পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Jyo শ্রীকৃষ্ণের সঙ্গ হৈতে তাহাতে দ্বিগুণ। পাইলেন অতি মুখ উদ্ধব নিপুণ ॥ হরির ভোজন-ক্রীড়া-কৌতুক-সময়ে । থাকি নিত্য এক মহাপ্রসাদ লভয়ে ॥ শয়ন করেন যবে ঐযদুনননি । করেন শ্রীপদদ্বন্দ্ব তবে সম্বtহন । তার পরে নিদ্রাসুখে আবিষ্ট হইয়া । নিদ্রা যান তার ক্রোড়ে ঐ পদে রাখিয় ॥ কোন রহঃক্রীড়াস্থলে সঙ্গেতে তাহার । গমন করেন অতি হর্ষেতে বিস্তার ॥ সভায় উত্তম মন্ত্ররত্বে মন্ত্রিবর । নানা পরিহাস-উক্তি করে নিরস্তর ॥ হরিকুত মনোহর শ্লাঘন করয় । তাহে মুখবর-প্রাপ্তি আমাদের হয় ॥ কিবা তার সৌভাগ্যসমূহ কব আর । অতি শিশুকালাবধি ব্যাপিয়া যাহার ॥ প্রভু-পাদপদ্ম-সেবী-রসাiবষ্ট মন । মুখে বলে—বাতুল হইয়া এইজন ॥ সর্ববদ! মাধবপাদপদ্মের সেবায় । রসিকতা-মহত্ত্ব অদ্ভুত গুণ তায় ॥ এই মাছুষিক দেহে ত্যজি নিজরূপ । পাইলা হরির শু্যামমুন্দর স্বরূপ ॥ মনোহর-রূপ আর প্রভুর দয়িত । প্রদ্যুম্ন হইতে শ্রীউদ্ধৰ সুনিশ্চিত । কৃষ্ণের উচ্ছিষ্ট বনমালা পীতবাস । মণি-মকরকুণ্ডল-হারাদি বিলাস ॥ নানা অলঙ্কার সব করিয়া ধারণ । সহৃদয়গণ-মন করে আকর্ষণ ॥ কৃষ্ণাদশনাবসরে দেখিলে তাহায় । দৈবকীনন্দন-ভ্রমে মন সুখ পায় ॥ পরীক্ষিত কহে—মাতা ! ইত্যাদি বচন। মহ! সৌভাগ্য উত্তম করিয়া শ্রবণ ॥ ঐমস্তাগবত উদ্ধবের গৃহে যাত্যে অতি হর্ষভরে । উদ্ভত হইলা মুনি নারদ সত্বরে ॥ জানিয়া নারদ-প্রতি তখন কহেন । স্বেদ-কম্প-পুলকাশ্ৰযুক্ত উগ্রসেন-- ওহে ভগবান! পূৰ্ব্বে কছিলাম ইহ । কুষ্ণের আদেশ বিন। একক্ষণ তিই ॥ অম্ভত্ৰ কোথাও নাহি থাকেন উদ্ধৰ । নিরস্তর বাস করে সহিত মাধব ॥ রঞ্চলঙ্গে স্থিতি--তারে করিয়া যাচন । কদাপিহ নাহি পাই আমিহ যেমন ॥ কেবল অসতী রাজ্যরক্ষার কারণ । কৃষ্ণসঙ্গে স্থিতিলাভে হীন সৰ্ব্বক্ষণ । রাজরক্ষা-রূপ-আজ্ঞা-পালন কেবল । সেবার আদরে মম উৎসব সকল । মিথ্যা মম গৌরব-যন্ত্রণা করি হরি । করিলেন বঞ্চন---কি কহিব বিস্তরি । তেমত উদ্ধব নহে কদাপি বঞ্চিত । মহ-সৌভাগ্যবিশিষ্ট মহ-মুখান্বিত ॥ কৃষ্ণপাশ্বে সেবার সৌভাগ্যে অতি সুখী । আমাদের মত নহে কদাপিহ দুঃখী ॥ অতএব কৃষ্ণ-অন্তঃপুরেতে গমন । করিয়া, উদ্ধবে তুমি করহ দর্শন ॥ আমাদের এ সন্দেশ তীরে নিৰেদন । করিবে আপনি মহাশয় ! ততঃক্ষণ । অদ্য শ্রীকৃষ্ণের আগমনের সময় । বহি গেল, তথাপি ন আল। মহাশয় ॥ আপনার নাথে আনি লভারে সনাথ । করহ, কহিবে ইহা উদ্ধবের সাথ । ঐগুরুপদারবিন্দ ভাবিয়া অস্তর । শ্ৰীজয়গোবিন্দ মাগে কৃষ্ণভক্তি বর ॥ ইতি শ্ৰীভাগবতামৃতে ভগবৎকৃপাভর-নিৰ্দ্ধারখণ্ডে প্রিয়ে নাম পঞ্চমোহধ্যায়ঃ ॥ স্তন্ত জণ্ড্যrয় যd মুম্ব্যক্তিতোহন্তোগং কৃতায়ামুদ্ধবাদিভিঃ । চিত্রায়াং ব্ৰজবাৰ্ত্তায়াং মোহ: প্রেমোচ্যতে প্ৰভোঃ ॥• কহে পরীক্ষিত নরপতি— । ওমা জাৰ্য্যে ! কর অবগতি । উদ্ধবের মাহাত্ম্য সে শুনি । মহাপ্রেমরলাবেশে মুনি ॥