্রজ শিশু পাটোয়ার ॥ ( ১ ) পাঠাস্তুর,—“খলাইএণ" কেহ পুষ্প দিল কেহ পল্লব অঙ্কুর । কেহ শিল গাছছাল আনে ফল মুল ॥ কেহ শিক্য মেলিয়া ভোজন পাত্র করে । ভোজন করিয়া শিশু আনন্দে বিহরে ॥ আপন আপন পাত্র সভেই প্রশংসে । কেহ কার পাত্ৰ দেখি করে উপহাসে ॥ কেহ হাসে তারে কেহ হাসিয়া হাসায় । কেহ কারো মুখ চাহি অঙ্গুলি দেখায় ॥ জঠর পটেতে বেণু শিঙ্গা বেত্র কাথে । বাম হস্তে কোমল কবল ধরি রাখে ॥ অঙ্গুলির মাঝে মাঝে রাখযে ব্যঞ্জন। মাঝে ননমুত রি পাশে শিশুগণ ॥ হাস্ত পরিহাসে প্রভু বালকে হাসায়। আকাশমণ্ডলে থাকি মুরগণে চtয় । সৰ্ব্বযজ্ঞভোজী প্রভু করয়ে তোজন । বালকেলি করে যজ্ঞপতি নারায়ণ ॥ এইরূপে ভো - ল করয়ে শিশুগণে । তৃণলোভে বৎসগণ গেল দূর বনে ॥ তরাসিল শিশুগণ বৎস না দেখিয়া । নিবারিয়া রাখে হরি আশ্বাস করিয়া ॥ তুমি-সব ভোজন না ছাড় মিত্ৰগণে । বাছুর আনিঞা আমি দিব এইক্ষণে ॥ এতেক বচন বুলি প্রভু দামোদর । বাম হস্তে সেইরূপে লইল কবল । গিরি গুহা নিকুঞ্জ তিমির ঘোর বনে । বাছুর চাহিয়া প্ৰভু বেড়ায় আপনে ॥ এক ব্ৰহ্মাণ্ডের ব্ৰহ্মা হেন অবসরে । আসিয়া মিলিল শিশুলীলা দেখিবারে । আপনে ঈশ্বর ছয়্যা ধরে শিশুবেশ । নানা অদভূত লীলা করে হৃষীকেশ ॥ তার কিছু অপরূপ দেখিব মহিমা । কোনরূপে করে কৃষ্ণ কেমন ভঙ্গিম ৷ এদিগে বালক হরি ওদিগে বাছুর। অন্তরীক্ষে লঞা ব্ৰহ্মা গেলা নিজপুর ॥ বে ব্ৰহ্মা অঘামুর মোক্ষণ দেখিয়া । পরম বিস্ময় পাইলা আকাশে থাকিস্থা ॥