পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমত্তরঙ্গিণী হেন আত্মা দান আমি করিব তাছারে । গৃহবাসী গোপগণ কিবা ভক্তি করে। হেন যদি বল নাথ করি নিবেদন । ভকত জনের নাহি সংলার-বন্ধন । তাৰৎ রাগাদি চোর করে অপহার। তাবৎ বসতি ঘর বন্ধন-আগার। চরণে নিগড় মোহ তাবৎ তাহার। যাবৎ না হয়্য। থাকে সেবক তোমার। সকল তোমার পায় নিয়োজন করে। কাম ক্রোধ লোভ মোহ ভক্তিরসে ধরে ॥ সেই কাম রাগ তার করয়ে নিস্তার। অন্তের কেবল সেই নরক দুয়ার ॥ যোগী হৈতে প্রধান তোমার ভক্তজন । সৰ্ব্ব সমর্পণ করি করয়ে ভজন ॥ কেবল নিগুণ তুমি উপাধি রহিত। তথাপি প্রকট কর মাছুষ-চরিত। প্রপন্ন জনের বঢ়াইলে প্রেমানন্দ । নানাভাবে কর নানা লীলা অম্বুবন্ধ । যে তোমারে জানে বলে জামুক সে জনে । মোর কোন পেয়োজন বিস্তর কখনে ॥ মোর তছু মন বচনের শক্তিবল । সকল প্রভুর দুই চরণে গোচর ॥ প্রভুর চরণে এক নিবেদন করে। আজ্ঞা যদি কর নাথ নিজ ধামে চলো । তুমি সৰ্ব্বলোক-সাক্ষী জগতের নাথ । জগতের তত্ত্বগতি তোমার সাক্ষাৎ ॥ তুমি সৰ্ব্ব তত্ত্ব জান প্রপন্ন পালন। তোমার চরণে মোর সৰ্ব্ব সমপণ । কৃষ্ণ কৃষ্ণ বৃষ্ণি কুল পুষ্কর-ভাস্কর- ( ১ ) ক্ষা নির্ভর দ্বিজ-পশু-সিন্ধু শশধর (২ ) । উদ্ধৰ্ম্মশার্বর হয় (৩) অমুর-সংহারী। অর্ক আদি সৰ্ব্বমুর পূজ্য অধিকারী। আকল্প পর্য্যস্ত মোর রযু নমস্কার । এই বর মাগো নাথ চরণে তোমার। তিন তিন প্রদক্ষিণ করি বারে বার i পদযুগে শত শত কৈল নমস্কার। (১) বৃঞ্চিকুল কমলের প্রকাশক স্বৰ্য্য । (২) ক্ষী । পৃথিবী। নিজ্ঞর - দেবতা। পৃথিবী, দেৰত, প্রি ও পভ ( গো ) রূপ সাগরের খ্ৰীতিপ্রদ চন্দ্র । (৩) পাষণ্ড ধৰ্ম্মরূপ নৈশ অন্ধকারের নিবারক ®छांकब्र । আজ্ঞা শিরে ধরি ব্রহ্মা গেলা নিজপুরে । সস্কোষিয়া ব্ৰহ্মারে পাঠাইলা দামোদরে ॥ পূৰ্ব্ব শিশু বৎসগণ অনিঞা পুলিনে ! যুথে যুথে ভিন্ন করি থষ্টল স্থানে স্থানে ॥ এইরূপে পরিপূর্ণ বৎসরেক হৈল । তিলেক সমান হেন বালকে জানিল । কৃষ্ণমায়া বিমোহিত হয়্যা শিশুগণ ৷ বৎসর জানিল যেন যার এইক্ষণ ৷ রুষ মায়া-বিমোহিত কে কি না পাগরে । জগৎ মোহিত যার যোগমায়া-বলে । সেইরূপ সারি সারি মণ্ডল রচন। সেইরূপে শিশুগণ করয়ে ভোজন। বাছুর আনিএঃ কৃষ্ণ দিল বিদ্যমানে । যুথ যুথ করিয়া থইল সন্নিধানে । শিশুগণ দেখিযা ডাকিল উচ্চস্বরে । আইল আইল প্রাণ ভাই মণ্ডল ভিতরে। তোমা বিনা এক গ্রাস অল্প নাহি খাই। এক দিঠি করিয়া তোমার দিগে চাই ॥ আসিয়া ভোজন কর সহাগণ লয়্যা। তবে আর খেলা খেলি মুখে ভাত খেয়া । ঈষৎ ছালিয়া কৃষ্ণ বালকের মেলে। ভোজন করিয়া পাছে চলিলা গোকুলে । বনমধ্যে সপের শুখন চৰ্ম্মখান । দেখিয়া চলিলা শিশু সঙ্গে ভগবান ॥ বরিহা ( ১ ) প্রসুন বনধাতু (২) বিরচিত । বিচিত্র বিৰিধ বেশ অঙ্গে সুললিত । অধরে মুরগী শিলা শবদ মঙ্গল । ব্ৰজবধু নয়ন আনন্দ-কলেবর ॥ নাম ধরি ধরি বৎস ডাকে ঘন রায় ] পৰিত্র-চরিত্র গুণ অম্বুগতে গায় । গোকুল প্রবেশ কৈলা ত্রিভুবন রায় । ডাক দিয়া শিশুগণ গোকুলে জানায়। আজি এক মহাসপ পৰ্ব্বত আকার । এই নন স্বতে তাহা করিল সংহার ॥ অামা-সভা উদ্ধারিল তার মুখ হনে। দেবে কেল স্তুতি পূজা পুষ্প বরিষণে । ব্ৰজপুরে শুনিএ লাগিল চমৎকার। বড় ভাগ্য পুণ্যে আজি হৈল প্রতিকার। ( ১ ) বর্ষ, ময়ূৰপুচ্ছ। (২) গৈব্লিকাদি ধিবিট ধাতু। কোন কোন পুস্তকে "নবধাতু" পাঠও দৃষ্ট হয় ।