পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তপস্বিনী হৈয়া কৈলে দেব আরাধনা ৷ জলে তে মজিল কেন হয়্যা বিবসনা ॥ গাম্বের গরবে কৈলে এত অহঙ্কার ॥ এ বড় বিষম দেখি দুরিত তোমার। এ সব পাপের ষদি বাস্থ প্রতিকার । কর যুড়ি শিরে করি কর নমস্কার ॥ এইমনে হইব সব দুরিত খশুন । তবে লয়্যা যাহ আলি যার যে বসন ॥ কৃষ্ণের বচনে গোপীর হৃদয়ে প্রতীত ! বিবসনে ব্রতভঙ্গ এ হয় উচিত ॥. ব্ৰততঙ্গ ছয়্যা থাকে যদি ওই দোষে । কৃষ্ণে কপিলে প্রণাম পূর্ণ হৈব শেষে । সৰ্ব্ব-কৰ্ম্ম-ফলদাতা এই জগন্নাথ । এই "িত্তে শিরেতে যুড়িল দুই হাত । সৰ্ব্ব-কলা-রস-শিরোমণি লারায়ণে । জানিএ প্রণাম কৈল অভয় চরণে ॥ শু জ্বভাব গোপীর দেখিয়া দয়াময় । পেলিয়ু বসন দিল সন্তোষ হৃদয় ॥ নিজ নিজ বসন পরিয়া ব্রজনারী ॥ দাও ইয়া রহিল কদম্ব তরু বেঢ়ি । চলিতে না পারে যেন চিত্রের পুত্তলি । ঈষৎ কটাক্ষে চাছে ক্রমুখ নেহালি ৷ তপ ব্ৰত পূজা কৈল এই সে কারণে । মহানিধি পেয়্যা গোপী তেজিব কেমনে ॥ গোপীর চিত্তের কথা গুলিঞা সকল । পুন আর প্রভু তাথে কি দিল উত্তর । আম পাইবারে সঙে কৈলে সঙ্কল্পনা । হইব সফল তোমার দুর্গ আরাধনা ৷ সৰ্ব্বভাবে শরণ যে লইলে আমাতে । পুন অন্ত কাম সভার না উঠিবে চিত্তে । তিল যব ধান্ত যদি ভাজিল অনলে । পুন কি তাহার আর উপজে অস্কুরে ॥ চল চল ব্ৰঞ্জরাম সিদ্ধ ভক্তি হৈণ । আসিল রজনী তাথে রমিহ আসিয়া । মোর সঙ্গে তুমি-সব করিছ রমণ । বাহার উদ্দেশে কৈলে চ গুী আরাধন ॥ সৰ্ব্ব মনোরথ সিদ্ধি পেয়্যা গোপীগণে । পদযুগ চিন্তিএ চলিল নিজ স্থানে ॥ তবে গোপশিশু সাথে দৈবকীনন্দন । বৃন্দাবন ছাড়ি গেলা আর দূর বন ॥ মুরভি চরায় সঙ্গে অগ্রজ বলাই। তরুগণ দেখি কিছু বুলিছে কানাঞি ॥ হে শ্ৰীদাম স্তোক কৃষ্ণ বিশাল খাষত । হে অংশ অর্জুন দেবপ্রস্থ বরূথপ ॥ হে মুবল হে ওজ দেখ দেখ ভাই । অনেক জনমফলে বৃক্ষযোনি পাই ॥ শীতল মারুত ছায়া পত্র ফল ফুল । দেব দারু ( , ) পল্লব কলিকা কদ মূল । পর তুষ্টি হেতু সব সম্পদ যাহার। সকল জন্মের মাঝে বৃক্ষজন্ম সার। মুজন জনের এইরূপ ব্যবহার। পর হেতু সকল তেজয়ে আপনার ॥ প্রাণ ধন দেহ মনে করে পরহিত । সুজন জনের হtখ এই সে চরিত ॥ এইরূপে প্রশংসিতে যত তরুগণ। যমুনার তীরে গিয়া ংৈলা উপসন্ন। সব ধেনুগণে করাইল জল পান। পাছে গোপশিশু সঙ্গে কৃষ্ণ বলরাম ॥ শীতল অমৃতজল মুখে কৈল পান। তরমুলে তথা প্রভু করেন বিশ্রাম । বালক মেলিয়া তথা গোধন 8রায় । ক্ষুধায়ে আকুল শিশু কৃষ্ণেরে জালায় ॥ স্বাবিংশ অধ্যায় কহি এ গুণ চরিত । আর কৃষ্ণশুণ কহি শুন পরীক্ষিত ॥ শুক-পরীক্ষিতে কথা দুহার সংবাদ । মুখে লোক বুঝিতে রচিল গুণবাদ । ঐগদাধর জান ধীর শিরোমণি । ভাগবত-আচার্যের মধুরস ৰাণী ॥ ( ১ ) পাঠাগুর,-“নবদল ।" ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে ৰাবিংশোইধ্যায়: ॥ ২২ ॥