পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাবিংশ অধ্যায় । আগ্রহায়ণ মাস হুৈল প্রথম হেমন্ত । ব্ৰজবধু সব কৈল ব্ৰত অম্বুবন্ধ। দুর্গাচ্চন নাম ব্রত হবিষ্য ভোজন। কালিন্দীর জলে করে প্রভাতে মজ্জন । বালুকায় কৈল দেবী প্রতিমা নিৰ্ম্মাণ। গন্ধমাল্য ধূপ দীপ ৰিবিধ বিধান। প্রবাল তণ্ডুল ফল নানা উপহারে । প্রতিদিন প্রাতঃকালে দুর্গা পূজা করে। উঠিয় রজনীশেষে আভীর-কুমারী । সতেই সভারে ডাকে নাম ধরি ধরি। বাহু বাছ ধরিয়া কুমারী এক মেলে। কৃষ্ণের নিৰ্ম্মল যশ গায় উচ্চস্বরে ॥ আনন্দে চলিয়া যায় যমুনার তীরে । বিধিবোধ পরশ করয়ে তীর্থনীর । কালিনীর তীরে খুয়্যা বস্ত্র পরিধান । বিবসনা হয়্যা জলে করে তীর্থস্নান। দুর্গা দেৰী পুজা করে পুরব বিধানে। বহুবিধ স্তুতি করি করয়ে প্রণামে । কাত্যায়নি মহামায়ে মহযোগিন}ধীশ্বরি । নন্দ গোপসুত পতি হৌক ৰনমালী। পুজিল চণ্ডিকা দেৰী দুর্গ মহামায়া। নন্দম্বত পতি দেহ কর cদবি দয়া ॥ জমমে ৪ নমে হৌক নন্দমুত পতি । এই বর মাগিয়া পূজিলা তগৰতী ॥ এই মত ব্ৰত পূৰ্ণ হৈল এক মাসে । অখিলন্ধদয়ৰাসী জানিলা বিশেষে । মহাযোগেশ্বর হরি ভকতবৎসল । যার ক্ষে হৃদয় প্রভু জানেস্ত সকল । আমারে পাইতে কৈল দুর্গ আরাধনে। আমি লে পূরিব আশা যার যেন মনে। গোপীর সংকল্প সিদ্ধি করিব কারণে । গোপবালকের সাথে চলে নারায়ণে ॥ অন্থগত শিশু সব নিজ গুণ গায় । অখিল লাৰণ্যধাম মধ্যে বন্ধুরায় । যমুনার তীরে গেল যথা ব্ৰজাজন । সংকল্প করিয়া করে দেবী আরাধনা ৷ পরিধান-বস্ত্ৰ যত তীরেতে আছিল । তাহা হরি গঞাঁ কুঞ্চ কদৰে চঢ়িল । বরাড়ী রাগ । হাসে গোপশিশু কৃষ্ণ বলে উপহাস। এথা আলি লহ তোরা যার যেই বাল। মিথ্যা নাহি বলি আমি কহি সত্যবাণী। দেখিতেছি এথা রহি তোরা তপস্বিনী । তোমা সভায় মিথ্যা বাণী না হয় উচিত। আমিহ না বহি মিথ্যা বালকে বিদিত ॥ কবহু না কহি আমি অসত্য বচনে । পুছিয়া দেখছ সত্তে এই শিশুগণে ॥ তযু যদি চিত্তে সবে প্রতীত না হও। একে একে আসি নিজ বস্ত্র লয়্যা যাও । পরিহাস-বচন শুনিএা ব্ৰজাজনা। আনন্দে মজিল গোপী পাসরে আপনী ॥ লাঞ্জে পড়ি গোপীগণ হেঁট মাথা কৈল । সতেই সভাকে চাহি হাসিতে লাগিল । উঠি ] না গেল কেহ কৃষ্ণের নিকটে । শীতে কাপে সব গোপী পড়িয়া সঙ্কটে । কুষ্ণের বচনে সভার হরিণাছে মন। আকণ্ঠ মজিয়া জলে কি বলে বচন ॥ তোমাকে জানিঞে সতে নন্দের তনয়ে। সৰ্ব্বলোকে মাঙ্গ তুমি করিছ অন্তয়ে । লাজে শীতে মরি আমি দেহত বসন । হইব তোমার দাগী পালিব বচন । তযু যদি ৰন্থ তুমি না দিৰে আমারে। রাজারে জানাৰ পাছে দোষ দিৰে কারে ॥ এ বোল শুনিএ প্রভু দেব দামোদর । কুমারীগণেরে তবে দিলেন উত্তর ॥ তোরা হেন জান আমি করি পরিহাস । এখ! আসি লছ তোরা নিজ নিজ ৰাস ॥ নহেব না দিব বস্ত্ৰ কহিলু তোমারে। ক্রুদ্ধ হৈলে তোদের রাজা কি করিতে পারে। জানিয়া কুমারীগণ বচন নিশ্চয়। কৃষ্ণের নিকটে যাইতে কলি আশয় ॥ দুই হস্তে ঝাপি বোনি জলে হৈতে উঠে। লাঞ্জে শীতে কাপে গোপী হাটে বা না হাটে । শুদ্ধভাব গোপীর দেখিয়া বনমালী । প্রসন্নহৃদয় হৈলা প্ৰভু নরহরি ॥ সকল বসন কৃষ্ণ তুলি লৈল স্বন্ধে। হাসিয়া বচন কিছু বলেন প্রবন্ধে।