পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পতি পুত্র বন্ধুগণ তোমা না দেখিয়া । অন্বেষণ করি বুলে ব্যাকুল হইয়া। কুলবতী নারী হৈয়া কর হেন কাজ । দুই কুল ভরি গোপী থাইলে বড় লাজ । যদি বল দেখিতে আইলাঙ বৃন্দাবন । চাহিয়া নেহার গোপী কুমুমকানন ॥ শরৎ-যামিনী চন্দ্র ঝলমল জ্যোতি । যমুনা-লহরী বাত বহে মন্দগতি ॥ মধুর সৌরভ বহু বিহগ-মুনাদ । এ বনে উপজে গোপী কাম উলমাদ । যাবত হৃদয়ে নাহি মনমথ উঠে । তাবত প্ৰমাদ নাহি চলি যাহ ঝাটে । বিলম্ব না কর গোপী নিজ ঘরে চল । নারীকুলে এই ধৰ্ম্ম পতিসেবা কর । স্তম্ভপ ছাওয়াল বৎস রহিল বন্ধনে । ছাওয়ালকে দেহ স্তন কর গোদোহনে ॥ যদিবা বলিবে আইলু তোমী-দরশনে । দেখিলে আমারে যাই গোকুল ভুবনে ॥ এ পুন সহজ হয় সৰ্ব্বলোক রীতি। আমা দেখিবারে লোক বাঢ়ায় পারিতি। আমারে দেখিলে গোপী এ বড় মুন্দর। মুখে যাহ মুন্দরি চলিয়া নিজ ঘর ॥ নারীকুলে মুখ্য ধৰ্ম্ম পতি স্বসেবন । পতিবন্ধু পালন পোষণ পরিজন ॥ রোগযুক্ত দরিত্র দুগত জড়মতি । তবু পতি না জাড়িব নারী কুলবতী । তেজিতে পাতকী পতি সবে অধিকার । পতিলেবা ছাড়ি নারীকুলে নাছি আর ॥ নিজপতি ছাড়ি অন্তে যে করে সেবন । কুলে অপযশ তার নরকে গমন ॥ প্রবেশ নিগম কালে হয় দুঃখ ভয়। নরক ছাড়িয়া তার স্বগে বাস হয় ॥ যদি বা বলিবে ভক্তি করিব তোমাতে । নিকটে থাকিলে ভক্ত নছিব সাক্ষাতে ॥ শ্রবণ কীৰ্ত্তন ধ্যান করিছ সদায় । অচলা ভকতি হৈব এই সে উপায় ॥ সত্তোষ করিয়া চিত্তে চলি যাহ ঘর । ঘরে থাকি ভকতি করিহ নিরস্তর ॥ কৃষ্ণের নিষ্ঠুর বাণী শুনি ব্রজরামা । বিবাদে মোহিতা গোপী হৈল হতকামা। ত্যাগভয়ে শোক শ্বাসে শুখাইল অধর । হেটমাথে পদনথে লেখে ক্ষিতিতল ॥ শ্ৰীকৃষ্ণ-প্রেমভরজিণী 8 ● নয়নে গলয়ে জল তন্তু বেষ্যা পড়ে । কাজল মলিন কুচকুঙ্কুম পাখালে । নিশবদে রহে গোপী পেয়া দুঃখভার। এক পদ্ধ হৈতে পদ না তুলিল আর ॥ বহুক্ষণ ব্ৰজনারী রহে সেই মনে । বিমরিৰ হুয়া দিল চিত্ত সমাধানে ॥ রে’দন তেজিয়া জল পুছিল নয়নে । কোপে গদগদ বাণী বলে গোপীগণে ॥ কে বলে দয়াল কৃষ্ণ ভকতবৎসল । কে ৰলে জীবননাথ করুণাসাগর ॥ সৰ্ব্বকাম তেজে গোপী যাহার কারণে । লেছেন নিষ্ঠর বাণী বলিল কেমনে। শুন শুন প্রাণনাথ প্রভু যদুরায় । হেন কি নিষ্ঠুর বাণী বলিতে জুয়ায়। এই ঠাকুরালী কৃষ্ণ তোমার বুঝিল ॥ ব্ৰজনারী সৰ্ব্বধৰ্ম্ম তেজিয়া ভজিল ॥ পদযুগ লেবা সতে এই আশা ধরে । তাহাকে তেজিব তুমি কেমন প্রকারে । না ছাড় না ছাড় কামু ধরিলু চরণে । পদযুগলেবা সবে মাগে গোপীগণে ॥ ধর্থশাস্ত্র জান তুমি উত্তম পণ্ডিত। নানাধৰ্ম্ম বেদশাস্ত্র তোমাতে বিদিত। তে কারণে কৈলে নারীধৰ্ম্ম উপদেশ । পতিবন্ধু স্বত সেবা কহিলে বিশেষ । ওই পরম ধরম সত্য পারাকুলে । সৰ সমপিলু তোমার চরণ কমলে। তুমি লে পরম পতি বন্ধু হিতকারী। সৰ্ব্বধৰ্ম্ম তোমাতে স্থাপিল ব্ৰজনারী ॥ পতি স্বত বন্ধু সেবা করি জনে ও নে। সে সকল ধৰ্ম্ম তোমার কমল চরণে ॥ অজ্ঞবুদ্ধি নারী আমি লা বুঝি বিচার । হেন যদি বল তত্ত্ব কহিব তাছার ॥ বড় বড় উত্তম যতেক মহাভনে । সৰ্ব্বধৰ্ম্ম তেজি ভজে তোমারি চরণে ॥ আমি সব দেখিলু ওই সে সুপ্রমাণ । তে কারণে সৰ্ব্বধৰ্ম্ম কৈলু সমাধাণ ॥ পতি স্বত-ভ০ নে কেবল দুঃখ সার । অরতিভঞ্জণ গুমি চরণ তোমার ॥ স্বসদয় হও প্রভু না ছাfহ আর । গোপীগণ আশা ধরি আছএ তোমার। গৃহধৰ্ম্ম নারীধৰ্ম্ম কৈলে উপদেশ । কহিৰ তাহার কথা শুনহ বিশেঘ ॥