পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8. У о কৃষ্ণ অভিষেকে যত ভৈল মহোদয় । কহিতে না পারি রাজা শুন মহাশয় ॥ করিয়া গোৰিন্দ অভিষেক মুরপতি । শ্ৰীমদ্ভাগবত আজ্ঞা পেয়্যা চলি গেলা সবল সংহতি ॥ ভাগৰত-আচাৰ্য্য-রচিত রসময় । শুনিলে সকল খণ্ডে দুরতি সঞ্চয় ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমঙ্কন্ধে সপ্তবিংশোইধ্যায়: ॥ ২৭ ॥ অষ্টাবিংশ অংTয় । শুক মুনি বলে শুন রাজা পরীক্ষিৎ । আর অদভূত কহি কৃষ্ণের চরিত ॥ নন্দঘোষ মহাবুদ্ধি একাদশী দিনে । নিরাহার উপবাস কৈলা শুদ্ধমনে ॥ আল্লক্ষণ দ্বাদশী পারণা দিবলে । তে-কারণে নন্দ ঘোষ ডঠি রাত্রিশেষে । স্বান করিবারে গেলা যমুনার জলে । অম্বরে হরিয়া নন্দ নিল হেনকালে ॥ আমুরী বেলায় নন্দ করে নিত্যকৰ্ম্ম । অমুরে হরিয়া নিল দেখিয়া বিধৰ্ম্ম ॥ বৰ্ব্বর অমুরে ধৰ্ম্মশাস্ত্র নাছি জানে । আল্লক্ষণ দ্বাদশ পারণা তে-কারণে ॥ ননঘোষ স্নান করে রাত্রি অবসানে । নিত্যকৰ্ম্ম করে হেন অমুরে লা জানে ॥ বরুণ নিকটে নন্দে লইল হরিয়া । ব্যাকুল হইল গোপ নন্দে না দেখিয় ॥ কান্দিয়া গোয়ালাগণ কৃষ্ণকে জানায় । অস্বরে হরিয়া নন্দে নিল যত্নরায় ॥ অস্বরে হরিল পিতা শুনি নারায়ণে । বরুণের পুরী হরি গেল! সেই ক্ষণে । সাগরের জল মধ্যে বক্ষণের পুরী । আঁখির নিমিষে তথা গেলেন এ হরি ॥ শুনিয়া বরুণরাজ আইলা যদুনাথ । চরণকমলে পড়ে হয়্যা দ গুবৎ A দিব্য রত্ন মণি দিয়া পূজিল চরণ । ত্ৰৈলোক্যের তুল্য মূল্য দিল বহু ধন ৷ বিবিধ উৎসব কৈল বিবিধ মঙ্গলে । আনন্দে বঙ্ক রাজা বিনয়ে কি বলে ॥ সিন্ধুড়া রাগ । সকল শরীর মোর জীবন সফলে । সৰ্ব্ব মনোরথ সিদ্ধি হৈল এতকালে । যার পদযুগ ভজি গর্ভবাস তরি । দেখিলাম হেন প্রতু সাক্ষাতে মুরারি । তোমার চরণে মোর বহু নমস্কার । যার নামে তরে লোক এ ঘোর সংসার । আমার কিঙ্কর মুখ নাহি কৰ্ম্ম বোধে । আনিল আমার পিতা ক্ষেম অপরাধে ॥ হের নন্দঘোষ পিতা লেহ বিম্বমনে । অপরাধ ক্ষম প্ৰভু জানাল্য চরণে ॥ এইরূপ সাধিল বরুণ লোকপাল । পিত লৈয়া গোপকুলে আইল তৎকাল। (১) দেখিয়া আনন্দ হুৈল গোকুল নগরে । পরম বিস্মিত নন্দ বলেন সভারে । বরুণের দেখিলু সম্পদ মহোদয়। ত্রিভুবনে কে আছে তাহার বড় হয়। দিব্য রত্ব রচিত বিচিত্র পুরীখান। যাথে প্রবেশিল খণ্ডে মানুষ গেৱান । (২) আর যত দেখিলু রতন মহাধন । সে সব আমার মুখে না যায় কহন। দিব্য মণি রত্ব দিয়া পুজিল গোপাল । কত কত স্ততি ভক্তি কৈল নমস্কার ॥ (১) পাঠান্তর,— "বরুশের স্থানে হৈতে নন্দেরে লইয়া । গোকুল নগরে কুক উত্তরিল গিয়া ।” (২) পাঠাস্তর,— "মণিরত্নে খচিত বিচিত্র পুরীখান । দরশন মাত্রে হয় বৈকুণ্ঠ গেয়ান ।”