পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৌদিগে বালকগণ নিজগুণ (১) গায় । বলরাম সঙ্গে হরি মুরলী বাজায়। গোধন চরয়ে আগে পাছে হৃষীকেশ । কুমুমিত বৃন্দাবনে কৈল পরবেশ । শিশুগণ চরণ-নুপুর-ঝনঝণী । অলিকুল বিহুগ মধুর মৃদু বাণী। যমুনায় হয় মহা নিরমল জল । শতপত্র-গন্ধ যুক্ত পবন শীতল ॥ হেন অদভূত বন দেখি বনমালী । মনে করে এথা রছি করি বালকেলি ॥ ৰনে বনে অরুণ পলভ মনোহর । ফল ফুলে লম্বিত বিবিধ তরুবর ॥ শিরে ফল ফুল ধরি চরণ পরশে । তরুগণ দেখি কৃষ্ণ মনে মনে হাসে ॥ আদি পুরুষ হরি অনাদি নিধন । নিজ অগ্রজেরে তবে কি বলে বচন ॥ অহো দেবদেব স্বরবন্দিত চরণ । ফল ফুল দিয়া পূক্ত করে তরুগণ ॥ পল্পৰ শিখায় করে চরণ বন্দন ॥ তরুজন্ম-কৃত পাপ করিতে থগুনা । তোমার নিৰ্ম্মল যশ ভূবন পাবন। এ সব ভ্রমরগণ গায় অনুক্ষণ ॥ ভৃঙ্গ দেহে ভকতের ধৰ্ম্মপথ ভজে । প্রায় মুনিগণ এই বৃন্দাবন-মাঝে ॥ গৃঢ়ৰূপে ভূঞ্জবেশে রছে বনে বনে। নিজ নাথ তোমারে না ছাডি একমনে। শিথিগণ নৃত্য করে মধুর মুবতি । প্রিয় নিরীক্ষণে মৃগী করয়ে পরিতি। কলরব কোকিল মধুর রব করে । ধন্ত বৃন্দাবনবাসী সংসার ভিতরে। ভকত জনাব এই সহজেই রীতি। কোন দেহে না ছড়িয়ে ঈশ্বর পীরিতি। ধন্ত তৃণ লতা তরু ধন্ত মৃগীগণ। ধন্স নদী খগ মৃগ ধন্ত বৃন্দাবন ॥ তোমার চরণগুলি পরশিল শিরে । নখ পরশন কেহ লভিল শরীরে। লক্ষ্মী যারে বাস্থা করে সতত খেয়ানে । হেন কর পরশন করে তরুগণে ॥ এইরূপে বৃন্দাবনে রমে রমাপতি । গোধন চরায় ব্রজবালক সংহতি ॥ ( $ ) शब्रिसगं । Cob ীিকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ՇԱյն: মদমত্ত ভৃঙ্গগণ শবদ ঝঙ্কার । অনুগত সঙ্গে গায় পঞ্চম রসাল। হংসের শবদ শুনি হংসরব করে। শিশুগণ নিজ গুণ ( ১ ) গায় উচ্চস্বরে। ময়ূরের হত্য দেখি ময়ুর নাচয় । ময়ুর পেখম ধার বালক হtলায় ॥ ক্ষণে শুক শবদ করয়ে অমুকার। কোকিল শবদ ক্ষণে শবদ রসাল ॥ ক্ষণে মেঘ শবদ গম্ভীর নাদ করি। দূরে যদি যায় ধেু ডাকে নাম ধরি। দূরে থাকি ধেন্থ যদি নিজ নাম শুনে । উদ্ধ পুচ্ছে ধেয়্যা আইলে কৃষ্ণ সন্নিধানে। চকোর ভারুই হংস চক্ৰবাক নাদে । হালায় বালকগণ বিবিধ শবদে ॥ ক্ষণে শিশুগণে ভয় দেই দামোদর। সিংহ ব্যাঘ্র শবদ করয়ে ভয়ঙ্কর ॥ ক্ষণে ক্রীড়া পরিশ্রমে বলদেব রায় । শিশু উরে শির দিয়া শুইয়া ঘুমায়। আপলে করয়ে কৃষ্ণ পাদসংবাহন । বিশ্রাম করয়ে হরি লঞা শিশুগণ ॥ ক্ষণে বৃত্য করে হরি ক্ষণে গীত গায়। অন্তোন্তে যুঝয়ে ক্ষণে ডাকে ঘন রায় ॥ হাতাহাতি করিয়ে করয়ে মল্প রণে । হাসিয়া হাসায় হরি সর্ব শিশুগণে । ক্ষণে বাহুযুদ্ধশ্রম করিতে খণ্ডন। কোমল পল্লবর্ধলে করয়ে শয়ন ॥ বালকের উরে শির করিয়া নিধান। বৃক্ষমূলে শয়ন করেন ভগবান। কোন শিশু করে তার পাদসংবাহন। কোন ধন্ত শিশু কবে পল্পৰ ব্যজন । কোন ধন্ত শিশুগণ গায় মনোহর । প্রেমরলে শিথিল সকল কলেবর ॥ এইৰূপে নিজ মায়া নিগুঢ় মহিমা। গোপশিশুরূপে করে বিবিধ ভঙ্গিমা ॥ কমলা লালিত পদ কমল মুরারি । ব্রজ শিশু সঙ্গে করে নানা বালকেলি। রাম কেশবের সখী শ্ৰীদাম গোপাল । স্তোককৃষ্ণ আদি আর যভেক ছাওয়াল। কহিতে লাগিল। তারা মধুর বচনে। রাম রাম মহাবাহু শুন নিৰেদনে ॥ ( s ) ऊँांब ●” ।