পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তযু দণ্ড কর তুমি স্বজন পণ্ডিত । দুষ্ট নিবারিতে হয় এই সমুচিত । দুই নিবারিয়া ধৰ্ম্ম করছ পালন । অবতার কর তুমি এই সে কারণ। তুমি পিতা হিতকারী জগৎ ঈশ্বর। তে-কারণে দণ্ড করি বুঝাহ সকল । জগতের হিত-হেতু দণ্ড সমূচিত । জানিএ লে ক ? তুমি জ্ঞানে সুপণ্ডিত ! জগদীশ হেন যার হয় অভিমান । তার সমুচিত দণ্ড কর অপমান । আমা হেন বুদ্ধিহীন থাকে যে যে জল । করএ তাহার দণ্ড কুমতিখণ্ডলা ॥ খলেরে নিগ্রহ তুমি কর এই মতে । তবে দপ ছাড়ি রহে নিজ ধৰ্ম্মপথে ॥ সুরপতি হেন মোর হৈল অহঙ্কার । সম্পদতিমিরে হৈল দুৰ্ম্মতি সঞ্চার ॥ তে কারণে তোমা প্ৰভু পাসরিলু হেলে । আর হেন মতি যেন নহে কোন কালে । না জানিএ কৈলু দোষ ক্ষম একবার । কৃপা কর হেন বুদ্ধি নহে যেন আর ॥ দুষ্ট মারি হরিব পৃথিবী ও*ভার । এই লে কারণে প্ৰভু জনম তোমার । প্ৰণত জনের তুমি করিৰে পালন । অপূর্ণ খণ্ডিয়া ধৰ্ম্ম করিবে স্থাপন । কৃষ্ণ বামুদেব নারায়ণ ভগবান । সৰ্ব্বময় সৰ্ব্বৰীজ সৰ্ব্বভূত প্ৰাণ । শুদ্ধ জ্ঞান শুদ্ধমূৰ্ত্তি শুদ্ধ কলেবর । এত বলি প্রণাম করয়ে পুরন্দর ৷ কোপে আমি কৈলু এত ধারা বরিষণ । গোকুল করিৰ নাশ হেন মণ্ডিচ্ছন্ন ॥ সেই মোর অনুগ্রহ হৈল হেন বুঝি। ভগ্নদর্প হয়্যা এৰে প্ৰভু তোম৷ ভজি । পিতা মাতা হিতকারী জগৎঈশ্বর। জানিএ শরণ এবে নিল পুরন্দর ॥ এত স্তুতি কৈল যদি ইঙ্গ স্বরপতি । তবে কৃষ্ণু বলে মেঘ গম্ভীর ভারতী। শুন ইজ আমি তোর যজ্ঞ ভঙ্গ কৈল । আমার প্রসাদে সেই অনুগ্রহ হৈল । ইজপদ পেয়্যা তুমি মত্ত হয়্যাছিলে । Ο Κ. শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 8 e? দৰ্প ভগ্ন হৈলে তুমি আমাকে ছানিলে । সম্পদতিমিরে তুমি না চিন আমারে। দণ্ড করি আমি তবে করিএ উদ্ধারে । যারে অজু হ আমি করিৰ নিশ্চয়। সম্পদ খণ্ডিলে তার সত্ত্ব বুদ্ধি হয় ॥ চল ইন্দ্র থাক লঞা নিজ অধিকার । আর কোন কালে জানি কর অহঙ্কার । স্বরভি আসিয়া তবে করে দণ্ড স্থতি । পুষ্প বরিষণ করে বহুগুণ স্তুতি ॥ aফ কৃষ্ণ মহাযোগী জগৎজীবন। তুমি পতি আমি-সব নিজ পরিভল । তুমি ইন্দ্ৰ তুমি প্রভু পরম দেবতা । তুমি বন্ধু তুমি গুরু তুমি মাতা পিতা । কহিলা যে এহ্মা তুমি কর অবতার। ইন্দ্রপদে অভিষেক করিব তোমার ॥ ব্ৰহ্মার আদেশ পেয়া আইল মুনিগণ । আজ্ঞা দেহ অভিবেক করিব এখন ॥ এতেক বলিয়া তবে গোলোক জননী । নিজ ক্ষরে অভিষেক করে চক্রপাণি ॥ আকাশগঙ্গার জল আনি পুরন্দর। গঞ্জ শুণ্ডে অভিষেক করে নিরস্তর ॥ মুর-ঋষিগণ নানা তীর্থ জল আনি। অভিষেক উৎসব করয়ে চক্রপাণি ॥ দেবমাতৃগণ আলি অভিষেক করে । আনন্দ মঙ্গলে তবে তিন লোক পুরে । স্বর মুনি করাইল অভিযেক স্বান। সৰ্ব্ব লোক ধরিল গোবিন্দ হেন নাম ॥ তুম্বুকু নারদ সুর সিদ্ধ বিদ্যাধর। গন্ধৰ্ব্ব চারণ মুনি বিবিধ কিন্নর ॥ নাচন বাজন গীত পুষ্প বরিযণ। বিবিধ মঙ্গল স্তুতি করে সর্বজন । আনন্দিত সৰ্ব্বলোক হৈল ত্রিভুবনে । ক্ষীর রসে পুর্ণ হৈল সব ধেমুগণে ॥ নদীগণ বহে নানা রসময় জলে। বৃক্ষগণে মধুধারা স্ৰবে নিরস্তরে । নানা শস্তে পূর্ণ হৈল ধরণীমণ্ডল । উজ্জল ৰিবিধ মণি পৰ্ব্বত শিখর। দুষ্ট লোকে দুষ্ট বুদ্ধি ছাড়িল তখনে । হৃষ্টপুষ্ট মুৰীভোগী হৈল সৰ্ব্বজনে ॥