পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এইরূপে আনন্দে বিছরে বনমালী। মায়া-লষ-নারায়ণ শিশু লীলা করি। বৃন্দাবনে বনমালী গেলা এক দিনে। শিশুগণে সঙ্গে করি বলরাম বিনে ॥ ধেন্থ গঞা গেলা কৃষ্ণ কালিন্দীর তীরে। তৃষ্ণায় আকুল ধেস্থ ধাইল লম্বরে। ধেয়্যা গিয়া শিশুগণ কৈলা জলপান । বিষজল পান করি হরিল গেয়ান ॥ প্রাণ হরি বৎস শিশু পড়িল সকল । শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী همراني দেখিয়া বিস্ময় হৈলা প্ৰভু ৰোগেশ্বর। চাছিল। সদয়ে হরি অমৃত নয়নে। গোধন বালক জীয়া উঠিলা তখনে ॥ বিস্ময়ে বালক সম মুখামুখি চায়। মরিয়া বৰ্ত্তিলু পুন কেমন উপায়। কৃষ্ণ-অনুগ্রহে জীল বুঝি অম্বুমানে। প্রভূ বিনে কে আর করিব পরিত্রাণে ॥ ভাগবত-আচাৰ্য্যের মধুরল-গান। স্বখে লোক কর কৃষ্ণ-কথা-রল পান। ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশম স্বন্ধে পঞ্চদশোইধ্যায়: ॥ ১৫ a স্কোড়শ অধ্যTয় । কালসৰ্প বিদূষিত যমুনার ল । দেখিয়া পল্পগ দূর কৈলা যোগেশ্বর ॥ তবে রাজা জিজ্ঞাসিল ভয় পেয় মনে । জলের ভিতরে সাপ ধরিল কেমনে ॥ সে বা সৰ্প তথা কেন আছে এত কাল । কহিবে সকল মুনি করিয়া বিস্তার ॥ পরিপূর্ণ ভগবান গুণকৰ্ম্মহীন । ভকতবৎসল হরি ভকত অধীন ॥ তাহার উদার লীলা চরিত্র শ্রবণে । কাহার তৃপিত হয় সুধারস পানে। শুক মুনি বলে শুন কহি ক্ষিতীশ্বর। আছিল বিষম এক ছদ ভয়ঙ্কর। যমুনার জল তাথে কালীনাগ বৈলে। উথলিয়া উঠে জল তার মহাবিষে । তাহার উপরে কোন জীবন সঞ্চরে। উড়িয়া যাইতে পার্থী পড়ে বিষজালে। বিখকশাযুত বায়ু যত দূর চলে। তাবৎ পৰ্য্যস্ত তার বুক্ষ নাহি তরে। পরচও বিষবীর্ষ্য দেখি ফণধর। ৰিষ বিদূষিত দেখি যমুনার জল । খল-সংযমন হেতু অবতার করে। লম্ব দিয়া চড়ে উচ্চ কদম্বের ডালে। দৃঢ় কমি পরিধান বান্ধিল থেচিয়া। জলে ঝাপ দিব বাহেব মাললাট দিয়া ॥ নট রাগ। অখিল পুরুষ সার ঝাপ দিল জলে । ক্ষোভিল পন্নগরাজ কম্পিত অস্তরে ॥ ঘন শ্বাস বিজালে উথন্সল নীর । শতঃস্থ পৰ্য্যস্ত উঠিল দুই তীর ॥ অনস্ত বিক্রম বল অমিত মহিমা । এই কোন অদ্ভুত বিক্রমের সীমা । সৰ্পৰ্বদে করে হরি বিবিধ বিহার। উন্মত্ত বারণবর বিক্রমে বিশাল ॥ বিমূর্ণিত ভু3দও তরঙ্গ কল্লোলে। লাগরাজে শবদ বাণ্ডিল উত্তরোলে। শবদ শুনিএ নাগ প্রকোপে জলিল। সসৈন্তে আলিয়া কৃষ্ণে চৌদিগে বেঢ়িল । মনোহর কলেবর নবঘন শু্যাম । শ্ৰীবৎস-লক্ষণ পীতবস্ত্র পরিধান । মন্দ মধুস্মিত চারু মুনার বদন । পদ্মগর্ভদল করপল্লব-চরণ ॥ মরমে মরমে নাগ সৰ্ব্বাঙ্গে দংশিয়া। বেঢ়িল কুষ্ণের অঙ্গ নিজ অঙ্গ দিয়া ॥ নাগভোগ (১) বেষ্টিত সকল কলেবর । অচেতন লীলা করি রহে এাণেশ্বর। বুঝিতে সপের বল-বিক্রমের সীমা । আপনে আচ্ছদে প্রভু আপন মহিমা ॥ ( ১ ) সৰ্প দেহ ।