পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8令● জীমদ্ভাগবত (১) সাহিত্য-পষিযৎ কর্তৃক প্রকাশিত পুস্তাঙ্ক একত্রিংশ অধ্যায়ের পাঠ,— ষখ1 রাগঃ । শুক ৰঙ্গে নরপতি কর রাজা অবগতি যেরূপে মিলিলা নারায়ণ । সে সব কহিব আমি কর্ণপথে পীও তুমি বিষাদ করয়ে গোপীগণ ॥ একত্রে বসিয়া সব স্মঙরে গোপী মাধব শিরেতে করিয়া করাঘাত । কিৰ অপরাধ পাঞ বিরছিণী ত্যায়াগিঞা কোথা গেলে আহে জগন্নাথ ॥ এৰে লে জানিল আমি কঠিন নিৰ্দ্দয় তুমি মজাইলে আভীরকুমারী। ত্যজিন্তু সকল ধৰ্ম্ম অবঙ্গা না জানি মৰ্ম্ম ংশীনাদে প্রাণ কৈলে চুরি। যে দিন অবধি কাজু বাজাইলে মোহন বেণু যমুনাতে বস্ত্র নিলে হরি। শুন ওহে নারীচোরা সে দিন অবধি মোরা ঘরে আর রহিতে না পারি। শুনিএা বঁাশীর গান পশু পক্ষী করে ধ্যান নিৰ্ম্মল হইল যতজন । বেগবতী নদী যত উজানেতে বহে স্রোত শিশু সবে নাহি পীয়ে স্তন ॥ যখন ত্রিভঙ্গ হঞ1 থাক তুমি দাড়াইয়া মোহনমূরতি নটবর। স্তম্ভিত মারুত বায় রবি নাহি বেগে যায় লেরূপ দেখিয়া মনোহর ॥ ছাত্রংশ অধ্যTয় | যথা রাগ । শুক মুনি বলে রাজা শুন পরীক্ষিত। এসময় রাসকেলি গোপালচরিত ॥ এইরূপ বিলাপ করিয়া ব্রজনারী । কাঙ্গিতে লাগিলা গোপী উচ্চস্বর করি ॥ নিজ জন দুঃখ দেখি প্রভু দয়াময়। জরশন দিলা হরি করুণ-হৃদয় ॥ ইমুখে মুন্দর হালি যেন সুধা পড়ে খলি পীযুষ সদৃশ রসভাষা। कछेच बग्नन८कां८१ হানিলে কামিনীগণে নেরাশ করিলে কেন আশা ॥ তোমারে পড়িল মনে চাহি বৃন্দাবন পানে ধ্যান করি ও রাঙ্গা চরণ । কুৰুরে কানিতে নারি অলিমিখে পথ হেরি - যাবৎ না হয় দর্শন ॥ বুঝিতে না পারি মেনে নিদয় হইল কেনে ওহে হাম না কর চাতুরী । ত্যজি সৰ পরিবার ভূয়া পদ কৈল সার কত ফুঃখ দিবে হে মুরারি ॥ যে ভজে তোমার পায় তার কি দশ হয় গৃহধৰ্ম্ম সকল পাসরে । ८दन कांचांणिनैौ ४९ब्र! পথে পথে ভ্ৰমাইয়া ভিক্ষা মাগি খায় ঘরে ঘরে কোথা আছে প্রাণ কামু বাজাও মোহন বেণু তবে বীচে গোপীর জীবন । ক্ষণেক বিলম্ব দেখি শরীর বিকল সখি কোথা রঞ্চ দেহ দরশন ॥ অনেক বিলাপ করি যতেক আভীর নারী দাড়াই প্রাণ তেয়াfগতে । হেনকালে নারায়ণ গোপী মধ্যে আগমন বংশীধ্বনি চ্যাগিল করিতে। রাসলীলা সুধামৃত গোপীর বিষাদ মৃত -শুন রাজা তোমারে কছিল । ষেবা শুনে যেবা গায় লাহি ভবভয় তায় ভাগবত আচাৰ্য্য রচিল । আচম্বিতে মধ্যে কৃষ্ণে দেখে গোপীগণ । পূর্ণিমার চন্দ্ৰ যেন দিলা দরশন ॥ ভুবনমোহন রূপ কহিতে না পারি । পীতবাস পরিধান বনমালাধারী। ইন্দুকোটি জিনি মুখ রূপে কোটি কাম। ভূবনমোহন লীলা জলধরখাম। গোপাল দেখিয়৷ গোপী চকিতনয়ন । সেইক্ষণে ত্বরিতে উঠিল গোপীগণ ॥ চৌদিগে রমণীগণ দাণ্ডায় শস্তোবে । প্রাণ আইলে যেন তন্ত্র ইঞ্জিয় প্রকাশে।