পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"לנצ8 কৃষ্ণের চরণে মন কৃষ্ণগুণ গায়। কৃষ্ণের চরিত্র খিলে অন্ত মাহি তায় ॥ কৃষ্ণতাবে ব্রজনারী আপনা পালরে। পতি-স্বত গৃহ-আদি মনেহ না পড়ে ॥ গোপাল-চরিত্রগুণ গায় উচ্চস্বরে। শ্ৰীমদ্ভাগবত ছের আইলে কৃষ্ণ বলি চৌদিগে লেছালে এইরূপে বনে রছে গোপী বিরছিণী। গীতবন্ধে কত-কত বলে কাকুবাণী ॥ ভাগবত আচাৰ্য্য-রচিত রসময় । শুনিলে দুরিত হয়ে খণ্ডে তবতয় ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে ত্রিংশোহধ্যায়: ওe ॥ ਾਂ ਦੇ 7ਬ 1 ভাটিয়ারি রাগ । মুনি বলে শুন রাজা ভকত প্রধান। কহিব গোপাল-গুণ-চরিত্র-বাখান ॥ সকল গোপিকা মেলি যমুনা-পুলিনে । গোপাল-উদ্দেশে বলে কাকুতি বচনে ॥ ৰে দিনে জনম হৈল নন্দঘোষ-ঘরে । সে-অৰধি শ্ৰী রছিলা গোকুল-নগরে ৷ সকল সম্পদ বাঢ়ে সে-দিন-অবধি। গোকুলে আসিয়া রছে অষ্ট মহাসিদ্ধি । সতত আনন্দ বাঢ়ে সৰ্ব্বলোকে য় । তোমার জনম-গুণে এত সুখ হয় । আমি-সৰ গোপী সেই গোকুলবাসিনী। তবে কেন তেজ' নারী বিরহদুঃখিনী । আমি সব ব্রজনারী নিজ পরিজন । প্রাণ রাখ প্রাণপতি দিয়া দরশন ॥ কি কহিব প্ৰভু তোমার নয়ন সুন্দর। শরৎ-কমল-গর্ভ-কাস্তি মনোহর । ইছ দরশনে আমি সব দাসী হৈল। সুন্দরী গোপিনী বিনি মূলে বিকাইল । দরশন দিয়া যদি না রাখ পরাণে । নারী বধ হৈল হের-দেখ বিদ্যমানে । কালিনাগ তোমারে দংশিল বিষজালে । তাহাতে রাখিলে সভায় আপনে এড়াইলে । অবাক্ষর বধিয়া রাখিলে আরবার । তোমা বিনে গোপী জীতে’ নাহিক প্রকার । পৰ্ব্বত ধরিয়া নিবারিলে ররিবণে । এই মত কতবার রাখিলে আপনে ॥ আরবার রক্ষণ কৈলে অগ্নিপান করি । তবে রক্ষা কৈলে বৃষ-দৈত্যেরে সংহারি ॥ এইরূপে নানা ভয় করিয়া থওন । রাখি মেী-সভারে কেন না রাখ এখন ॥ যদি বল আমি হই নন্দের তনয় । কেমতে খণ্ডিল তোমার এতেক সংশয় ॥ এ বোল বলিয়া তুমি ভাণ্ডিবে কাছারে । নন্দসুত নহ তুমি স্বরূপ বিচারে । অখিল জীবের তুমি সৰ্ব্ব বুদ্ধে সাক্ষী । বিশ্ব-প্রতিকার-হেতু মূৰ্ত্তিমান লখি । ব্ৰহ্মা আরাধিল তোমায় লোক-হিত-হেতু। যদুকুলে জনমিঞা রাখ ধৰ্ম্মসেতু ॥ ভবভয়ে যে লয় শরণ পদতলে । জনম-সঙ্কট-ভয় নহে কোন কালে । এ-ছেন অভয় পায় লইলু শরণ। শিরে কর দিয়া প্রভূ রাখহ জীবন। সৰ্ব্বসিদ্ধি বৈসে হরি তব ওই করে । ( ১ ) গোপীগণ জীয়ে তবে যদি দেহু শিরে ॥ ব্ৰজকুলে কর তুমি অরাতি ভঞ্জন । নিজ-জন-অভিমান করহ খণ্ডন ॥ ব্ৰজনারী আমি-সব নিজ দাসীগণ । প্রাণ রাখ দেখিয়া জলরুহানন ॥ অমল-কমল-দল চরণযুগল । প্রণত জলের হরে ছুরিত সকল ॥ ( ১ ) পাঠাভর,—"প্ৰভু তোমা করতলে ।”