পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ বোল শুনিঞা নন্দ দিলেন উত্তর। কহিয়া তোমারে বাপু বিশেষ সকল । ইন্দ্র ত্রিভুবনে রাজা দেবের ঈশ্বর। যত মেঘগণ র্তার সব অনুচর । মেঘ বরিষএ জল সর্ববলোকহিত । এই সে কারণে ইন্দ্র লোকের পূজিত ॥ নানা দ্রব্য উপহার বিবিধ বিধানে। নানা যজ্ঞ করি ইন্দ্র পূজে সৰ্ব্বজনে । ধৰ্ম্ম অর্থ কাম এই তিন পুণ্যফল । ইজ ফলদাতা তিন ফলের ঈশ্বর। এই সে কারণে বাপু করি ইন্দ্রপূজা । লোকের জীবন ওই ত্রিভুবনরাজা ॥ পারস্পৰ্য্যগত কুলধৰ্ম্ম এই আছে। কাম-লোভে যে ছাড়ে নরক যায় পাছে ৷ এতেক শুনিঞা প্ৰভু দেব চুড়ামণি । ইন্দ্রে বাঢ়াইতে কোপ বলে কোন বাণী ॥ কৰ্ম্ম লোক জনমে প্রমাণ ওই কৰ্ম্ম । মুখ দুঃখ কুশল যতেক জীবধৰ্ম্ম ॥ যদি বল কৰ্ম্ম-প্রভু করে ফল দানে । সেই আর প্রভু ভঙ্গে সেই আর জনে । কৰ্ম্ম প্রভু ছাড়ি আর নাহি ফলদাতা। হেন কৰ্ম্ম ছাড়ি কেন ইন্দ্র পুজ পিতা । ইজে কি করিব কৰ্ম্মে যে যে আছে যার। সে পুন অন্তথা লেব এই সে বিচার ॥ স্বভাব-অধীন লোক স্বভাবেই নড়ে । স্বভাবে বান্ধিয়া রাখে সব স্বর নরে ॥ ছোট বড় তন্থ পায় স্বভাবের ফলে । স্বভাবে ছাড়িয়া তন্ত্র নানা দিগে চলে ॥ শত্রু মিত্র গুরু ধৰ্ম্ম স্বভাবে মিলায়। কৰ্ম্ম ছাড়ি আন কেন পুজ সুজরায় ॥ স্বধৰ্ম্ম তে জঞ্জা ধেবী কসে পরধৰ্ম্ম । কুশল না হয় তার লভে পরিশ্রম । নিজ পতি ছাড়িয়া আলতা মারীগণে । উপগতি লেবে যেল নরক কারণে ॥ ব্ৰাহ্মণ কুলের ধৰ্ম্ম ব্ৰহ্ম-উপাসন : ক্ষপ্রিয়কুলের ধৰ্ম্ম পৃথিবীপালন ॥ বৈগু-কুলধৰ্ম্ম আছে বাৰ্ত্ত হেন নামে । শূদ্র খাতির এই ধৰ্ম্ম ব্ৰাহ্মণ-সেবনে ॥ কৃষিকৰ্ম্ম ৰাণিজ্য আউর গোরক্ষণ । লভ্যবৃত্তি কছে আর এ চার যোজনা ॥ তার মধ্যে পশুবৃত্তি আমি গোপ জাতি। ভবে কেন পশু ছাড়ি পূজ স্বরপতি ॥ শ্ৰীমদ্ভাগবত সত্ব রজ তম হেন আছে তিন গুণ । উৎপতি প্রলয় স্থিতি হেন ভিন্ন ভিন্ন ॥ রজোগুণে বিবিধ বিশ্বের উৎপতি। রজোগুণে রাখিব কি করে স্বরপতি ॥ রজোগুণে আজ্ঞা দিলে মেঘে দিব জল । তবে সৰ্ব্বলোক সুখী হৈব নিরস্তয় ॥ গ্রামে নাহি বসি আমি নাহি পুর ঘর । বনবাসী আমি বনে থাকি নিরস্তর । পৰ্ব্বত নিকটে বলি ও হয়ে দেবতা । সভে কর ওই পৰ্ব্বতের পূজা পিতা । ইঙ্গ পূজিবারে যত হয়্যাছে রচনা। তাই দিয়া কর বন-গিরি আরাধনা ৷ আজ্ঞা দেহ দ্বিজগণে করুল রন্ধন । নানা পাক স্বপক্কান্ন বিবিধ ওদন ॥ পিষ্টক মোদক হৌক বহু গুড়পাক । স্বতপক্ষ বিবিধ ব্যঞ্জন বহু শাক । কুণ্ড জালি দ্বিজগণে করুন হুবন । এই মনে যজ্ঞ করি পূজিব ব্রাহ্মণ। প্রচুর ভূষণ ধেমু কনক দক্ষিণা। ব্রাহ্মণকে দিলে হৈব ষজ্ঞ সAাপনা। সৰ্ব্বলোকে দেহ অল্প ভোজন ভূষণ । চণ্ডাল পতিত আদি পুঞ্জ সঃ মন । লব ঘাস আনি দেহ গোধনের তরে । পৰ্ব্বতে সাজিয়া দেহ সৰ্ব্ব উপহারে । সৰ্ব্ব গোপ স্বৰ্গী হয়্যা করুন ভোজন । গন্ধ পুষ্প দিব্য বস্ত্র ধরিয়া ভুষণ । দিব্য বেশ ভুষণ ধরিয়া সৰ্ব্বলোকে । গোধন চালায়্যা কথো গোপ চলু আগে ॥ প্রদক্ষিণ কুরি বিপ্ৰ পৰ্ব্বত বেঢ়িয়া । কহিলু তোমারে পিতা তত্ত্ব বিচারিয়া । বুঝিয়া করহ যজ্ঞ যে হয় স্থগতি । সৰ্ব্ব গোপগণে যদি থাকে অনুমতি ॥ মুনি বলে শুন রাজা বলিয়ে তোমারে । শত্ৰু-দৰ্প খণ্ডিলা এতেক পরকারে । কালরূপী নারায়ণ সৰ্ব্ব মায়া জালে । কার চিত্তে নহে ভ্রম তাহার বচনে ॥ নন্দ আদি যত গোপ শুনিএ। উত্তরে । সাধু সাধু বুলিয়া বাখানে দামোদরে । ব্রাহ্মণ বরিয়া স্তুতি করিল বাচন । আরম্ভ করিয়া যজ্ঞ কৈল সমাপল । বিবিধ দক্ষিণা দান দিলা দ্বিজগণে । ভূষণ ভোজন পান দিল সৰ্ব্বজনে।