পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওহে কৃষ্ণপাদাজের মহাভূকম্পিত । সৰ্ব্বলোকশ্রেষ্ঠ মু-উত্তম-গুণান্বিত । আমারে করহ দয়া—যেন অবিরত । তোমাদের কীর্তিগানে ভ্ৰমিয়ে জগত ॥ আশ্চৰ্য্যাতিশয় প্লাধ্যতম যদুকুল । বৈকুণ্ঠনিবাসী হৈতে শোভয়ে অতুল । এই ত মন্ত্রব্যলোক শ্ৰীকৃষ্ণকুপায়। বৈকুণ্ঠ লঙ্ঘিয়া অতিশয় শোভা পায় । অর্থাৎ বৈকুণ্ঠবাসিজনে তত নয়। দ্বারকনিবাসিজনে যত কৃপা হয়। হে পৃথি, হইল তব সফল প্রয়াল। যাতে ইহঁাদের সব জন্ম কেলি বাস ॥ যে যদুগণের গৃহে দৈবকীনন্দন। নিবলি করেন অতি অপূৰ্ব্ব ক্রীড়ন ॥ যাহাঁদের দর্শন সম্ভাষণ ভোজন । স্পশাচুগমন আর আসন ভোজন ॥ বিবাহ শয়ন—অন্ত দুশোদ্য দৈহিকদৃঢ়-প্ৰেম-সম্বন্ধ আত্ম-সম্বন্ধে অধিক । ইথে বদ্ধ শ্ৰীকৃষ্ণ করেন অন্ধুক্ষণ । স্বৰ্গ-মোক্ষ-বাছা ছেদি ভক্তিবিবর্ধন। বিস্তারেন যাদবগণের মুখভর। অনিৰ্ব্বাচ্য প্রতিক্ষণে নব মহত্তর ॥ শয্যাসন গমন আলাপ ক্রীড়া স্নান । ভোজনাদি কার্য্যেও থাকিয়া বর্তমান । কৃষ্ণপ্রেমে মগ্নচিত্ত হৈয়া যদুগণ । না করেন কদাপিছ আপনা স্মরণ ॥ মহারাজাধিরাজন ওহে উগ্রসেন! ! অত্যন্ত অদ্ভুত স্বপ্রসিদ্ধ সে হয়েন ॥ তৰ মহাসৌভাগ্যমহিমা কোন জন । শক্ত হয় ত্রিভুবনে করিতে বর্ণন ? ॥ দেখ মহাশ্চৰ্য্য চমৎকার সু-বিবরি। প্রিয়জনপ্রেমের অধীন মহা হরি ॥ মহারাজ্যোচিত সিংহাসনে উপবিষ্ট । থাকহ আপনি যদ্বরাজ ! মুৰিশিষ্ট । সেবকের তুল্য অগ্রে দৈবকীননান। সাদরেতে তোমারে করেন সম্বোধনঅবধান কর দেব | ভূত্যেরে আদেশ । কিবা করণীয়,—কর তাহার নিদেশ। ওহে যদুগণ । তোমাদিগে নমস্কার। নমামি সম্বন্ধধারী হয় যে তোমার। পরীক্ষিত কৰূে—মাতা ! শুনিয়া কথন। ব্ৰহ্মণ্যদেবের অন্ত্রবর্তী বছগণ ॥ ঐবৃহদ্ভাগবতামৃত ՇՂ মারজের করি দুই চরণ গ্রহণ | নমস্কার করি সবে কহেন বচন— । আমাদের মহাপ্ৰভু কৃষ্ণচন্দ্র হন । র্তারো পূজ্য তুমি পরমারাধ্যচরণ ॥ মহা-নীচ আমরা—জানিহ মুনি । সার। নীচতুল্য কি-কারণে কর নমস্কার ? ॥ রন্ধারে জিনিয়া তব বাক্যের চাতুৰ্য্য। তাহাতেই কহিতেছি এসব প্রাচুর্য্য। আমাদের প্রতি যে কহিলে মহাশয় । যাদৰেজংগ্ৰতাৰে-লে অসম্ভব নয় ॥ কোনো গন্ধ শ্রীকৃষ্ণের যে-জন রাখয়। কিৰা বাছা সে-জনের সিদ্ধি নাহি হয় ? ॥ যেহেতুক কৃষ্ণ মহা দয়ার আকর। অহেতুক পরমোপকারি-শ্রেষ্ঠতর। দীনজননীৰ মহামহিমসাগরে ৷ স্বরণমানেতে সৰ্ব্ব-অর্থ দান করে ॥ অনাশ্রক্ষিজনের অদ্বিতীয় শরণ। দ্বীনের অধিক অর্থ করেন সাধন ॥ আমরা পরম দীন হীন নীচ জল । অতএব শ্রীকৃষ্ণের কৃপার ভাজন। র্তাহার প্রভাবে সব হয় ত ঘটন। বিচারে পর্য্যবসান কৃষ্ণে বিলক্ষণ ৷ কিন্তু আমাদের মধ্যে উদ্ধৰ শ্ৰীমান। শ্রীকৃষ্ণের পরমান্থগ্রহের মুস্থান ॥ শ্রীবাদকেন্দ্রের যিই মহা মন্ত্রিবর। মহা-শিষ্য মহ-ভূত্য মহা-প্রিয়তর ॥ আমাদের সকলেরে ত্যজি কোন স্থানে। মহাপ্রভু যদুনাথ করেন প্রয়াণে ॥ পুনৰ্ব্বার তীহারে ত করিলে দর্শন। পরিভ্যাগজস্ত দুঃখ না করে গমন ॥ নাহি জানি পুনৰ্ব্বার গমন কোথায় । করিবেন কৃষ্ণ—ইহা ভাবি দুঃখ পায় ॥ উদ্ধৰ পরম মুখী—নিত্য সন্নিধানে । থাকিয়া প্রভুর সেবা করেন বিধানে। সেইকাৰ্য্য আপন গমনযোগ্য হয়। তাহে উদ্ধবেরে পাঠায়েন মহাশয় ॥ সাম্ব করিলেন ববে লক্ষ্মণী-হরণে । কুৰুগণ করিল র্তাহারে আবরণে ॥ আপন গমন যোগ্য তাহার মোচনে । হস্তিনায় উদ্ধবেরে করিলা প্রেরণে ॥ নজৰজজনের আশ্বাস করিবারে। পাঠাইলা কৃষ্ণচন্দ্ৰ গোকুলে তাহারে ॥