পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ebo বৎসরূপী আর এক দৈত্য গোটা মারে। কালীনাগ মারিল নদীর বিষ নীরে। উড়ি যাইতে পার্থী যার মরে বিষজালে। হেন নাগ দমিল বিষম নদীজলে । কালীনাগ দমিয়া সবংশে কৈল দূর । সেই যমুনার জল হৈল মুমধুর। আর এক মহাদৈত্য আইল ঘোরতর। বলভদ্রে লয়্যা গেল আকাশ উপর ॥ তথায় মারিল দৈত্যে মুষ্টির প্রহারে। শিশু হয়্যা হেন অদভূত কৰ্ম্ম করে । বৎস শিশু রাখে বনে পিয়া হুতাশন । এ দুই শিশুর মহাপুরুষ লক্ষণ । এ বড় অদ্ভুত নরকুলেতে জনম। কহ কহ নন্দঘোষ না বুঝি কারণ ॥ সৰ্ব্বলোকে অনুরাগ বাঢ়ে অহুক্ষণে । এ দুই বালক বৈ আদ নাহি জালে । বুঝিতে না পারি নন্দ এ কোন শকতি। মনে শঙ্কা লাগে নন্দ কহিবে যুগতি । গোপগণের বচন শুনিঞা নন্দ ঘোষ । কহিতে লাগিলা পেয়া হৃদয়ে সন্তোষ । গৰ্গ মুনি যে কছিল শুন গোপগণ। মনে জানি শঙ্কা কর শুনিয়া বচন । সত্যযুগে ধরে পু ! শুক্ল কলেবর । ত্রেতাযুগে রক্তবর্ণ ধরে মনোহর । কলিযুগে পীতবর্ণ হবে কলেবরে । কৃষ্ণবর্ণ হইয়াছে এখনে দ্বাপরে ॥ বসুদেব নামে ছিল এক মহাজন। একবার তার ঘরে লহ্ম্যাছে জনম ৷ তুত কারণে বাসুদেব নাম লোকে করে । ওণ কৰ্ম্ম অঙ্কুরূপে নানা নাম ধরে । গোপকুলে আনন্দ রাঢ়াইব নিরমল। সৰ্ব্বলোক স্বর্থী হৈব তরাব সকল ॥ অরাজক হয়্যাছিল জগৎ যখনে । দুষ্ট লোক পীড়া দিল সব সাধুজনে ॥ এই কৃষ্ণ সাধুলোকে বাচাল্য শকতি । দুষ্ট লোক খণ্ডিয়া শাসিলা বসুমতী । এই কৃষ্ণে প্রেম যার হৈৰ ভাগ্যবশে । খণ্ডিব সংলারবন্ধ দুরিত বিশেষে ॥ এই কৃষ্ণে জানিহ সাক্ষাৎ নারায়ণে । গৰ্গমুনি বলিলেন এ সব বচনে। কহিলু তোমারে গোপ শঙ্কা জানি কর। গৰ্গমুনি যে কহিল সত্য করি ধর । নন্দের বচন শুনি সস্তোষ হৃদয়। আনন্দিত হৈল লোক খণ্ডিল সংশয় ॥ ভাগবত আচাৰ্য্যের মধুরস-ভাষা । কৃষ্ণগুণ শুন লোক কৃষ্ণে ধর আশা ॥ ইতি প্রভাগৰতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমঞ্চন্ধে ষড়বিংশোইধ্যায়: ॥ ২৬ usmsma সুপ্লিবিংশ অধ্যায় । শুক মুনি বলে রাজা শুন সাবধানে। গোবৰ্দ্ধন গিরি যদি ধরিল নারায়ণে । ভগ্নদপ হয়্যা ইঙ্গ আইল তৎক্ষণে । স্বরতি আইলা আর স্বর মুনিগণে । দণ্ডৰৎ হয়। ইক্স পড়ে ভূমিতলে । কিরীট পরশ করে চরণযুগলে । নমিত কন্ধর শিরে ঘুড়ি দুই কর । গদগদ হস্ন্যা অতি করে পুত্বন্দর । ক্রীরাগ । শুদ্ধসত্ত্ব কলেবর তুমি শাস্ত রূপ । রক্ত তমোগুণ হীন পরম স্বরূপ ৷ গুণ অতুবন্ধে করে সর্ব মায়াময় । তার লছে তোমার সম্বন্ধ নাছি হয় । লোভ ক্রোধ আদি যত দেহ অঙ্কুৰন্ধে । অজ্ঞান জলার হয় তাহার সম্বন্ধে। গুণময় দেহে নাহি তোমার সংৰোগ । কেমনে বলিৰ আছে ক্ৰোধ মোহ লেতি ।