পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবতমধ্যে মহত্তম । ত্ৰিজগতে নাহি যার সম । হন মহাবিভূতি উদ্ধব। কহিলেন স্বয়ং শ্ৰীমাধব ॥ তথাহি ভগদবছুক্তং (ভা: ১১।১৬l২১t ) : ত্বত্ত ভাগবতেস্বহম্ । • ॥ ভক্তগণ হইতে মহিমা । কি কহিব অধিক অসীমা ॥ ব্ৰহ্মা-আদি সকল তনয় । বলরাম-আদি ভ্রাতfচয় ॥ মহাদেব-আদি সখীগণ । লক্ষ্মী-আদি ভাৰ্য্যায়ে গণন ॥ অনুপম মুক্তি র্তাহার । যার নাহি সাধারণ আর ॥ যে উদ্ধব অপেক্ষা নিশ্চিত । প্রিয়তর নহে কদাচিত ॥ ঐীমদ্ভাগবতাদি পুরাণে । স্বপ্রসিদ্ধ শ্রীকৃষ্ণবচনে ॥ উদ্ধবের মহিমব্যঞ্জক । সৌভাগ্যসমূহ-প্রকাশক । অদ্ভুত প্রসাদ-জাত হন। ত্ৰিজগতমধ্যে বিলক্ষণ ॥ উগ্ৰসেন-আদি যদুগণ । যাহা অদ্য করিলা কীৰ্ত্তন ॥ কর্ণদ্বারা করি প্রবেশন । হৃদয়ে করিয়া আক্রমণ ॥ ধুৰ্ত্ত চৌর-মত হঠ করি । সব ধৈর্য্যধন নিল হরি ॥ এত শুনি স-সন্ত্ৰম-মতি । উদ্ধব উঠিয়া শীঘ্ৰগতি । নারদের পাদদ্বয় ধরি । ক্রোড়ে রাখি আলিঙ্গন করি ; কৃপাভর-পাত্রনিৰ্দ্ধারণ । অনুমানি নারদের মন ॥ মলে হৈল কুষ্ণ-কৃপাচয়ে । অনিৰ্ব্বাচ্য যে প্রসাদ হয়ে । ক্রীরাধিকা-আদি পাত্রে তার । ভাবি প্রেমসম্পত্তির সার ॥ হইলা পাড়িত অতি ক্ষীণ । রোদনেতে বিবশ সুদীন ॥ স্বত্বে ধৈৰ্য্য আনি মুনিবরে । সাবধান করিয়া সত্তমে । পরোৎকর্ষাবলিত বচন । উদ্ধব কহেন ততঃক্ষণ— ॥ হে সৰ্ব্বজ্ঞ মহামুনিবর 1 । সত্যৰাক্যগণশ্রেষ্ঠতর । । প্রভো ! কৃষ্ণভক্তিমাৰ্গ যত । আদিগুরু আপনি সম্মত । যে কহিলে, সেই সব, আর— । ইহা হইতে অধিক বিস্তার ॥ সত। অামা প্রতি প্রকাশিত । বর্তমান আছয়ে নিশ্চিত । ইহা আমি জানিয়ে বিদিত। অন্তেও জানেন স্বনিশ্চিত । গিয়া ব্রজে ইদানী সে সব । অনির্বাচ্য কৈছু অনুভব । তাহে মম সৌভাগ্যাভিমান । সদ্য হৈল চুর্ণিত-বিধান ॥ সেই অনুভবেতে প্রাচুর্য্য । কৃষ্ণপ্রসন্নতার মাধুর্য। ॥ প্রেম-প্রেমবানের মাধুরী । অদ্ভুক্ত জানিচু আমি ভুরি । সব ব্রজবাসির দশনে । অতি ধন্ত হইল আপনে ॥ অনুকম্প প্রভুর তাহাতে ॥ সম্যৰূ জানিয়া আপনাতে । তথা তার প্রসাদাতিশয় । আস্পদ আপনারে নিশ্চয় ॥ জানি, অতি আনন্দসাগরে । হইলাম নিমগ্ন তৎপরে ॥ গোপীগণ-মহিমা আখ।ান ! আমি যাহা করিলাম গাল ॥ আর গোপী-পদরজ-লাগি । গুল্ম-লতা হইবারে মাগি । গোপীপদরেণু নমস্কার । করিলাম, জানি যাহা সার ॥ তাছা সবে জানয়ে বিদিত । ভাগবতে আছয়ে বর্ণিত ॥ কৃষ্ণ-অস্থগ্রহের বিষয় । এীরাধিকা-আদি গোপীচয় ॥ আমা হৈতে অধিক-অধিক । সুপ্রসিদ্ধ আছে সাৰ্ব্বত্রিক । তাহ ব্যক্ত করি এইস্থানে । কহী নহে—জান অক্সমানে ।