পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐকৃষ্ণ-প্ৰেমতরজিণী లిat শতমুখে গোপগণ এই কথা কহে। অবসিন্ধু-তরণে উপায় হয় এহি । তাহা শুনি গোকুলে আনন্দনদী বহে ॥ ভাগবত আচাৰ্য্যের মধুর রচনা। উনবিংশ আধ্যায়ে এ সব কথা কহি । মুখে যেন ভাগবত বুঝে সৰ্ব্বজন । ইতি শ্ৰীভাগৰতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে একোনবিংশোইখ্যায়ঃ ॥ ১৯ ॥ বিংশ অধ্যায় | মল্লার রাগ । কখোদিন বই হৈল বরিয়া সময় । অহঙ্কারে মত্ত যেন আপনা পাসরে । কালগুণে যাহাতে সকল জীব হয়। তন্থ ধন স্বত দার পাস্থ্যা গৰ্ব্ব করে। ৰিদ্যুত চমকে দশদিগ চমকিত । হরিৎ বরণ ঘাসে কোথাছ হরিতা। ক্ষণে ক্ষণে আকাশে দেখিএ প্রকাশিত। ইন্দ্রগোপ নামে কীট কোথাহ লেহিত । মহামেঘ গর্জন বিদ্যুত ছটা উছে । কোথাহ ছত্রাক ছায়া শোভে বসুমতী। আকাশমণ্ডলে জ্যোতি ক্ষণে ক্ষণে বহে ॥ যেন রাজসম্পদ সাক্ষাতে মূৰ্ত্তিমতী । পৃথিবীর স্বত রস নিল অষ্টমাসে । শস্যপূর্ণ ক্ষেত্র দেখি কৃষক হরিষ। মেষপথে সে সব তেজিল দিননাথে। রা য়ে পৃথীর ধন যেন হরি লয়। শতগুণ করে দান পাইলে সময় ॥ প্রচও পবন রছে মহামেঘ মালা । সৰ্ব্বলোক জীবন বরিখে জলকশ ॥ দয়ালু পুরুষ যেন দেখি দুঃখী জন । তাহাকে রাখিতে তেজে আপন জীবন। নিদাঘ জাতপতাপে ধরণী তাপিতা । মেঘ ৰশ্লিষণ পায়্যা হৈলা আনন্দিতা ॥ কামাত্রতে তপস্বীর যেন ৩ছু ক্ষীণ । কামাত্ৰত সিদ্ধি হৈলে দেখিএ নৰীন। রাত্রিকালে যোনিকীট ( ১ ) জলে অতিশয় । মেঘ আচ্ছাজিলে নাঞি নক্ষত্র উদয় ॥ অধৰ্ম্মে পাষণ্ডী যেন কলিকালে বাঢ়ে। দুষ্ট কলি দেখি বেদ না হয় প্রচারে। জলদ-শৰদ শুনি জ্বরবিত মনে । কোলাহল শব্দ করে শিথী জাদিগণে ॥ মৌল আচরিয়া ব্ৰতে আছিল ব্রাহ্মণ । নিয়ম খণ্ডিলে যেন বেদ উচ্চারণ ॥ পুরিয়া কলুষ জলে ক্ষুদ্র নদী বহে। তার তীয় ভাদে লোতে বেগে স্থির লহে ॥ ( ১ ) ভোক্ত ; জোনাকি পোকা ইতি ভাষা । অন্ধুতাপে কারো কারো বাঢ়ে বিমরিষ। নৰ জল স্নান পানে সব চরাচর। ধরন্থে উত্তম রূপ দেখি মনোহর। ভকত জলার চিত্ত কৃঞ্চলেৰা রসে । ৰূপ তেজ বল ষেন সৰ্ব্বত্র প্রকাশে ॥ ধারাপাত বরিষণে পৰ্ব্বত না টুটে। ভকতের চিত্ত যেন কামে নাহি ছুটে । কর্দম দেখিয়। পথে কেহ নাহি ইটে । তৃণ জল পঙ্কে কৈল অধিক সঙ্কটে । দুষ্ট কলিযুগে যেন দুষ্ট ব্যবহার। ব্রাহ্মণে না পড়ে বেঙ্গ না ধৰ্ম্ম প্রচার ॥ মেঘচয়ে স্থির নহে চঞ্চল তড়িৎ । নিগুণ পুরুষে যেন কামিনীর চিত ॥ নৰঘন-গরজিত গগন উপরে। গুণহীন শক্র-ধন্থ তাহে দীপ্ত করে। যদি লোকে নিজ গুণ হয় পরিচয় । নিগুণ পুরুষ তাথে শোতে অতিশয় ॥ চজতেজে সৰ্ব্ব লোক দেখে জলধর। সেই আবরণে নাহি শোভে শশধর । নবঘন দরশনে আনন্দিত হৈয়া । শিথী সব মৃত্য করে হরষে পূরিয়া।