পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্ব বঙ্গপতি যজ্ঞভোজি নারায়ণ । বালক সহিতে কৈল ওদন ভোজন ॥ লীলাময় শরীর মাধব হৃষীকেশ । নানারূপে সৰ্ব্বলোকে মোহে গোপবেশ ॥ দ্বিজগণে দেখিল আপন পাপচয় । মনে বিমরিষ হয়্যা ভাবিল বিস্ময় ॥ নারীজাতী হৈয়া দেবদেব নারায়ণে । সাধিল এরূপ ভক্তি নাহি অন্ত জনে ॥ আমি-সৰ হইয়ে ত কুলেতে প্রবীণ। সৰ্ব্বশাস্ত্রে তত্ত্বজ্ঞতা তমু ভক্তিহীন। ধিক্ ধিক্ রহু তপ জ্ঞান ব্রত দানে। ধিক্ ধিক্ রল্লাহু এই পামর জীবনে ॥ নিশ্চয় কৃষ্ণের মায়া মোহে সৰ্ব্বজ্ঞানী । নর গুরু ছৈয়া আমি না জানি আপনি ॥ স? লোক-বিমোহিনী মায়া ভগবতী । খণ্ডিবারে পরে তাহা কাছার শকতি ॥ সৰ্ব্বলোক-নাথ লক্ষ্মীকান্ত যদুপতি । লাধিল তাছাতে ভক্তি হয়্যা নারীজাতি ॥ দ্বিজধৰ্ম্ম না ধরে না বৈসে গুরুকুলে। তপ শৌচ জ্ঞান কৰ্ম্ম একহি না করে। ঐকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 89లి মুদৃঢ় ভকতি বহু ধরে নারায়ণে । আমিসব বঞ্চিত থাকিতে এত গুণে ॥ মত্ত হৈয়া রহিলাম পু : দীর পায্য । গৰ্গ মুনি যে কছিলা তাহা পাসরিষা। পূর্ণকাম জগন্নাথ নাহি তার কামে । তবে যে মাগিল অল্প লোক-বিড়ম্বনে ॥ সৰ্ব্বভাৰে লক্ষ্মী যার ভজে পদমূলে । হেন প্ৰভু অন্ন মাগে কে বুঝিতে পারে। মন্ত্র তন্ত্র ধৰ্ম্ম যজ্ঞ দেব দ্বিজময় । হেন কৃষ্ণ সাক্ষাৎ মামুবরূপ হয়। যছকুলে জন্ম হৈল এহু নাহি ভালে । হেন মুখ আমি সব বিস্মরিল হেলে। পুর্ণগ্ৰহ্ম জগন্নাথ কমলানিবাস । যাহার মায়ায়ে ভ্ৰমি লানা গর্ভবাস। সে দেবচরণে আমি কৈলু নমস্কার। না জানিএpা দোষ কৈল ক্ষেম একবার ॥ শীঘ্ৰ গিয়া দেখি হরি হেন চিত্তে আছে। কংলতয়ে তথা নাছি চলি গেলা পাছে ॥ বিপিন-বিহার কৃষ্ণ চরিত্র রচন। ভাগবত-আচার্ষ্যের মধুর ভাষণ ॥ ইতি স্ট্রভাগবতে মহাপুরাণে পারমহংতাং সংহিতায়াং বৈমালিক্যাং দশমম্বন্ধে ত্রয়োবিংশোহধ্যায়ঃ ॥ ২৩ ৷ ੁਿ ਦਾ । শুক মুনি বলে রাজা শুন সাবহিতে। আর অদভূত কহি গোপাল-চরিতে ॥ গোবৰ্দ্ধন নামে গিরি বৃন্দাবনে আছে। নন্দ আদি যত গোপ গেল তার কাছে ৷ নানা ভক্ষ্য পান নিল বিবিধ সম্ভার । ইজ পূজা করিতে রচিল পরকার। হেনকালে গেলা কৃষ্ণ সঙ্গে বলরাম । অনুগত গোপশিশু গায় গুণ নাম। অখিল ব্ৰহ্মাও পতি দেখে নিজ জ্ঞানে । জানি এাহো পুছে নন্দ আদি গোপগণে ॥ কি ভয় গোকুলে কিবা হয়্যাছে সংশয় । কি কারণে কর এত সম্ভার সঞ্চয় ॥ ললিত রাগ । কি ফল কি বিধি হয় কি কি বা উদেশ । কি দেবতা পূজ পিতা কহিব| বিশেষ ॥ সাধুঞ্জনে গুপ্ত কথা গোপ্য নাহি করে। যার বুদ্ধি নাহি হয় শত্রু মিত্র পরে। শুনিবারে যোগ্য যদি হই যোগ্য পাত্র। কহিবে সকল কথা শুন মোর তাত । না জানিয়া জানিঞা মাছুষে কৰ্ম্ম করে। জানিএ যে করে কৰ্ম্ম সিদ্ধি হয় তারে ॥ না ও নিঞা করে কৰ্ম্ম সম্পূর্ণ না হয়। কেমনে বিচারে তুমি কর ব্রজরায় । নহেবা লৌকিক পারস্পৰ্য্য ক্রমাগতে। সৰ্ব্বকাল করিছ করিৰে এই মতে ॥