পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বে কৃপা সবিশেষ যে ছিল প্রকাশনে । মনেতেও স্থান নাহি পায় এইক্ষণে অতএব শ্রীকৃষ্ণের দর্শন-রহিত । সম্পদ সকল আমি তাজিয়া নিশ্চিত । মাগিলাম কৃষ্ণস্থানে আপদ—পূৰ্ব্বেতে । তাহার দর্শন পাই যে-সব-দ্বারেতে ॥ তথাহি (ভা: ১ । ৮ ॥২৫ )— বিপদ; সন্তু তাঃ শশ্বত্তন্ত্র জগদগুরো । ভবতো দর্শনং ষৎ স্তাদপুনর্ভবদর্শনম্। • । ওহে জগতের গুরু যাদব ঈশ্বর 1 । সেই সব ৰিপদ হউক নিরস্তর ॥ পুনর্ভব’—শব্দে সংসারের দুঃখ কয়। তাহার দর্শন যাহা হৈতে নাহি হয় । অথবা “অপুনত ব’-শব্দে মোক্ষ কন। লে মুখ তুচ্ছতা করি যে করে জ্ঞাপন ॥ কিম্বা পুনভ’ব’—পুনৰ্ব্বার সে সম্ভব । না হয় সাদৃশু যার অতুল্য-প্রভৰ ॥ যে আপদগণ হৈতে এমত দর্শন । তোমার পাইয়ে প্ৰভু দেব জনাৰ্দ্দন! ॥ পূৰ্ব্বে করিলাম এইপ্রকার প্রার্থন। ঘটিল এক্ষণে দেখ অতি দুঃখগণ ॥ সংপ্রতিক নিষ্কণ্টক রাজ্যপদ দিয়া ॥ পাওবে জানিয়া মুখী—শ্ৰীকৃষ্ণ ত্যজিয়া । দ্বারকানগরে করিলেন অবস্থিতি । এই ত কারণে তার আগমন প্রতি ॥ অপগত হৈল আশা, ইবে মানি আর । আপন মরণ শীঘ্ৰ—অনুগ্রহ তার ॥ “কৃষ্ণ বন্ধুবৎসল হয়েন—লদা এই ৷ আশাৰূপ স্বত্র অবলম্ব করি যেই ॥ গাঢ়-সম্বন্ধ-বিচারে যদুগণ তাহা । ছেদন করিল, কি কহিব মুনি হাহা ॥ কৃষ্ণের পরম প্রিয়বর্গমূখ্য হন। নিরুপম-প্রেমসিন্ধু মগ্ন যদুগণ ॥ তেকারণে শীঘ্র তাহাদের সন্নিধান । করহ আপনি মুনি । তথায় প্রস্থান ॥ তাঙ্কাদের অতুল মহিমা সে আপনে। জানেন, আমরা কিবা করিব বর্ণনে ॥ পরীক্ষিত মহারাজ কহে—শুন মাতা 1। কৃষ্ণভাগিনেয়বধু—সৌভাগ্য-বিখ্যাত৷ শীঘ্রতর মুনিবর উঠি ততঃক্ষণ । শ্ৰীযুক্ত দ্বারকাপুরে করিলা গমন ॥ ঐীমদ্ভাগবত পুনঃপুন করি দণ্ডপ্রণাম-নিকর। পুরমধ্যে প্রবেশ করিলা মুনিবর ॥ সৌভাগ্যবিশিষ্ট যদুপুঙ্গবসকল। অনিৰ্বাচ্যগণে দেখি মানিলা সকল । স্বধৰ্ম্ম-নামক দেবসভা শ্ৰীযুক্তেতে । বলিয়া আছে জ্যেষ্ঠ-কনিষ্ঠাদির ক্রমেতে । সুখেতে শ্ৰীযাদব সকল হর্ষাম্বিত । নিজ-সৌন্দৰ্য্য-ভূষণে যুক্ত অপ্রমিত। স্বৰ্গবভী আর শ্রীবৈকুণ্ঠবত্তী যত । রাগ নৃত্য সংগীত কৌশল বহু-মত ॥ তাহার পরমোৎসবে নিত্য সেব্যমান । পারিজাতপুষ্পের মালাতে সুশোভন ॥ বন্দিগণ সম্মুখেতে যোড় করি কর । বিচিত্র-উক্তিতে স্তব করে নিরস্তর ॥ পরস্পর ৰিচিত্র নৰ্ম্মোক্তি-কেলি-স্বারে । হাস-পরিহাস-হর্ষে নানান-প্রকারে ॥ নিজতেজে স্বৰ্য্যতেজ করে আচ্ছাদন। অত্যন্ত মাধুরীময় লোক-আহ্নাদন ॥ নালাবিধ মহাদিব্য ভূষণে ভূষিত । বৃদ্ধগণে ভক্তিবলে যৌবনে পূজিত । শ্ৰীকৃষ্ণ-বদনচন্দ্র-ক্ষরিত অমৃত। নিরস্তর পান করি তৃপ্ত অধিকত ॥ উগ্রসেন মহারাজ বসি সিংহাসনে । র্তাহারে বেঢ়িয়া শোভিয়াছে যদুগণে । আদরেতে শ্রীকৃষ্ণদেবের আগমন । সবে আছে প্রতীক্ষা করিয়া ব্যগ্ৰ-মন ৷ শ্রীকৃষ্ণস্তঃপুরপথ করিয়া ঈক্ষণ । অত্যন্ত স্বব্যগ্রতর মানস-লোচন ॥ কৃষ্ণকথা-কথনে আসক্ত যদুগণ । দেখিলা নারদ কোটিকোটি অগণন ॥ দ্বারপালমুখে শুনি মুনি-আগমন । সন্ত্রমে আকুল ধাইলেন যদুগণ ॥ দও প্ৰণামে আসক্ত ছিল মুনিবর। বলে উঠাইলা তারে ধরি দুই-কর ॥ লইয়া গেলেন সভামধ্যেতে তখন । বসিবার হেতু দিলা মহাদিব্যাসন । তাহে না বসিয়া মুনি বসিলা ভূমিতে । যদুগণ বসিলেন তার চতুভিতে ॥ যদুগণ পূজাদ্রব্য কৈলা আনয়ন। তাহে নমস্করি মুনি ভক্তিযুক্ত-মন ৷ অঞ্জলি বান্ধিয়া মুনি উঠিয়া ত্বরায় । বিনয়যুক্তেতে পুনঃপুন কহে তায়—